প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে রোবটও ধীরে ধীরে মানুষের মতো বিভিন্ন কাজ করার দক্ষতা অর্জন করছে। এবার রোবটকে মানুষের মতো স্পর্শের অনুভূতি দিতে নতুন ধরনের কৃত্রিম চামড়া তৈরি করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। উদ্ভাবিত এই কৃত্রিম চামড়া স্পর্শ, তাপমাত্রা বা ব্যথার মতো শারীরিক উদ্দীপনা শনাক্ত করতে পারে বলে দাবি করেছেন তাঁরা।

বিদ্যুৎ পরিবাহী জেলাটিন-ভিত্তিক উপাদানে তৈরি কৃত্রিম চামড়া নমনীয় এবং সহজে রূপান্তরযোগ্য। এতে যুক্ত বিশেষ ধরনের ইলেকট্রোড বাহ্যিক উদ্দীপনার সাড়া হিসেবে বিদ্যুৎ–সংকেত তৈরি করতে পারে। সেই সংকেত পাঠিয়ে রোবটকে জানানো যায় স্পর্শ, গরম বা ঠান্ডার মতো পরিবেশগত পরিবর্তনের তথ্য। বিজ্ঞানীদের তথ্যমতে, এ প্রযুক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ‘মাল্টি-মোডাল সেন্সর’। একটিমাত্র সেন্সর বিভিন্ন ধরনের সংবেদন শনাক্ত করতে পারে। সাধারণত রোবটের শরীরে নানা ধরনের সেন্সর ব্যবহার করতে হয়। নতুন প্রযুক্তিতে সেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কৃত্রিম চামড়া তৈরির ক্ষেত্রে আরও কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে।

কৃত্রিম চামড়া পরখ করার জন্য জেলটিনভিত্তিক গলিত হাইড্রোজেল ব্যবহার করে রোবটের হাত তৈরি করা হয়। এরপর বিভিন্ন ধরনের ইলেকট্রোড বসিয়ে স্পর্শ অনুভূতি পরীক্ষা করা হয়। পরীক্ষায় স্পর্শ, উচ্চ তাপমাত্রাসহ নানা রকম উদ্দীপনা প্রয়োগ করে কৃত্রিম চামড়াটির মাধ্যমে সফলভাবে উদ্দীপনা শনাক্ত করা হয়।

রোবটের জন্য তৈরি কৃত্রিম চামড়ার বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের প্রভাষক থমাস জর্জ বলেন, ‘আমরা এখনো মানুষের চামড়ার মতো নিখুঁত কিছু তৈরি করতে পারিনি। তবে আমরা বিশ্বাস করি, বর্তমানে কৃত্রিম চামড়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে উন্নত উদাহরণ।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স পর শ ধরন র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ