ডিমেনশিয়ায় ভুগছেন ব্রুস উইলিস, কে দেখভাল করছেন ২৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি
Published: 24th, July 2025 GMT
হলিউডের অ্যাকশন তারকা ব্রুস উইলিস বর্তমানে ডিমেনশিয়ায় ভুগছেন। ২০২২ সালে এফেজিয়া রোগ ধরা পড়ার পর থেকেই তাঁর স্বাস্থ্য ক্রমাগত অবনতি হতে থাকে। সাম্প্রতিক প্রতিবেদনগুলো বলছে, ৭০ বছর বয়সী এই তারকা এখন হাঁটতে কিংবা স্পষ্ট করে কথা বলতে পারেন না। স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে, এমনকি নিজের চলচ্চিত্রজীবনের অনেক কিছুই আর মনে করতে পারেন না।
কী অবস্থা অভিনেতার
দ্য এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্রুস উইলিস এখন অনেকটাই বাক্শক্তিহীন। চলাফেরায়ও রয়েছে সীমাবদ্ধতা।’ যদিও পরিবারের পক্ষ থেকে তার চলাফেরার বিষয়ে সরাসরি কিছু জানানো হয়নি, তবে এপ্রিল ২০২৫ সালে একটি প্রকাশ্য বিবৃতিতে জানানো হয়েছিল, তাঁর অবস্থা স্থিতিশীল।
২৫০ মিলিয়ন ডলারের সম্পত্তি, এখন কার হাতে?
হলিউডে ‘ডাই হার্ড’ সিরিজ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠা ব্রুস উইলিস দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন, যেমন ‘দ্য সিক্সথ সেন্স’, ‘আর্মাগেডন’, ‘আনব্রেকেবল’ ইত্যাদি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব র স উইল স
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।