কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগী মোতালেব হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মোতালেব হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করেন।

লিখিত অভিযোগে মোতালেব হোসেন দাবি করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ ও বন্দবেড় ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে একদল লোক তাঁর দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে গালাগাল করার পাশাপাশি মারধর করা হয়।

মোতালেব হোসেন বলেন, তাঁর চিৎকারে স্থানীয় জিয়াউর রহমানসহ কয়েকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলতাফ হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে অভিযুক্ত বিএনপি নেতা মনিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাইটকামারী হাটঘাট আমার নামে ইজারা নেওয়া। মোতালেব ও তার ভাই ট্রলার দিয়ে বালুর ব্যবসা করে। ঘাটের টোল আদায়ের টাকা চাইতে গেলে উল্টো সে আমাদের গালাগাল করেছে।’

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার তদন্তে এসআই মোসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ আওয় ম

এছাড়াও পড়ুন:

নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন

ছবি: অ্যাপল

সম্পর্কিত নিবন্ধ