১৫০ দিনে শুটিং শেষ, কবে মুক্তি পাবে ‘ওয়ার ২’
Published: 9th, July 2025 GMT
অবশেষে শেষ হলো হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’-এর দৃশ্যধারণ। যশরাজ ফিল্মসের প্রযোজনা এবং অয়ন মুখার্জির পরিচালনায় নির্মিত এই সিনেমার শুটিং শেষ হতে সময় লেগেছে প্রায় ১৫০ দিন। ছবিটিতে আছে ছয়টি দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, দুটি গান এবং একাধিক আবেগঘন দৃশ্য।
শুটিংয়ের শেষ পর্যায়ে চিত্রায়িত হয়েছে হৃতিক ও জুনিয়র এনটিআরের একটি বিশেষ নাচের দৃশ্য, যা কোরিওগ্রাফ করেছেন বসকো মার্টিস। গানটির সুর দিয়েছেন প্রীতম।
নির্মাতাদের মতে, এটি হতে চলেছে একটি “স্মরণীয়” ডান্স ফেসঅফ। এই দৃশ্যের শুটিং দেখতে সেটে উপস্থিত ছিলেন জুনিয়র এনটিআরের স্ত্রী ও দুই সন্তান, যারা হৃতিক রোশনের ভক্ত।
শুটিং শেষে হৃতিক রোশন তাঁর বাসভবনে আয়োজন করেন একটি ঘনিষ্ঠ নৈশভোজ, যেখানে উপস্থিত ছিলেন জুনিয়র এনটিআর ও তাঁর পরিবার, পরিচালক অয়ন মুখার্জি এবং যশরাজ ফিল্মসের মূল সদস্যরা।
বর্তমানে চলছে ছবির ভিএফএক্স ও আবহসংগীতের কাজ। জানা গেছে, পরিচালক অয়ন মুখার্জি আগামী ২০ দিনের মধ্যে সম্পাদনার কাজ শেষ করবেন। আগামী মাসে মুক্তি পাবে ছবির দুটি গান ও অফিসিয়াল ট্রেলার।
‘ওয়ার ২’-তে দেখা যাবে হৃতিক রোশন ফের এজেন্ট কবীর হিসেবে আর তাঁকে টক্কর দেবেন জুনিয়র এনটিআর ওরফে এজেন্ট বিক্রম।
একের পর এক চমকপ্রদ অ্যাকশন সিকোয়েন্স, চোখধাঁধানো ভিজ্যুয়াল আর এজেন্টদের মধ্যকার শক্তিশালী টানাপোড়েন– সব মিলিয়ে ‘ওয়ার ২’ হলো যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রত্যাশিত ছবি। আসছে ১৪ আগস্ট ২০২৫ ভারতজুড়ে হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ ত ক র শন
এছাড়াও পড়ুন:
এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, ‘বুধবার রাত পৌনে ১১টার দিকে বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে দুটি পটকা জাতীয় কিছু বিস্ফোরণ করা হয়েছে। কে বা কারা করেছে আমরা তদন্ত করে দেখছি। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’
এর আগে বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে আরও দুই বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ২৩ জুন ও ২ জুলাই একই কায়দায় ককটেল বিস্ফোরণ করা হয়। ভবনটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। গত ২৩ জুনের এনসিপির চারজন আহত হয়েছিলেন।