গরিবদের নিয়ে চিন্তা নেই সরকারের, ভূমি ও কৃষি সংস্কার কমিশনের দাবি
Published: 26th, July 2025 GMT
চব্বিশের গণ-অভ্যুত্থানে শ্রমজীবী ও সাধারণ মানুষ বেশি প্রাণ হারিয়েছে ও স্বজন হারিয়েছে। কিন্তু সেই শ্রেণির মানুষকে এখনো নিজেদের দাবিদাওয়া আদায়ে রাস্তায় নামতে হচ্ছে। সাধারণ মানুষের রক্তের ওপর দাঁড়ানো সরকারের গরিবদের নিয়ে চিন্তা নেই। গরিবদের জমির মালিকানা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ভূমি ও কৃষি সংস্কার কমিশন করতে হবে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভূমিহীন-কৃষক-জেলে-সাঁওতাল সমাবেশে এ কথাগুলো বলা হয়। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন ও সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, গণ-অভ্যুত্থানের এক বছর পার হওয়ার পরও সাধারণ মানুষকে এখনো দাবি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। এটা আশ্চর্যের ব্যাপার। তিনি বলেন, এ অভ্যুত্থানে সবচেয়ে বেশি মারা গেছেন শ্রমজীবী মানুষ। এরপরে আছেন শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরাও সাধারণ পরিবারের সন্তান। অর্থাৎ এই শ্রমজীবী মানুষ ও সাধারণ মানুষের সন্তানের রক্তের ওপর দাঁড়ানো এ সরকার। তাদের প্রথম কাজ ছিল যাঁদের রক্তের বিনিয়ে এ সরকার, তাঁদের দাবিগুলো পূরণ করা।
২০১৬ সালে সাঁওতালদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা এখনো রয়ে গেছে উল্লেখ করে বলেন, সেখানে পুলিশের গুলিতে সাঁওতালরাই মারা যায়।
হাসনাত কাইয়ুম বলেন, দুর্ভাগ্য হচ্ছে কোনো আন্দোলনে বিজয়ের পর সবার আগে বিজয়ীরা দখল করে লাশ, ইতিহাস ও ইতিহাসের মালিকানা। এ দেশে যতবার মানুষ আন্দোলন করেছে, বিজয়ী হয়েছে, ততবার কোনো না কোনো গোষ্ঠী , কোনো দল আন্দোলনের ফলকে দখল করেছে। এবারও তারা শহীদদের মালিকানা নিয়েছে, জুলাইয়ের মালিকানা নিয়েছে। রাষ্ট্রের পাচার ও লুট হওয়া ফেরত আসা অর্থ গরিবদের পুঁজি হিসেবে বিনা সুদে দেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশে বেশ কিছু দাবির কথা জানানো হয়। এগুলো হলো, ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, উন্নয়নের নামে তিন ফসলের জমিতে ইপিজেড না করা, বাগদা ফার্মের প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়া, খাসজমি ভূমিহীনদের এবং হাওর এবং চলনদী জেলেদের জন্য বরাদ্দ, রাষ্ট্রের সংস্কার ছাড়া কোনো প্রকার নির্বাচন না করা।
সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া বলেন, সাবেক ডিআইটি এবং বর্তমান রাজউক রাষ্ট্রীয় প্রয়োজনের কথা বলে গরিবদের জমি দখল করে নামকাওয়াস্তে কিছু ক্ষতিপূরণ দেয়। সেই জমি সচিবদের কাছে বিলি করে। উত্তরা, নারায়ণগঞ্জ, রূপগঞ্জে এভাবে জমি নেওয়া হয়েছে। এটা কোন ধরনের রাষ্ট্রীয় নীতি সে প্রশ্ন তোলেন।
এই আইনজীবী ও মানবাধিকারকর্মী বলেন, এ দেশে কেউ ভূমিহীন হলে নাগরিক হয় কী করে। গাইবান্ধায় যেসব জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের মাথার ওপর প্লাস্টিক। এত বছর পার হলো, এই সরকারের ১০ মাস গেল কিন্তু সরকারের একবারও মনে হয়নি, প্লাস্টিক সরিয়ে টিন দিয়ে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার কথা। সরকার বড়োলোকি চিন্তা নিয়ে সরকার চালাচ্ছে, গরিবদের নিয়ে চিন্তা নেই।
গাইবান্ধায় ইপিজেড তৈরির পরিকল্পনার সমালোচনার করে এই আইনজীবী বলেন, নতুন নাটক শুরু হয়েছে গাইবান্ধায়। ইপিজেড তৈরির নাম করে এমন একটি শ্রেণি, এমন একটি পরিচয়ের রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিরা এখন দালালি, ধান্দাবাজি শুরু করেছে, তা কল্পনাতে ছিল না। গত সরকারের আমলেও সুযোগসন্ধানীরা এমনটা করেছে। সেটা থামানো গিয়েছিল। কিন্তু আবারও এক শক্তি সেই ইপিজেডের গল্প শুরু করেছে।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল আলমের সঞ্চালনা ও সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদার, লেখক-কলামিস্ট নাহিদ হাসান প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র র
এছাড়াও পড়ুন:
আসামি না হয়েও স্বেচ্ছায় কারাগারে
তাঁর নামে পুলিশের খাতায় কোনো মামলা নেই। পুলিশও তাঁকে ধরেনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার আসামি সেজে আত্মসমর্পণ করেন তিনি। এরপর সাত দিন ধরে কারাগারে আছেন মো. রাকিব নামের এক যুবক। কারা কর্তৃপক্ষ বলছে, ১০ হাজার টাকার বিনিময়ে স্বেচ্ছায় প্রকৃত আসামি মো. সুমনের হয়ে জেল খাটতে আসেন রাকিব।
এ যেন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘আয়নাবাজি’-এর কাহিনি। এই চলচ্চিত্রের মূল চরিত্র শরাফত করিম আয়না (চঞ্চল চৌধুরী) জাহাজে বাবুর্চির কাজ করেন। মাঝেমধ্যে দুই-তিন মাসের জন্য হাওয়া হয়ে যান তিনি। কোথায় যান? আসলে এ সময় তিনি সাজাপ্রাপ্ত অপরাধীদের হয়ে টাকার বিনিময়ে জেল খাটেন।
আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৩১ আগস্ট নগরের আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকায় একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। যার মূল্য ৪ লাখ টাকা। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় গাড়িচালক রাহাত ইসলামকে। পালিয়ে যান চালকের সহকারী (হেলপার) মো. সুমন। এ ঘটনায় র্যাব কর্মকর্তা বাদী হয়ে আকবর শাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে রাহাত ইসলাম ও মো. সুমনকে আসামি করা হয়।
আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করে পলাতক আসামি সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই মধ্যে সুমনের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা এলাকায় অভিযান চালায় পুলিশ। বিষয়টি জানতে পেরে সুমন নিজেকে কারামুক্ত রাখতে তাঁর পরিবর্তে নোয়াখালীর রাকিবকে আদালতে আত্মসমর্পণ করায় ১ জুলাই। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। সুমনের হয়ে রাকিব আত্মসমর্পণের সময় তাঁর পক্ষে আইনজীবী ছিলেন ওয়াহিদ মুরাদ। তাঁর মুঠোফোনটি বন্ধ থাকায় একাধিকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুনচট্টগ্রামে ‘আয়নাবাজি’, ধরা পড়েছে আঙুলের ছাপে০৮ নভেম্বর ২০২৩আদালতে একের পরিবর্তে আরেকজন আত্মসমর্পণের বিষয়টি ধরা না পড়লেও কারাগারে গিয়ে ধরা পড়ে। জাতীয় পরিচয়পত্রের ডেটাবেজে (তথ্যভান্ডার) ভোটারদের আঙুলের ছাপ সংরক্ষিত আছে। এ পদ্ধতিকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম। ২০২৩ সালের জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতি ব্যবহার শুরু করে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে আঙুলের ছাপে ধরা পড়েছে অনেক বন্দীর আসল পরিচয়। এসব ঘটনায় মামলাও হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি মাসের জুলাই পর্যন্ত আত্মসমর্পণ করে জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসা ১৬ জনের আঙুলের ছাপে শনাক্ত করা হয়।
জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, আদালত থেকে কারাগারে আসা প্রত্যেক নতুন আসামির আঙুলের ছাপ নেওয়া হয়। সেখানে আসামির জাতীয় পরিচয়পত্রে থাকা আসল পরিচয় উঠে আসে। ইকবাল হোসেন আরও বলেন, ‘সুমনের হয়ে কারাগারে আসা রাকিব স্বীকার করেছেন তিনি মাদক মামলার প্রকৃত আসামি নন। ১০ হাজার টাকার বিনিময়ে তিনি সুমন সেজেছেন। তাঁকে বলা হয়েছে, দ্রুত কারাগার থেকে ছাড়িয়ে নেওয়া হবে। তাই তিনি রাজি হয়েছেন। বিষয়টি চিঠি দিয়ে আদালতকে জানানো হয়েছে।’
১০ হাজার টাকার বিনিময়ে তিনি সুমন সেজেছেন। তাঁকে বলা হয়েছে, দ্রুত কারাগার থেকে ছাড়িয়ে নেওয়া হবে। তাই তিনি রাজি হয়েছেন। বিষয়টি চিঠি দিয়ে আদালতকে জানানো হয়েছে।মো. ইকবাল হোসেন, জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকারাগার থেকে চিঠি পাওয়ার পর মামলা করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান। একই সঙ্গে আসামিকে আত্মসমর্পণকারী আইনজীবী ওয়াহিদ মুরাদের কাছে কারণ ব্যাখ্যা চেয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ।
আদালতের প্রসিকিউশন শাখার আকবর শাহ থানার জিআরও সাইদুর রহমান বাদী হয়ে গতকাল রাতে নগরের কোতোয়ালি থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করেছেন। মামলায় মো. রাকিব ও মো. সুমনকে আসামি করা হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, সত্যায়িত জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো আসামির ওকালতনামা না দিতে বলা আছে। কেউ যাতে প্রতারণার সুযোগ না পান, আইনজীবীদের সে বিষয়ে সতর্ক থাকা উচিত।