নারায়ণগঞ্জে স্ত্রী ও শাশুড়ি হত্যার মামলায় যুবকের মৃত্যুদণ্ড
Published: 28th, July 2025 GMT
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা মামলার রায়ে কাউসার ফকির (৩৩) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান প্রথম আলোকে জানান, স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা মামলার রায়ে যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাউসার ফকির বরগুনা জেলার পাথরঘাটা এলাকার সারোয়ার ফকিরের ছেলে। কাউসার কাঁচপুর এলাকায় ভাড়ায় থাকতেন এবং কাঁচপুর বিসিক শিল্পনগরীর মার্করি ফ্যাশন লিমিটেডের কর্মচারী ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, কাউসার তাঁর স্ত্রী শারমিন আক্তার লাভলীকে (২০) নিয়ে কাঁচপুরে ভাড়া বাসায় থাকতেন। তাঁদের বাসায় বেড়াতে আসেন শাশুড়ি রাশিদা বেগম (৫৫) ও তাঁর ছেলে ইমদাদুল হক। ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি দুপুরের খাওয়া শেষে ইমদাদুল বাসা থেকে বের হয়ে কাঁচপুরে বেড়াতে যান। এ সময় কাউসার ও শারমিনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে রাশিদা বেগম মেয়ের পক্ষ নিয়ে প্রতিবাদ করায় সন্ধ্যা ৬টার দিকে কাউসার ঘরের দরজা-জানালা বন্ধ করে স্ত্রী লাভলীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় শাশুড়ি রাশিদা বেগম প্রতিরোধের চেষ্টা করলে কাউসার তাঁকেও কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই কাউসারের স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়। এ ঘটনায় শ্যালক ইমদাদুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। আদালত ওই মামলার রায়ে আজ কাউসার ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।