মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে নজরুল ইসলামের বাড়ির সামনে বিশাল একটি পাকুড়গাছ। সেই গাছের নিচে জড়ো হয়েছেন স্বজন ও এলাকাবাসী। সবার চোখে জল। সেখানে শীতাতপনিয়ন্ত্রিত লাশবাহী গাড়িতে আছে মাহিয়া তাসনিম ওরফে মায়ার মরদেহ।

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া তাসনিম। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আজ শুক্রবার সকালে তার মরদেহ আনা হয় নানা নজরুল ইসলামের বাড়িতে।

মাহিয়া তাসনিমের ফুফাতো ভাই মাহাদি তাসিম রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী। তিনি বলেন, তাসনিমের বাবা মোহাম্মদ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কড়ুলগাছি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রকৌশলী ছিলেন। ২০১৯ সালে তিনি মারা যান। ঢাকার উত্তরায় নিজেদের বাসায় থাকতেন তাসনিমের মা আফরোজা খাতুন ও দুই মেয়ে। তাসনিম ছিল বড়। ছোট মেয়ে মালিহা তাবাচ্ছুম নুসরাতের বয়স ছয় বছর। তাসনিম পড়াশোনা করছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে।

মাহিয়া তাসনিমের মরদেহ দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকার মানুষ। আজ শুক্রবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ