নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া
Published: 1st, August 2025 GMT
নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করবে কম্বোডিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
রাজধানী নমপেনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় চ্যান্টল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের নাম পুরস্কারের জন্য সুপারিশ করার পরিকল্পনার ব্যাপারে চ্যান্টলের কাছে ক্ষুদে বার্তার মাধ্যমে জিজ্ঞাসা করা হলে, চ্যান্টল উত্তর দেন, ‘হ্যাঁ।’
এর আগে পাকিস্তান জুন মাসে জানিয়েছিল, তারা ভারতের সাথে সংঘাত নিরসনে সহায়তা করার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত মাসে বলেছিলেন যে তিনি এই পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করেছেন।
গত সপ্তাহে ট্রাম্পের আহ্বানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে চলমান সবচেয়ে তীব্র লড়াইয়ের অবসান ঘটে। সোমবার মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়।
যুদ্ধবিরতির ঘোষণার পর হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট এক্স-এ একটি পোস্টে জানিয়েছিলেন, ট্রাম্প এটি সম্ভব করে তুলেছেন।
লিভিট ট্রাম্পের দিকে ইঙ্গিত করে লিখেছেন, “তাকে নোবেল শান্তি পুরষ্কার দিন!”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য ট র ম প স প র শ কর কম ব ড
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫