ঝিনাইদহে বিএনপি কর্মী দুই ভাই হত্যা মামলার আসামি গ্রেপ্তার
Published: 12th, July 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিএনপি কর্মী দুই ভাই হত্যা মামলার আসামি মো. বাবলু ওরফে ঘ্যানা (৫০) গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারের সময় বাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ইবি-১০ সেনানিবাসের অধিনায়ক লে.
গ্রেপ্তার বাবলু উপজেলার গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামের বিএনপি নেতা মহব্বত হোসেন ও ইউনুছ আলী হত্যা মামলার আসামি। গত ১ জুন বিএনপির দুই পক্ষের সংঘর্ষে তাঁরা নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিএনপির একটি অংশ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। রাতেই অভিযান চালিয়ে বাবলুকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুনঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু০৪ জুন ২০২৫লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, বাবলুকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও যেসব আসামি পলাতক, তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলু একসময় যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির একটি অংশের ঘনিষ্ঠতায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিএনপি নেতাকে গাছে বাঁধলেন গ্রামবাসী
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন গ্রামবাসী।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল ইসলাম মুনজেল উপজেলার ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক।
স্থানীয়রা জানান, চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছিল। গত রাতে মুনজেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে। পরে ভোররাত পর্যন্ত তাদের গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
আরো পড়ুন:
ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম
পিআর না, ফেয়ার নির্বাচন চায় জনগণ: দুলু
ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু বলেন, ‘‘এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে দুজনই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। এখন ওই নারীর স্বামী তাকে নিয়ে আর সংসার করবেন না বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মোবাইলে জানিয়েছেন। অভিযুক্ত দুজন দুজনকে বিয়ে করতে রাজি আছেন। সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে।’’
ঢাকা/চন্দন/রাজীব