দেশে আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন। আজ শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও ভর্তির ঘটনা ঘটে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

শেষ ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ও একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এডিস মশাবাহিত ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫৪ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ২ শতাংশ নারী। এ সময় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ১২০। তাঁদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৩১ রোগীর মধ্যে সর্বোচ্চ ১৩২ জন রয়েছেন বরিশাল বিভাগে। ঢাকার দুই সিটি এলাকার হাসপাতালগুলো ভর্তি হয়েছেন ৭৫ জন। ঢাকা শহরের বাইরের ঢাকার অন্যান্য জেলাগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭৩। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০, খুলনা বিভাগে ১৮ ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দশম ক

এছাড়াও পড়ুন:

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যুতে মামলা

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সী একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দুছড়ি এলাকায় রফিকের ঘোনা গ্রামের আবু তাহেরের বাড়ির পাশে ওই হাতির মৃত্যু হয়। বন বিভাগের অভিযোগ, পরিকল্পিতভাবে সেখানে বিদ্যুতের ফাঁদ পাতানো হয়েছিল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বন বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে মৃত হাতির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

বন বিভাগের উখিয়া রেঞ্জের কর্মকর্তা আব্দুল মান্নান বলেছেন, “আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে হাতিটির সুরতহাল করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে পাতানো বিদ্যুতের ফাঁদে স্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আবু তাহেরসহ দুজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মৃত হাতিটির সৎকার করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/রফিক

সম্পর্কিত নিবন্ধ