হাই প্রোফাইল চাঁদাবাজ গ্রেপ্তার, অভিযোগ পেলে ব্যবস্থা: প্রেস সচিব
Published: 31st, July 2025 GMT
চাঁদাবাজি নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “গত কয়েক সপ্তাহে হাই প্রোফাইল চাঁদাবাজও গ্রেপ্তার হয়েছে। সরকার জিরো টলারেন্স নীতিতে আছে। সাংবাদিকদের কাছে প্রমাণ থাকলে দিন, ব্যবস্থা নেব।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ভালো নির্বাচনে উৎসবের আমেজ থাকে। সবাই অংশ নিলে নির্বাচন সুন্দর হয়। সহিংসতা রোধে ১.
প্রশাসন নিরপেক্ষ করতে বর্তমান সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, “এখন অনেকেই নিরপেক্ষভাবে কাজ করছেন। আমরা চাই, অতীতের অপশাসন থেকে সমাজ শিক্ষা নিক।”
তিনি বলেন, “আমরা একটা সময় ‘আপা আপা’ বলতে বলতে এক মনস্টার বানিয়েছিলাম। এখন আবার যদি রাজনৈতিক সরকার আসে, তখন নিজেকে সংযত রাখতে হবে। সমর্থন করতেই পারেন, কিন্তু হত্যা, লুটপাটকে বৈধতা দেবেন না।”
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, “এক সময় আমাদের ফরেন পলিসি ছিল বন্ধক দেওয়া। এখন আমরা স্বাধীনভাবে সম্পর্ক গড়ছি—ভারত, চীন, আমেরিকার সবার সঙ্গেই মর্যাদার সম্পর্ক রাখছি।”
জনশক্তি রপ্তানি ও ভিসা সমস্যার বিষয়ে বলেন, “ইউএই-তে ভিসা ২০১২-১৩ সাল থেকে বন্ধ ছিল, আমরা সেটা পুনরায় চালু করেছি। মালয়েশিয়া, জাপান ও কোরিয়ার সঙ্গে কাজ চলছে।”
২৫টি বোয়িং কেনা নিয়ে তিনি বলেন, “সব বিমান একসাথে কেনা হচ্ছে না। ভবিষ্যতের এয়ার ট্রাফিকের কথা ভেবেই এটি ধাপে ধাপে কেনা হবে।”
ঢাকা/এএএম/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত