আগামী ২ আগস্ট জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া মিলনমেলা ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫’।

আল্পস পর্বতের কোলে, ইউরোপের নীলাভ আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এক রূপকথার শহর মিউনিখ। বায়ার্ন মিউনিখের কিংবদন্তী স্টেডিয়াম, ঝকঝকে সব ট্যুরিস্ট স্পট আর ইতিহাসের গন্ধমাখা রাজপ্রাসাদগুলো প্রতিনিয়ত হাজারো পর্যটককে মোহিত করে।

আগামী ২ আগস্ট সেখানেই এবার এক বিশেষ মুগ্ধতার জন্ম দিতে চলেছে সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫। 

এই আয়োজন শুধু একটি পুনর্মিলনী নয়, এ যেন পুরনো স্মৃতির তর্পনে, হৃদি ভেসে যায় অলকানন্দা জলে। জার্মানিতে প্রাক্তন সাস্টিয়ানদের প্রাণের সংগঠন সাস্টিয়ান-ডিই চতুর্থবারের মতো করছে এই আয়োজন।

বিদেশের মাটিতে সাস্টিয়ানরা কখনো একা থাকে না। নতুন শহরে কারও বাসা খোঁজার দরকার হলে, কোথাও চাকরির ইন্টারভিউ এর জন্য সাহস দরকার হলে কিংবা বিদেশ-বিভুঁইয়ে এক বৃষ্টিভেজা সন্ধ্যায় মন খারাপ হলে, একজন সাস্টিয়ান পাশে এসে দাঁড়ান আরেকজনের। এই বন্ধনই হয়তো তাঁদেরকে টিকিয়ে রাখে প্রবাসের জীবন সংগ্রামে।

এখানে অনেকেই মাস্টার্স কিংবা পিএইচডি করতে এসে সামলাচ্ছেন ভাষা আর পড়ালেখার ভীষণ চ্যালেঞ্জ। কেউ পড়াশুনা শেষ করে এখন কাজ করছেন জার্মানির নামজাদা কোম্পানিগুলোতে, কেউ বা গবেষণায় ছড়াচ্ছেন বাংলাদেশের নাম।

আবার অনেকে সাহস করে হয়েছেন উদ্যোক্তা, প্রতিষ্ঠা করেছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান। এই সাস্টিয়ানরাই আজ তুষার শুভ্র জার্মানিতে সাস্টের পতাকা তুলে ধরছেন গর্বে ও ভালোবাসায়।

এই মিলনমেলায় আসবেন অনেকে পরিবারসহ। কেউ নিয়ে আসবেন সঙ্গিনীকে, কেউ বা কোলে করে ছোট্ট সোনামনিকে। তাদের জন্য থাকবে গল্প, ‘সাস্টের এক কিলো’, ‘কবির মামার টং’, কিংবা ‘শহীদ মিনার’।

সেসব শুনে হয়তো অবাক চোখে তাকিয়ে থাকবে শিশুটি, বুঝবে না পুরোটা, কিন্তু তার মায়ের কিংবা বাবার চোখে হয়তো চকচক করবে পুরোনো দিনের আলো, সেই স্মৃতিময় সিলেটের ক্যাম্পাস লাইফ।

এই আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা মো.

মাহাদী হাসান বলেন, এই রিইউনিয়ন শুধু একটা  ইভেন্ট না, এটা একটা আবেগ। আমরা এখানে শুধু দেখা করতে আসি না, আমরা নিজেদের শিকড় খুঁজি, নিজেদের ফিরে পাই। এ যেন প্রবাসে সাস্টের এক কিলো রোড।

সারাদিনব্যাপী এই আয়োজনে থাকবে সঙ্গীত, স্মৃতিচারণ, শিশুদের জন্য খেলার আয়োজন, দেশীয় খাবারের স্বাদ আর ক্যাম্পাস জীবনের গল্পে ভরপুর এক আড্ডার আসর।

এই আগস্টে, মিউনিখ হয়ে উঠবে যেন প্রবাসে একটুখানি সাস্ট। ধোঁয়া ওঠা চায়ের কাপ, গানের সুর, আড্ডার হাসি আর একরাশ ভালোবাসা নিয়ে ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫’ অপেক্ষা করছে জার্মানিতে থাকা সমস্ত সাস্টিয়ানদের জন্য।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইউন য ন ম উন খ র জন য

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২৮ জুলাই ২০২৫)

ত্রিদেশীয় যুব ওয়ানডেতে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ-জিম্বাবুয়ে
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট

৫ম টি-টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
আগামীকাল ভোর ৫টা, টি স্পোর্টস

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩০ জুলাই ২০২৫)
  • আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা
  • রাজউক উত্তরা মডেল কলেজে অভ্যন্তরীণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি
  • সিওডিলের স্টলে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের উপচে পড়া ভিড়
  • আজ টিভিতে যা দেখবেন (২৯ জুলাই ২০২৫)
  • সান্ডারল্যান্ডের কিউবা মিচেল এখন বাংলাদেশি ক্লাবে
  • শিশুদের জন্য কোরআন সাক্ষরতা প্রকল্প
  • কক্সবাজারবাসীর জন্য ১২ পদে চাকরির সুযোগ
  • সেন্ট গ্রেগরিতে কলেজে ভর্তি: আবেদন শুরু ২৯ জুলাই রাতে, বিস্তারিত তথ্য জেনে নিন
  • আজ টিভিতে যা দেখবেন (২৮ জুলাই ২০২৫)