আগামী ২ আগস্ট জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া মিলনমেলা ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫’।

আল্পস পর্বতের কোলে, ইউরোপের নীলাভ আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এক রূপকথার শহর মিউনিখ। বায়ার্ন মিউনিখের কিংবদন্তী স্টেডিয়াম, ঝকঝকে সব ট্যুরিস্ট স্পট আর ইতিহাসের গন্ধমাখা রাজপ্রাসাদগুলো প্রতিনিয়ত হাজারো পর্যটককে মোহিত করে।

আগামী ২ আগস্ট সেখানেই এবার এক বিশেষ মুগ্ধতার জন্ম দিতে চলেছে সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫। 

এই আয়োজন শুধু একটি পুনর্মিলনী নয়, এ যেন পুরনো স্মৃতির তর্পনে, হৃদি ভেসে যায় অলকানন্দা জলে। জার্মানিতে প্রাক্তন সাস্টিয়ানদের প্রাণের সংগঠন সাস্টিয়ান-ডিই চতুর্থবারের মতো করছে এই আয়োজন।

বিদেশের মাটিতে সাস্টিয়ানরা কখনো একা থাকে না। নতুন শহরে কারও বাসা খোঁজার দরকার হলে, কোথাও চাকরির ইন্টারভিউ এর জন্য সাহস দরকার হলে কিংবা বিদেশ-বিভুঁইয়ে এক বৃষ্টিভেজা সন্ধ্যায় মন খারাপ হলে, একজন সাস্টিয়ান পাশে এসে দাঁড়ান আরেকজনের। এই বন্ধনই হয়তো তাঁদেরকে টিকিয়ে রাখে প্রবাসের জীবন সংগ্রামে।

এখানে অনেকেই মাস্টার্স কিংবা পিএইচডি করতে এসে সামলাচ্ছেন ভাষা আর পড়ালেখার ভীষণ চ্যালেঞ্জ। কেউ পড়াশুনা শেষ করে এখন কাজ করছেন জার্মানির নামজাদা কোম্পানিগুলোতে, কেউ বা গবেষণায় ছড়াচ্ছেন বাংলাদেশের নাম।

আবার অনেকে সাহস করে হয়েছেন উদ্যোক্তা, প্রতিষ্ঠা করেছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান। এই সাস্টিয়ানরাই আজ তুষার শুভ্র জার্মানিতে সাস্টের পতাকা তুলে ধরছেন গর্বে ও ভালোবাসায়।

এই মিলনমেলায় আসবেন অনেকে পরিবারসহ। কেউ নিয়ে আসবেন সঙ্গিনীকে, কেউ বা কোলে করে ছোট্ট সোনামনিকে। তাদের জন্য থাকবে গল্প, ‘সাস্টের এক কিলো’, ‘কবির মামার টং’, কিংবা ‘শহীদ মিনার’।

সেসব শুনে হয়তো অবাক চোখে তাকিয়ে থাকবে শিশুটি, বুঝবে না পুরোটা, কিন্তু তার মায়ের কিংবা বাবার চোখে হয়তো চকচক করবে পুরোনো দিনের আলো, সেই স্মৃতিময় সিলেটের ক্যাম্পাস লাইফ।

এই আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা মো.

মাহাদী হাসান বলেন, এই রিইউনিয়ন শুধু একটা  ইভেন্ট না, এটা একটা আবেগ। আমরা এখানে শুধু দেখা করতে আসি না, আমরা নিজেদের শিকড় খুঁজি, নিজেদের ফিরে পাই। এ যেন প্রবাসে সাস্টের এক কিলো রোড।

সারাদিনব্যাপী এই আয়োজনে থাকবে সঙ্গীত, স্মৃতিচারণ, শিশুদের জন্য খেলার আয়োজন, দেশীয় খাবারের স্বাদ আর ক্যাম্পাস জীবনের গল্পে ভরপুর এক আড্ডার আসর।

এই আগস্টে, মিউনিখ হয়ে উঠবে যেন প্রবাসে একটুখানি সাস্ট। ধোঁয়া ওঠা চায়ের কাপ, গানের সুর, আড্ডার হাসি আর একরাশ ভালোবাসা নিয়ে ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫’ অপেক্ষা করছে জার্মানিতে থাকা সমস্ত সাস্টিয়ানদের জন্য।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইউন য ন ম উন খ র জন য

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা