বয়স পেরিয়েছে ৫৬, কিন্তু মঞ্চ কাঁপানোর দম একটুও কমেনি জেনিফার লোপেজের। ২৫ জুলাই পোল্যান্ডের ওয়ারশতে কনসার্ট চলাকালে হঠাৎ ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা—পারফরম্যান্সের মাঝপথেই খুলে পড়ে যায় তাঁর ঝকমকে স্কার্ট! তবে পেশাদার শিল্পীর মতোই বিষয়টি সামাল দেন লোপেজ, বিন্দুমাত্র বিচলিত না হয়ে মুহূর্তটি রঙিন করে তোলেন দর্শকদের জন্য।

‘আপ অল নাইট: লাইভ ইন ২০২৫’ ট্যুরের অংশ হিসেবে ওয়ারশর পিজিই নারোডোওয়ি স্টেডিয়ামে সেদিন পারফর্ম করছিলেন লোপেজ। ২৪ জুলাই ছিল গায়িকার জন্মদিন। পরদিন তাই প্রিয় গায়িকাকে শুভেচ্ছা জানাতে প্রচুর ভক্ত হাজির ছিলেন কনসার্টে। ভক্তদের ধন্যবাদ জানানোর সময় হঠাৎ তাঁর স্কার্ট খুলে মঞ্চে পড়ে যায়। ঘটনাটি ধরা পড়ে যায় তাঁর ইউটিউব চ্যানেল ও ভক্তদের ইনস্টাগ্রাম পোস্টে।

জেনিফার লোপেজ। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন হুম্মাম কাদের চৌধুরী

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। পরবর্তীতে গুম করা হয় তার পুত্র হুম্মাম কাদের চৌধুরীকে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি মন্ত্রীর দায়িত্বও পালন করেন। গত ১৫ বছর এই আসনে সাংসদ ছিলেন আওয়ামী লীগের ড. হাসান মাহমুদ।

ঢাকা/রেজাউল/এস

সম্পর্কিত নিবন্ধ