অবশেষে শেষ হলো হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়ার ২’-এর দৃশ্যধারণ। যশরাজ ফিল্মসের প্রযোজনা এবং অয়ন মুখার্জির পরিচালনায় নির্মিত এই সিনেমার শুটিং শেষ হতে সময় লেগেছে প্রায় ১৫০ দিন। ছবিটিতে আছে ছয়টি দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, দুটি গান এবং একাধিক আবেগঘন দৃশ্য।

শুটিংয়ের শেষ পর্যায়ে চিত্রায়িত হয়েছে হৃতিক ও জুনিয়র এনটিআরের একটি বিশেষ নাচের দৃশ্য, যা কোরিওগ্রাফ করেছেন বসকো মার্টিস। গানটির সুর দিয়েছেন প্রীতম।

নির্মাতাদের মতে, এটি হতে চলেছে একটি “স্মরণীয়” ডান্স ফেসঅফ। এই দৃশ্যের শুটিং দেখতে সেটে উপস্থিত ছিলেন জুনিয়র এনটিআরের স্ত্রী ও দুই সন্তান, যারা হৃতিক রোশনের ভক্ত।

শুটিং শেষে হৃতিক রোশন তাঁর বাসভবনে আয়োজন করেন একটি ঘনিষ্ঠ নৈশভোজ, যেখানে উপস্থিত ছিলেন জুনিয়র এনটিআর ও তাঁর পরিবার, পরিচালক অয়ন মুখার্জি এবং যশরাজ ফিল্মসের মূল সদস্যরা। 

বর্তমানে চলছে ছবির ভিএফএক্স ও আবহসংগীতের কাজ। জানা গেছে, পরিচালক অয়ন মুখার্জি আগামী ২০ দিনের মধ্যে সম্পাদনার কাজ শেষ করবেন। আগামী মাসে মুক্তি পাবে ছবির দুটি গান ও অফিসিয়াল ট্রেলার।

‘ওয়ার ২’-তে দেখা যাবে হৃতিক রোশন ফের এজেন্ট কবীর হিসেবে আর তাঁকে টক্কর দেবেন জুনিয়র এনটিআর ওরফে এজেন্ট বিক্রম।

একের পর এক চমকপ্রদ অ্যাকশন সিকোয়েন্স, চোখধাঁধানো ভিজ্যুয়াল আর এজেন্টদের মধ্যকার শক্তিশালী টানাপোড়েন– সব মিলিয়ে ‘ওয়ার ২’ হলো যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রত্যাশিত ছবি। আসছে ১৪ আগস্ট ২০২৫ ভারতজুড়ে হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ ত ক র শন

এছাড়াও পড়ুন:

আতশি কাচের নিচে বাংলাদেশ ক্রিকেট দল

‘সোহান (নুরুল হাসান) দলের সেরা উইকেটকিপার। সে দলে ছিল, তার কোনো ইনজুরিও ছিল না, তারপরও সে কেন উইকেটকিপিং করল না? সিদ্ধান্তটা কার, এটা আমাদের জানা দরকার।’

গত মাসের শুরুতে শারজায় অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ টেনে প্রথম আলোকে কাল কথাটা বলেছেন বিসিবির এমন একজন পরিচালক, জাতীয় দল–সংশ্লিষ্ট বিষয়ে যাঁকে এখন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

শুধু ওপরের বিষয়টিই নয়, গত এক বছরের মধ্যে বাংলাদেশ দলের খেলা আন্তর্জাতিক ম্যাচের প্রতিটি আলোচিত সিদ্ধান্ত বা ঘটনাই পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছে বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্র। এসব নিয়ে কথা বলা হবে দলের সংশ্লিষ্টদের সঙ্গে।

আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টিতেই দলে থেকেও নুরুল উইকেটকিপিং করেননি কেন, সে প্রশ্নের উত্তর অবশ্য এরই মধ্যে মিলেছে। তবে জাকেরকে দিয়ে কিপিং করানোর সিদ্ধান্তটা দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বলে অভিযোগের যে তির, সেটি ছোড়া হচ্ছে ভুল লক্ষ্যের দিকে। সিদ্ধান্তটা আসলে ছিল লিটন দাস চোটে পড়ায় টি–টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া জাকেরের নিজেরই।

আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে জাকের আলীর উইকেটকিপিং নিয়ে প্রশ্ন উঠেছে

সম্পর্কিত নিবন্ধ