বিদ্যমান পদ্ধতি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনব্যবস্থায় নানা দুর্বলতা তুলে ধরে নতুন নির্বাচনপদ্ধতির প্রস্তাব করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির উত্থাপন করা নতুন পদ্ধতির নাম মিক্সড মেম্বার পিআর (এমএমপি)।

আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জনমতের প্রতিফলনে কার্যকর নির্বাচন ব্যবস্থা মিক্সড মেম্বার পিআর (এমএমপি)’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নতুন এ পদ্ধতি উপস্থাপন করা হয়। গোলটেবিলের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচন ও সংসদে প্রকৃত ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন এই পদ্ধতি বেশি কার্যকর। পাশাপাশি বিদ্যমান নির্বাচনপদ্ধতি এবং পিআর পদ্ধতি নিয়ে বর্তমানে যে সংকট চলছে, নতুন এই পদ্ধতিতে সেই সংকটও নিরসন সম্ভব।

অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের প্রত্যাশা ও প্রাপ্তিতে বড় পার্থক্য আছে উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে। কিন্তু অনেকের মধ্যে শঙ্কা রয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে যে প্রস্তুতি দরকার, আদৌও সরকারের সেটা কতটা রয়েছে। আমি বলতে চাই, পর্যাপ্ত সংস্কারের রূপরেখা সরকার ঘোষণা করুক এবং খুনিদের বিচার দৃশ্যমান করুক। এরপরই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।’

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও একসঙ্গে চলার মানসিকতা রয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে জুলাই–আগস্টের ঐক্যকে আমাদের রক্ষা করতে হবে। রাজনীতি ও নির্বাচনব্যবস্থা নিয়ে যে মতভেদ আছে, সেগুলো আমরা নিরসনের চেষ্টা করব। চলমান সংকটে আমাদের আজকের উত্থাপিত এমএমপি পন্থা সমস্যা সমাধান করবে বলে আমাদের বিশ্বাস।’

গোলটেবিল আলোচনায় অংশ নেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। মিক্সড মেম্বার পিআর (এমএমপি) পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ‘এমএমপি পদ্ধতির বড় দুর্বলতা হলো, এর মাধ্যমে সংসদীয় আসন কত হবে? সেটা নির্দিষ্ট নয়। এটা নিয়ে আলোচনা দরকার। সর্বোপরি আমরা নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চাই। বিদ্যমান পদ্ধতিতে ফ্যাসিবাদের পুনরুত্থান হবে। দল হিসেবে আমরা অনেক আগে থেকেই বিদ্যমান নির্বাচনপদ্ধতির সমালোচনা করেছি। কিন্তু একটা দল নতুন বাংলাদেশ নির্বাচনের এই পন্থায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে যে বিতর্ক, তা সমাধানে এমএমপি প্রস্তাব তাৎপর্যপূর্ণ। প্রস্তাবের বিষয়ে নীতিগতভাবে আমাদেরও সমর্থন রয়েছে। তবে আমরা মনে করছি, ধীরে ধীরে এই পদ্ধতিতে অগ্রসর হতে হবে। শুরুতে আগামী নির্বাচনে জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি সংযোজন দরকার। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী সময়ে পিআর চালু করা যাবে। তবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধিত্ব না হলে উচ্চকক্ষের প্রয়োজন নেই।’

এখনো দেশে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক যে অস্থিরতা, সেটা আগেও ছিল। ভবিষ্যতেও থাকবে। তবে দুই হাজার মানুষ হত্যার পেছনে অন্তত চার হাজার পুলিশ জড়িত। কতজন গ্রেপ্তার হলেন? সচিবালয়ে ফ্যাসিস্টের দোসর ৭৬ জন সচিব আছে। হাসিনার পতনের পর তারা আন্দোলন করেছে, কিন্তু কী ব্যবস্থা হলো তাদের বিরুদ্ধে? অধ্যাপক ইউনূস তাঁর মনের মতো করে উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহত মানুষ চিকিৎসা পাচ্ছেন না। যিনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন, তাঁর কী যোগ্যতা ছিল? এক বছর কীভাবে তিনি এই পদে ছিলেন? অর্থাৎ ইউনূস সরকারও নিরপেক্ষ থাকতে পারলেন না।’

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের প্রস্তাবনা হলো, সংসদের বিদ্যমান আসন থাকবে। এর বাইরে সংরক্ষিত আরও ১০০ আসন যুক্ত হবে, যেখানে সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্ব থাকবে। বিদ্যমান ৩০০ আসনের মধ্যে ২০০ আসন আগের পদ্ধতিতে থাকুক। বাকি ১০০ আসনে পিআর হোক। এতে আমরা ধীরে ধীরে পিআরের মধ্যে যাব। যাতে পরবর্তী সময়ে কোনো সমস্যা হলেও সেটা সমাধানযোগ্য হয়। পাশাপাশি জাতি ও রাষ্ট্রে এই পদ্ধতি কতটা ইতিবাচক হয়, সেটাও বোঝা যাবে। তবে কোনো না কোনো পর্যায়ে বাংলাদেশে পিআর সংযোজন করতেই হবে। পুরোনো গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ইতিমধ্যে পিআরে যুক্ত হয়েছে।’

জুলাই গণ-অভ্যুত্থান কোনো দলকে কেন্দ্র করে হয়নি উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘পুরোনো নির্বাচনপদ্ধতি ফেল করেছে বলেই আমরা নতুন পদ্ধতি চাই। কোনো দলকে কেন্দ্র করে সংস্কারের আলোচনা হওয়া উচিত নয়। পরিবর্তন যদি এবার না হয়, পঞ্চাশ বছরে যেটা হয়নি, সেটা ভবিষ্যতেও হবে না।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, ‘১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের কোনো সনদ হয়নি। এটা দুঃখজনক। আমাদের ভাবতে হবে কোন পদ্ধতিতে রাষ্ট্র ভালো চলবে। সেই আলোকে পিআর হতে পারে সবচেয়ে ভালো। আজকে যে পদ্ধতি উত্থাপন করা হয়েছে, মধ্যবর্তী পন্থা হিসেবে এটাও অসাধারণ। তবে আমরা এক দিনে সবটা অর্জন করতে পারব না। ধীরে ধীরে অগ্রসর হতে হবে। যারা পিআর গ্রহণ করতে চায় না, তারা ভাবে, ৪০ শতাংশ ভোট পেয়ে হয়তো ক্ষমতায় যাওয়া যাবে না। কাজেই রাষ্ট্রের রাজনৈতিক শুদ্ধি দরকার। সঙ্গে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা বলছি, কারণ শুধু পিআর হলে আর সংস্কার অর্জন না হলে দেশের দখলবাজি বন্ধ হবে না।’

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আবদুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন এজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের অধ্যাপক আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ, খেলাফত যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মামুনুর রশিদ, খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন, খেলাফত শ্রমিক মজলিসের আহ্বান শরাফত হোসেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন ত ক প রস ত ব ব যবস থ আম দ র সরক র দরক র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ