ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শরীয়তপুরের জীবনতরী মুক্ত স্কাউট গ্রুগের সদস্যরা মোমবাতি প্রজ্বলন করেছেন। এ সময় তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা জানান, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহত হয়েছে। অনেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এমন ভয়াবহ ট্রাজেডি গোটা দেশকে নাড়া দিয়েছে। 

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে পিকআপচাপায় অটোরিকশা যাত্রীর মৃত্যু

ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে একাট্টা

মোমবাতি প্রজ্বলনে বাচ্চাকে নিয়ে অংশ নেয় স্থানীয় বাসিন্দা খান মুহাম্মদ শিহান। এ সময় তিনি বলেন, ‘‘আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, রাষ্ট্রপ্রধান যেন বিষয়গুলো নজরে রাখেন।’’ এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি। 

জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সদস্য সানজানা খান বলেন, ‘‘দেশে প্রতিবছর এমন অনেক দুর্ঘটনা ঘটে। শত শত মানুষের প্রাণ যায়। রাজনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বলব, দুর্নীতি কমিয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করুন। যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে।’’

জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক গোবিন্দ চন্দ্র দত্ত জানান, নিহত বাচ্চাদের স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করার পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। যারা আহত হয়েছে, তাদের সুচিকিৎসা দিয়ে দ্রুত সুস্থ করে তোলা হোক।

ঢাকা/আকাশ/বকুল  

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত ম ক ত স ক উট গ র ম মব ত জ বলন

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ