বয়স পেরিয়েছে ৫৬, কিন্তু মঞ্চ কাঁপানোর দম একটুও কমেনি জেনিফার লোপেজের। ২৫ জুলাই পোল্যান্ডের ওয়ারশতে কনসার্ট চলাকালে হঠাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা—পারফরম্যান্সের মাঝপথেই খুলে পড়ে যায় তাঁর ঝকমকে স্কার্ট! তবে পেশাদার শিল্পীর মতোই বিষয়টি সামাল দেন লোপেজ, বিন্দুমাত্র বিচলিত না হয়ে মুহূর্তটি রঙিন করে তোলেন দর্শকদের জন্য।

‘আপ অল নাইট: লাইভ ইন ২০২৫’ ট্যুরের অংশ হিসেবে ওয়ারশর পিজিই নারোডোওয়ি স্টেডিয়ামে সেদিন পারফর্ম করছিলেন লোপেজ। ২৪ জুলাই ছিল গায়িকার জন্মদিন। পরদিন তাই প্রিয় গায়িকাকে শুভেচ্ছা জানাতে প্রচুর ভক্ত হাজির ছিলেন কনসার্টে। ভক্তদের ধন্যবাদ জানানোর সময় হঠাৎ তাঁর স্কার্ট খুলে মঞ্চে পড়ে যায়। ঘটনাটি ধরা পড়ে যায় তাঁর ইউটিউব চ্যানেল ও ভক্তদের ইনস্টাগ্রাম পোস্টে।

জেনিফার লোপেজ। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শুঁটকিপল্লির ব্যস্ত সময়

২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে

সম্পর্কিত নিবন্ধ