হাতিয়ায় কোস্ট গার্ডের ওপর হামলা, ৩৩ জেলে আটক
Published: 22nd, July 2025 GMT
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের একটি টহলদলের ওপর হামলা হয়েছে। এতে কোস্টগার্ডের এক সদস্য ও এক মাঝি আহত হয়েছেন। অভিযানকালে ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার আগমুহূর্তে হাতিয়া কোস্ট গার্ড স্টেশনের একটি টহলদল মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায়। অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট আটক করে ১০ কোটি ৫০ লাখ টাকা দামের ৩০ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জেলেকে আটক করা হয়। অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিকভাবে কোস্ট গার্ডের ওপর হামলা চালায়। এতে কোস্ট গার্ডের এক সদস্য ও এক মাঝি আহত হন। পরে কোস্ট গার্ডে প্রতিরোধের মুখে পালিয়ে যায় হামলাকারীরা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরো জানান, জব্দ করা কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়েছে। আটক জেলে ও জব্দ করা ফিশিং বোটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/সুজন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫