আগামী মাসে পরবর্তী প্রজন্মের ল্যঙ্গুয়েজ মডেল ‘জিপিটি ফাইভ’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বিষয়টি স্বীকার করে সম্প্রতি এক পডকাস্টে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান বলেন, ‘আমরা শিগগিরই জিপিটি-ফাইভ প্রকাশ করতে যাচ্ছি।’ মডেলটির নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে কিছু না জানালেও তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ল্যাঙ্গুয়েজ মডেলটি আগের যেকোনো মডেলের তুলনায় অনেক বেশি যুক্তিশীল ও দক্ষ হবে।

ওপেনএআইয়ের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, নতুন মডেলটি হবে আগের জিপিটি এবং ও-সিরিজ মডেলের সমন্বিত রূপ। এর ফলে আলাদা করে মডেল বাছাই না করেও ব্যবহারকারীরা যেকোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। জিপিটি-ফাইভের তিনটি সংস্করণ উন্মুক্ত করা হবে। মূল, মিনি এবং ন্যানো নামে আসতে যাওয়া তিনটি সংস্করণেই ওপেনএআইয়ের এপিআই ব্যবহার করা যাবে।

জানা গেছে, জিপিটি ফাইভ মডেলটিতে আগের ও-থ্রি মডেল থেকে নেওয়া উন্নত যুক্তি বিশ্লেষণ ক্ষমতা যুক্ত করা হবে। এর ফলে মডেলটি আরও দক্ষভাবে মানুষের মতো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। জিপিটি-ফাইভ প্রকাশের আগেই ওপেন সোর্সনির্ভর আরও একটি এআই মডেল উন্মুক্ত করতে পারে ওপেনএআই।

ওপেন সোর্সনির্ভর এআই মডেলটি হবে মূলত ও-থ্রি মিনি মডেলের কাছাকাছি একটি সংস্করণ, যেখানে যুক্তি বিশ্লেষণের ক্ষমতা তুলনামূলকভাবে বেশি হবে। ফলে গবেষক, ডেভেলপার ও উদ্ভাবকেরা এআই মডেলটিকে উন্মুক্ত গবেষণা-সহায়ক মডেল হিসেবে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন।

ওপেনএআই সর্বশেষ ওপেন সোর্স মডেল প্রকাশ করেছিল ২০১৯ সালে, যার নাম ছিল জিপিটি-টু।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ