ফতুল্লায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত
Published: 24th, July 2025 GMT
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সরকার।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্সসহ মাসদাইরের ঘোষেরবাগ এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদকে ধরতে যান। তাকে না পেয়ে ফেরার পথে পেছন থেকে জাহিদের সহযোগীরা এসআই সামছুল হক সরকারের ডান হাতের কনুইয়ের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।’’
আরো পড়ুন:
চাঁদপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, সিগারেট ও মোবাইল উদ্ধার
শেখ হাসিনার মামাতো ভাই আ.
তিনি আরো বলেন, ‘‘পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’’
ঢাকা/অনিক/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ । শুক্রবার ( ১ লা নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এ শোক প্রকাশ করেন।
গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন বলেন, মরহুমার মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, দীর্ঘ ১ মাস অসুস্থ থাকার পর গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।