আগামী ২ আগস্ট জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া মিলনমেলা ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫’।

আল্পস পর্বতের কোলে, ইউরোপের নীলাভ আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এক রূপকথার শহর মিউনিখ। বায়ার্ন মিউনিখের কিংবদন্তী স্টেডিয়াম, ঝকঝকে সব ট্যুরিস্ট স্পট আর ইতিহাসের গন্ধমাখা রাজপ্রাসাদগুলো প্রতিনিয়ত হাজারো পর্যটককে মোহিত করে।

আগামী ২ আগস্ট সেখানেই এবার এক বিশেষ মুগ্ধতার জন্ম দিতে চলেছে সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫। 

এই আয়োজন শুধু একটি পুনর্মিলনী নয়, এ যেন পুরনো স্মৃতির তর্পনে, হৃদি ভেসে যায় অলকানন্দা জলে। জার্মানিতে প্রাক্তন সাস্টিয়ানদের প্রাণের সংগঠন সাস্টিয়ান-ডিই চতুর্থবারের মতো করছে এই আয়োজন।

বিদেশের মাটিতে সাস্টিয়ানরা কখনো একা থাকে না। নতুন শহরে কারও বাসা খোঁজার দরকার হলে, কোথাও চাকরির ইন্টারভিউ এর জন্য সাহস দরকার হলে কিংবা বিদেশ-বিভুঁইয়ে এক বৃষ্টিভেজা সন্ধ্যায় মন খারাপ হলে, একজন সাস্টিয়ান পাশে এসে দাঁড়ান আরেকজনের। এই বন্ধনই হয়তো তাঁদেরকে টিকিয়ে রাখে প্রবাসের জীবন সংগ্রামে।

এখানে অনেকেই মাস্টার্স কিংবা পিএইচডি করতে এসে সামলাচ্ছেন ভাষা আর পড়ালেখার ভীষণ চ্যালেঞ্জ। কেউ পড়াশুনা শেষ করে এখন কাজ করছেন জার্মানির নামজাদা কোম্পানিগুলোতে, কেউ বা গবেষণায় ছড়াচ্ছেন বাংলাদেশের নাম।

আবার অনেকে সাহস করে হয়েছেন উদ্যোক্তা, প্রতিষ্ঠা করেছেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান। এই সাস্টিয়ানরাই আজ তুষার শুভ্র জার্মানিতে সাস্টের পতাকা তুলে ধরছেন গর্বে ও ভালোবাসায়।

এই মিলনমেলায় আসবেন অনেকে পরিবারসহ। কেউ নিয়ে আসবেন সঙ্গিনীকে, কেউ বা কোলে করে ছোট্ট সোনামনিকে। তাদের জন্য থাকবে গল্প, ‘সাস্টের এক কিলো’, ‘কবির মামার টং’, কিংবা ‘শহীদ মিনার’।

সেসব শুনে হয়তো অবাক চোখে তাকিয়ে থাকবে শিশুটি, বুঝবে না পুরোটা, কিন্তু তার মায়ের কিংবা বাবার চোখে হয়তো চকচক করবে পুরোনো দিনের আলো, সেই স্মৃতিময় সিলেটের ক্যাম্পাস লাইফ।

এই আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা মো.

মাহাদী হাসান বলেন, এই রিইউনিয়ন শুধু একটা  ইভেন্ট না, এটা একটা আবেগ। আমরা এখানে শুধু দেখা করতে আসি না, আমরা নিজেদের শিকড় খুঁজি, নিজেদের ফিরে পাই। এ যেন প্রবাসে সাস্টের এক কিলো রোড।

সারাদিনব্যাপী এই আয়োজনে থাকবে সঙ্গীত, স্মৃতিচারণ, শিশুদের জন্য খেলার আয়োজন, দেশীয় খাবারের স্বাদ আর ক্যাম্পাস জীবনের গল্পে ভরপুর এক আড্ডার আসর।

এই আগস্টে, মিউনিখ হয়ে উঠবে যেন প্রবাসে একটুখানি সাস্ট। ধোঁয়া ওঠা চায়ের কাপ, গানের সুর, আড্ডার হাসি আর একরাশ ভালোবাসা নিয়ে ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৫’ অপেক্ষা করছে জার্মানিতে থাকা সমস্ত সাস্টিয়ানদের জন্য।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইউন য ন ম উন খ র জন য

এছাড়াও পড়ুন:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা

১. পরিসংখ্যানবিদ: ৫টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৪. স্টোরকিপার: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. গাড়িচালক: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক: ১০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫

বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা

আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা

ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফি

ক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।

পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১