অবশেষে শেষ হলো হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ওয়ার-২’ এর দৃশ্যধারণ। যশরাজ ফিল্মসের প্রযোজনা এবং অয়ন মুখার্জির পরিচালনায় নির্মিত এই সিনেমার শুটিং শেষ হতে সময় লেগেছে প্রায় ১৫০ দিন। ছবিটিতে আছে ছয়টি দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স, দুটি গান এবং একাধিক আবেগঘন দৃশ্য।

শুটিংয়ের শেষ পর্যায়ে চিত্রায়িত হয়েছে হৃতিক ও জুনিয়র এনটিআরের একটি বিশেষ নাচের দৃশ্য, যা কোরিওগ্রাফ করেছেন বসকো মার্টিস। গানটির সুর দিয়েছেন প্রীতম।

নির্মাতাদের মতে, এটি হতে চলেছে একটি “স্মরণীয়” ডান্স ফেসঅফ। এই দৃশ্যের শুটিং দেখতে সেটে উপস্থিত ছিলেন জুনিয়র এনটিআরের স্ত্রী ও দুই সন্তান, যারা হৃতিক রোশনের ভক্ত।

শুটিং শেষে হৃতিক রোশন তাঁর বাসভবনে আয়োজন করেন একটি ঘনিষ্ঠ নৈশভোজ, যেখানে উপস্থিত ছিলেন জুনিয়র এনটিআর ও তাঁর পরিবার, পরিচালক অয়ন মুখার্জি এবং যশরাজ ফিল্মসের মূল সদস্যরা। 

বর্তমানে চলছে ছবির ভিএফএক্স ও আবহসংগীতের কাজ। জানা গেছে, পরিচালক অয়ন মুখার্জি আগামী ২০ দিনের মধ্যে সম্পাদনার কাজ শেষ করবেন। আগামী মাসে মুক্তি পাবে ছবির দুটি গান ও অফিসিয়াল ট্রেলার।

‘ওয়ার ২’-তে দেখা যাবে হৃতিক রোশন ফের এজেন্ট কবীর হিসেবে আর তাঁকে টক্কর দেবেন জুনিয়র এনটিআর ওরফে এজেন্ট বিক্রম।

একের পর এক চমকপ্রদ অ্যাকশন সিকোয়েন্স, চোখধাঁধানো ভিজ্যুয়াল আর এজেন্টদের মধ্যকার শক্তিশালী টানাপোড়েন– সব মিলিয়ে ‘ওয়ার ২’ হলো যশরাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের সবচেয়ে প্রত্যাশিত ছবি। আসছে ১৪ আগস্ট ২০২৫ ভারতজুড়ে হিন্দি, তেলেগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ ত ক র শন

এছাড়াও পড়ুন:

ফরিদা পারভীনের চিকিৎসায় মেডিকেল বোর্ড, আশাবাদী চিকিৎসরা

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন কয়েক দিন ধরে ইউনিভার্সেল মেডিকেল কালেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য বুধবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ইউনিভার্সেল হাসপাতালে বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ডের সভায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের শীর্ষস্থানীয় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বোর্ড সভা শেষে চিকিৎসরা বলেন, ‘ফরিদা পারভীনের বিষয়ে আমরা আশাবাদী। শিল্পীর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে তার শরীরে কিছু ইনফেকশন আছে, আমরা তা দূর করার চেষ্টা করছি। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’

 

সম্পর্কিত নিবন্ধ