১৫০ টাকায় ঘরে বসে দেখা যাবে আমির খানের নতুন সিনেমা
Published: 29th, July 2025 GMT
‘তারে জমিন পর’–এর কথা মনে আছে? ২০০৭ সালে মুক্তি পাওয়া সেই হৃদয়স্পর্শী সিনেমা দেখে আজও অনেকে চোখের জল আটকে রাখতে পারেন না। এবার ঠিক সেই আবহে, সেই আবেগে ফিরেছেন আমির খান—নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ নিয়ে।
থিয়েটারে মুক্তির পর ইতিমধ্যে ছবিটি দর্শক ও সমালোচক দুই পক্ষের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই সিনেমা দেখা যাবে ঘরে বসেই—ইউটিউবে। ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা-প্রযোজক আমির খান নিজেই। তাঁর কথায়, ‘ভালো সিনেমা যেন শুধু শহরের প্রেক্ষাগৃহে আটকে না থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকও যেন সহজে দেখতে পারেন—সেই ইচ্ছা থেকেই এই উদ্যোগ।’ মঙ্গলবার মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছবিটির অভিনেতা ও প্রযোজক আমির খান।
ইউটিউবেই প্রথম মুক্তি
১ আগস্ট থেকে ‘সিতারে জমিন পর’ দেখা যাবে ইউটিউবের পেইড সিনেমা বিভাগে। ‘আমির খান টকিজ-জনতা কা থিয়েটার ইউটিউব’ চ্যানেলে মুক্তি দেওয়া হবে ছবিটি। ভারতে সিনেমাটি দেখতে লাগবে ১০০ টাকা।
আর বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশগুলোতে দর্শক মাত্র ১৫০ টাকায় দেখতে পারবেন পুরো ছবিটি। এটি আর কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে না। যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি বা যাঁদের এলাকায় ছবিটি মুক্তি পায়নি, তাঁদের জন্য এটি এক বিরাট সুযোগ। ইউটিউবে প্রথমবারের মতো এমন একটি বড় বাজেটের বলিউড সিনেমা মুক্তি পাচ্ছে, যেটি আগে হলে চলেছে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয় করেছে।
১ আগস্ট থেকে ‘সিতারে জমিন পর’ দেখা যাবে ইউটিউবের পেইড সিনেমা বিভাগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র খ ন
এছাড়াও পড়ুন:
আতশি কাচের নিচে বাংলাদেশ ক্রিকেট দল
‘সোহান (নুরুল হাসান) দলের সেরা উইকেটকিপার। সে দলে ছিল, তার কোনো ইনজুরিও ছিল না, তারপরও সে কেন উইকেটকিপিং করল না? সিদ্ধান্তটা কার, এটা আমাদের জানা দরকার।’
গত মাসের শুরুতে শারজায় অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ টেনে প্রথম আলোকে কাল কথাটা বলেছেন বিসিবির এমন একজন পরিচালক, জাতীয় দল–সংশ্লিষ্ট বিষয়ে যাঁকে এখন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
শুধু ওপরের বিষয়টিই নয়, গত এক বছরের মধ্যে বাংলাদেশ দলের খেলা আন্তর্জাতিক ম্যাচের প্রতিটি আলোচিত সিদ্ধান্ত বা ঘটনাই পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছে বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্র। এসব নিয়ে কথা বলা হবে দলের সংশ্লিষ্টদের সঙ্গে।
আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টিতেই দলে থেকেও নুরুল উইকেটকিপিং করেননি কেন, সে প্রশ্নের উত্তর অবশ্য এরই মধ্যে মিলেছে। তবে জাকেরকে দিয়ে কিপিং করানোর সিদ্ধান্তটা দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বলে অভিযোগের যে তির, সেটি ছোড়া হচ্ছে ভুল লক্ষ্যের দিকে। সিদ্ধান্তটা আসলে ছিল লিটন দাস চোটে পড়ায় টি–টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া জাকেরের নিজেরই।
আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে জাকের আলীর উইকেটকিপিং নিয়ে প্রশ্ন উঠেছে