মানুষের মতো স্পর্শের অনুভূতি পাবে রোবট
Published: 10th, July 2025 GMT
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে রোবটও ধীরে ধীরে মানুষের মতো বিভিন্ন কাজ করার দক্ষতা অর্জন করছে। এবার রোবটকে মানুষের মতো স্পর্শের অনুভূতি দিতে নতুন ধরনের কৃত্রিম চামড়া তৈরি করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। উদ্ভাবিত এই কৃত্রিম চামড়া স্পর্শ, তাপমাত্রা বা ব্যথার মতো শারীরিক উদ্দীপনা শনাক্ত করতে পারে বলে দাবি করেছেন তাঁরা।
বিদ্যুৎ পরিবাহী জেলাটিন-ভিত্তিক উপাদানে তৈরি কৃত্রিম চামড়া নমনীয় এবং সহজে রূপান্তরযোগ্য। এতে যুক্ত বিশেষ ধরনের ইলেকট্রোড বাহ্যিক উদ্দীপনার সাড়া হিসেবে বিদ্যুৎ–সংকেত তৈরি করতে পারে। সেই সংকেত পাঠিয়ে রোবটকে জানানো যায় স্পর্শ, গরম বা ঠান্ডার মতো পরিবেশগত পরিবর্তনের তথ্য। বিজ্ঞানীদের তথ্যমতে, এ প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ‘মাল্টি-মোডাল সেন্সর’। একটিমাত্র সেন্সর বিভিন্ন ধরনের সংবেদন শনাক্ত করতে পারে। সাধারণত রোবটের শরীরে নানা ধরনের সেন্সর ব্যবহার করতে হয়। নতুন প্রযুক্তিতে সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কৃত্রিম চামড়া তৈরির ক্ষেত্রে আরও কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে।
কৃত্রিম চামড়া পরখ করার জন্য জেলটিনভিত্তিক গলিত হাইড্রোজেল ব্যবহার করে রোবটের হাত তৈরি করা হয়। এরপর বিভিন্ন ধরনের ইলেকট্রোড বসিয়ে স্পর্শ অনুভূতি পরীক্ষা করা হয়। পরীক্ষায় স্পর্শ, উচ্চ তাপমাত্রাসহ নানা রকম উদ্দীপনা প্রয়োগ করে কৃত্রিম চামড়াটির মাধ্যমে সফলভাবে উদ্দীপনা শনাক্ত করা হয়।
রোবটের জন্য তৈরি কৃত্রিম চামড়ার বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রভাষক থমাস জর্জ বলেন, ‘আমরা এখনো মানুষের চামড়ার মতো নিখুঁত কিছু তৈরি করতে পারিনি। তবে আমরা বিশ্বাস করি, বর্তমানে কৃত্রিম চামড়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে উন্নত উদাহরণ।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ১ হাজার ৩০০-এর বেশি কর্মী ছাঁটাই
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সিএনএনের হাতে আসা একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে। তাতে বলা হয়েছে, এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন মন্ত্রণালয়ের সিভিল সার্ভিসের ১ হাজার ১০৭ কর্মকর্তা এবং ফরেন সার্ভিসের ২৪৬ কর্মকর্তা। এ ছাড়া এই পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের শত শত কার্যালয় ও ব্যুরো বিলুপ্ত বা পুনর্গঠন করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৩ হাজার সদস্যকে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করতে হবে। এর মধ্যে মন্ত্রণালয়ের চাকরিচ্যুত করা কর্মীদের পাশাপাশি যাঁরা স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন, তাঁরাও রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২২ এপ্রিলে প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্র দপ্তরের পুনর্গঠনের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে দপ্তরটি অভ্যন্তরীণ কার্যক্রম সুশৃঙ্খল করছে, যাতে কূটনৈতিক অগ্রাধিকারে বেশি গুরুত্ব দেওয়া যায়।’
যেসব ফরেন সার্ভিস কর্মকর্তাকে শুক্রবার জনবল হ্রাসের নোটিশ দেওয়া হবে, তাঁদের ১২০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এরপর তাঁদের চাকরি মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আর চাকরিচ্যুত হওয়া অধিকাংশ সিভিল সার্ভিস কর্মকর্তাকে প্রথমে ৬০ দিনের ছুটিতে রাখা হবে। এরপর তাঁদের ছাঁটাই কার্যকর হবে।