অর্থনীতি দ্বিতীয় পত্রের বিষয়বস্তুগুলো অনেকটা বর্ণনানির্ভর। তারপরও কিছু অধ্যায় রয়েছে, যেখানে চিত্র, সূচি ইত্যাদি ব্যবহার করে ভালো নম্বর পাওয়া সম্ভব। প্রশ্ন বুঝে এর চাহিদা অনুযায়ী গঠনমূলক উত্তর লেখা এবং শুদ্ধ বানানে পরিচ্ছন্ন ও ধারাবাহিকভাবে উত্তর লেখার চেষ্টা করবে।

অর্থনীতি দ্বিতীয় পত্রেও পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী সর্বমোট ছয়টি অধ্যায় রয়েছে। যেখান থেকে ৭০ নম্বরের সৃজনশীল প্রশ্নের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট এবং ৩০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় ৩০ মিনিট। পুনর্বিন্যাস করা সিলেবাসের ছয়টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি ভালো নম্বর পাওয়ার কৌশল দেওয়া হলো।

আরও পড়ুনএসএসসি–এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্রের বৃত্ত ভরাট, ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি৪৭ মিনিট আগে

দ্বিতীয় অধ্যায়

বাংলাদেশের কৃষি অধ্যায়ের কৃষির কাঠামো, কৃষির উপখাতসমূহ, কৃষি জোত ও কৃষি খামার, কৃষি খামারের প্রকারভেদ (জীবন নির্বাহী বা আত্ম তোষণকারী খামার, বাণিজ্যিক খামার), কৃষিপণ্যের বিপণন, কৃষি উন্নয়নের কর্মসূচিসমূহ শস্য বহুমুখীকরণ অংশ ভালোভাবে পড়বে।

তৃতীয় অধ্যায়

বাংলাদেশের শিল্প অধ্যায়ের শিল্প কাঠামো, বাংলাদেশে শিল্পের শ্রেণিবিন্যাস (কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প, হাইটেক শিল্প, অগ্রাধিকার শিল্প, রপ্তানিমুখী শিল্প—পাট, বস্ত্র, চা, চামড়া, তৈরি পোশাক), আমদানি বিকল্প শিল্প শিল্পোন্নয়নে সরকারি নীতি অংশ ভালোভাবে পড়বে।

দরকারি তথ্য: বাংলাদেশের কৃষি ও বাংলাদেশের শিল্প, এ দুটি অধ্যায় বর্ণনানির্ভর হলেও এতে বিভিন্ন সংখ্যাসূচক তথ্যের আলোকে প্রাসঙ্গিক দণ্ডচিত্র বা আয়তলেখ এঁকে উত্তরের মান বৃদ্ধি করতে পারো।

চতুর্থ অধ্যায়

জনসংখ্যা, মানবসম্পদ ও আত্মকর্মসংস্থান অধ্যায়ের জনসংখ্যা পরিমাপ ও ঘনত্ব, জনসংখ্যার নির্ধারকসমূহ (জন্মহার, মৃত্যুহার ও নিট অভিবাসন), জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, জনসংখ্যা তত্ত্ব (ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্ব), মানবসম্পদ উন্নয়ন, আত্মকর্মসংস্থানের ধারণা অংশ ভালোভাবে পড়বে।

দরকারি তথ্য: এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ তত্ত্ব দুটি হলো, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যার তত্ত্ব। এ ধরনের প্রশ্নোত্তরে চিত্রের ব্যবহার করবে। এ ছাড়া বিভিন্ন সূচক নির্ণয়ের বেশ কতগুলো সূত্র রয়েছে, তা আয়ত্ত করে নেবে।

সপ্তম অধ্যায়

মুদ্রাস্ফীতি অধ্যায়ের মুদ্রাস্ফীতির ধারণা, মুদ্রাস্ফীতির পরিমাপ, মুদ্রাস্ফীতির কারণ ও প্রভাব, বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ ও এর প্রতিকারের উপায় অংশ ভালোভাবে পড়বে।

দরকারি তথ্য: মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের গাণিতিক বিশ্লেষণ অনুশীলন করবে। মুদ্রাস্ফীতির বিভিন্ন প্রকারভেদ, বিশেষ করে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা দুটি চিত্রের সাহায্যে অনুশীলন করবে। উদাহরণ দিয়ে উত্তর লেখার চেষ্টা করবে।

আরও পড়ুনজাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে তিনটি ডিপ্লোমা কোর্স, সম্পূর্ণ বিনা মূল্যে২৩ জুলাই ২০২৫

অষ্টম অধ্যায়

আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায়ের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা, বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্য, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়, বিশ্বায়নের ধারণা, বৈদেশিক বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য অংশ ভালোভাবে পড়বে।

নবম অধ্যায়

সরকারি অর্থব্যবস্থা অধ্যায়ের সরকারের আয় ও ব্যয়, সরকারের ব্যয়ের উদ্দেশ্য, সরকারি ব্যয়ের অর্থসংস্থান, সরকারের আয়ের গুরুত্বপূর্ণ খাত, সরকারি ঋণের উদ্দেশ্য ও উত্সসমূহ অংশ ভালোভাবে পড়বে।

দরকারি তথ্য: আন্তর্জাতিক বাণিজ্য এবং সরকারি অর্থব্যবস্থা, এ দুটি অধ্যায়ের বিষয়গুলো মূলত বর্ণনানির্ভর। সুতরাং উল্লিখিত বিষয়গুলো এমনভাবে আয়ত্ত করবে, যেন নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারো। তবে প্রশ্নপত্রে কোনো সংখ্যাসূচক তথ্য দিলে তা থেকে প্রশ্নের চাহিদা অনুযায়ী দণ্ডচিত্র বা আয়তলেখের মাধ্যমে প্রশ্নোত্তর উপস্থাপন করবে।

আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫

জেনে রাখার তথ্য

তোমরা জানো যে ১০ নম্বরের একটি সৃজনশীল প্রশ্নে (ক) জ্ঞান, (খ) অনুধাবন, (গ) প্রয়োগ ও (ঘ) উচ্চতার দক্ষতা, এ চারটি স্তরের প্রশ্ন করা হয়ে থাকে। এ জন্য প্রতিটি স্তরের আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। অধ্যায়ভিত্তিক ধারাবাহিক প্রস্তুতি নিলেই সব কটি স্তরের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সেই সঙ্গে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়াও তোমার পক্ষে সম্ভব হবে। সুতরাং ভালো ফল অর্জন করতে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক প্রস্তুতির কোনো বিকল্প হতে পারে না। অধ্যায়গুলোর ওপর প্রস্তুতি নিয়ে বিগত বছরের বোর্ডের কিছু প্রশ্ন অনুশীলন করতে পারো। এতে পরীক্ষায় তোমার প্রশ্ন বুঝতে সুবিধা হবে।

লেখক: শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ত ত জনস খ য তত ত ব পর ক ষ সরক র ন নয়ন দরক র

এছাড়াও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ অধীন ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১১তম ব্যাচে দুটি ইংরেজি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

দুটি ইংরেজি প্রোগ্রাম —

১. এক বছর মেয়াদি এমএ ইংলিশ (২ সেমিস্টার),

২. এক বছর মেয়াদি এমএ ইএলটি (২ সেমিস্টার)।

আবেদনের যোগ্যতা—

সরকার অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি এবং বেসরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ শিক্ষা পর্যায়ের সব ক্ষেত্রে ন্যূনতম নিচের পয়েন্ট থাকতে হবে।

১. এসএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ

২. এইচএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ

৩. বিগ অনার্স (ইংরেজি) ২.৫০ (৪.০০ স্কেলে)/তৃতীয় শ্রেণি

৪. যারা স্কুল-কলেজে শিক্ষকতা করছেন তাদের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন নেই (শুধুমাত্র রেজাল্টের ক্ষেত্রে) তবে তাদের নিজ প্রতিষ্ঠান হতে শিক্ষক হিসেবে কাজ করার প্রত্যয়নপত্র এবং অনুমতিপত্র সঙ্গে জমা দিতে হবে।

৫. ইংরেজিতে অনার্স বাধ্যতামূলক।

আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও৫ ঘণ্টা আগেআবেদন ফি—

ইংরেজি বিভাগ থেকে সরাসরি সংগ্রহ করলে ৫০০ টাকা এবং অনলাইনে সংগ্রহ করলে ৫১০ টাকা প্রদান করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির সময়ে যে সব কাগজ জমা দিতে হবে—

১. এসএসসি, এইচএসসি, বিএ (সম্মান) বা পাস কোর্স পাসের নম্বরপত্র, সনদপত্র এবং নিবন্ধনপত্র বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জন্মনিবন্ধনের কপি,

৩. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র,

৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি (দুই কপি ছবি আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে এবং একটি সফট কপি ছবি ভর্তির সময় দিতে হবে),

৫. জেনে রাখুন: ভর্তির সময় যাচাই করার জন্য অবশ্যই সব মূল কাগজ সঙ্গে আনতে হবে।

আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা৮ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার মান বণ্টন—

ভর্তি পরীক্ষায় কম্পোজিশনে ২৫ এবং কম্প্রিহেনশনে ২৫ নম্বরসহ মোট ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাস নম্বর ২০।

ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ—

১. আবেদনের শেষ তারিখ: ৪ আগস্ট ২০২৫,

২. ভর্তি পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫,

৩. ভর্তি পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা,

৪. ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ১১ আগস্ট ২০২৫,

৫. ভর্তির তারিখ: ১৩ থেকে ২৬ আগস্ট ২০২৫;

৬. ক্লাস শুরুর তারিখ: ২৯ আগস্ট ২০২৫।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: http://www.ru.ac.bd/notices বা www.ru.ac.bd/english

আরও পড়ুননটর ডেম–হলি ক্রস–সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম ০৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি পরীক্ষা: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রে ভালো করতে হলে
  • এইচএসসি পরীক্ষা: জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে বেশি নম্বর কীভাবে পাবে
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট
  • সাপে কাটা তরুণকে নেওয়া হয় দুই ওঝার বাড়ি, পরে হাসপাতালের পথে মৃত্যু
  • গণযোগাযোগ অধিদপ্তরে বড় নিয়োগ, ১৭৭ পদের জন্য করুন আবেদন