অর্থনীতি দ্বিতীয় পত্রের বিষয়বস্তুগুলো অনেকটা বর্ণনানির্ভর। তারপরও কিছু অধ্যায় রয়েছে, যেখানে চিত্র, সূচি ইত্যাদি ব্যবহার করে ভালো নম্বর পাওয়া সম্ভব। প্রশ্ন বুঝে এর চাহিদা অনুযায়ী গঠনমূলক উত্তর লেখা এবং শুদ্ধ বানানে পরিচ্ছন্ন ও ধারাবাহিকভাবে উত্তর লেখার চেষ্টা করবে।

অর্থনীতি দ্বিতীয় পত্রেও পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী সর্বমোট ছয়টি অধ্যায় রয়েছে। যেখান থেকে ৭০ নম্বরের সৃজনশীল প্রশ্নের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট এবং ৩০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় ৩০ মিনিট। পুনর্বিন্যাস করা সিলেবাসের ছয়টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি ভালো নম্বর পাওয়ার কৌশল দেওয়া হলো।

আরও পড়ুনএসএসসি–এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্রের বৃত্ত ভরাট, ৮ পরীক্ষককে আজীবন অব্যাহতি৪৭ মিনিট আগে

দ্বিতীয় অধ্যায়

বাংলাদেশের কৃষি অধ্যায়ের কৃষির কাঠামো, কৃষির উপখাতসমূহ, কৃষি জোত ও কৃষি খামার, কৃষি খামারের প্রকারভেদ (জীবন নির্বাহী বা আত্ম তোষণকারী খামার, বাণিজ্যিক খামার), কৃষিপণ্যের বিপণন, কৃষি উন্নয়নের কর্মসূচিসমূহ শস্য বহুমুখীকরণ অংশ ভালোভাবে পড়বে।

তৃতীয় অধ্যায়

বাংলাদেশের শিল্প অধ্যায়ের শিল্প কাঠামো, বাংলাদেশে শিল্পের শ্রেণিবিন্যাস (কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প, হাইটেক শিল্প, অগ্রাধিকার শিল্প, রপ্তানিমুখী শিল্প—পাট, বস্ত্র, চা, চামড়া, তৈরি পোশাক), আমদানি বিকল্প শিল্প শিল্পোন্নয়নে সরকারি নীতি অংশ ভালোভাবে পড়বে।

দরকারি তথ্য: বাংলাদেশের কৃষি ও বাংলাদেশের শিল্প, এ দুটি অধ্যায় বর্ণনানির্ভর হলেও এতে বিভিন্ন সংখ্যাসূচক তথ্যের আলোকে প্রাসঙ্গিক দণ্ডচিত্র বা আয়তলেখ এঁকে উত্তরের মান বৃদ্ধি করতে পারো।

চতুর্থ অধ্যায়

জনসংখ্যা, মানবসম্পদ ও আত্মকর্মসংস্থান অধ্যায়ের জনসংখ্যা পরিমাপ ও ঘনত্ব, জনসংখ্যার নির্ধারকসমূহ (জন্মহার, মৃত্যুহার ও নিট অভিবাসন), জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, জনসংখ্যা তত্ত্ব (ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্ব), মানবসম্পদ উন্নয়ন, আত্মকর্মসংস্থানের ধারণা অংশ ভালোভাবে পড়বে।

দরকারি তথ্য: এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ তত্ত্ব দুটি হলো, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যার তত্ত্ব। এ ধরনের প্রশ্নোত্তরে চিত্রের ব্যবহার করবে। এ ছাড়া বিভিন্ন সূচক নির্ণয়ের বেশ কতগুলো সূত্র রয়েছে, তা আয়ত্ত করে নেবে।

সপ্তম অধ্যায়

মুদ্রাস্ফীতি অধ্যায়ের মুদ্রাস্ফীতির ধারণা, মুদ্রাস্ফীতির পরিমাপ, মুদ্রাস্ফীতির কারণ ও প্রভাব, বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ ও এর প্রতিকারের উপায় অংশ ভালোভাবে পড়বে।

দরকারি তথ্য: মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের গাণিতিক বিশ্লেষণ অনুশীলন করবে। মুদ্রাস্ফীতির বিভিন্ন প্রকারভেদ, বিশেষ করে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা দুটি চিত্রের সাহায্যে অনুশীলন করবে। উদাহরণ দিয়ে উত্তর লেখার চেষ্টা করবে।

আরও পড়ুনজাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে তিনটি ডিপ্লোমা কোর্স, সম্পূর্ণ বিনা মূল্যে২৩ জুলাই ২০২৫

অষ্টম অধ্যায়

আন্তর্জাতিক বাণিজ্য অধ্যায়ের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যে পরিবর্তনের ধারা, বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্য, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়, বিশ্বায়নের ধারণা, বৈদেশিক বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য অংশ ভালোভাবে পড়বে।

নবম অধ্যায়

সরকারি অর্থব্যবস্থা অধ্যায়ের সরকারের আয় ও ব্যয়, সরকারের ব্যয়ের উদ্দেশ্য, সরকারি ব্যয়ের অর্থসংস্থান, সরকারের আয়ের গুরুত্বপূর্ণ খাত, সরকারি ঋণের উদ্দেশ্য ও উত্সসমূহ অংশ ভালোভাবে পড়বে।

দরকারি তথ্য: আন্তর্জাতিক বাণিজ্য এবং সরকারি অর্থব্যবস্থা, এ দুটি অধ্যায়ের বিষয়গুলো মূলত বর্ণনানির্ভর। সুতরাং উল্লিখিত বিষয়গুলো এমনভাবে আয়ত্ত করবে, যেন নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারো। তবে প্রশ্নপত্রে কোনো সংখ্যাসূচক তথ্য দিলে তা থেকে প্রশ্নের চাহিদা অনুযায়ী দণ্ডচিত্র বা আয়তলেখের মাধ্যমে প্রশ্নোত্তর উপস্থাপন করবে।

আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫

জেনে রাখার তথ্য

তোমরা জানো যে ১০ নম্বরের একটি সৃজনশীল প্রশ্নে (ক) জ্ঞান, (খ) অনুধাবন, (গ) প্রয়োগ ও (ঘ) উচ্চতার দক্ষতা, এ চারটি স্তরের প্রশ্ন করা হয়ে থাকে। এ জন্য প্রতিটি স্তরের আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। অধ্যায়ভিত্তিক ধারাবাহিক প্রস্তুতি নিলেই সব কটি স্তরের প্রশ্নের উত্তর দিতে পারবে এবং সেই সঙ্গে বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়াও তোমার পক্ষে সম্ভব হবে। সুতরাং ভালো ফল অর্জন করতে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক প্রস্তুতির কোনো বিকল্প হতে পারে না। অধ্যায়গুলোর ওপর প্রস্তুতি নিয়ে বিগত বছরের বোর্ডের কিছু প্রশ্ন অনুশীলন করতে পারো। এতে পরীক্ষায় তোমার প্রশ্ন বুঝতে সুবিধা হবে।

লেখক: শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ত ত জনস খ য তত ত ব পর ক ষ সরক র ন নয়ন দরক র

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর