আমাদের স্বাস্থ্যবিধি
বাকির খাতায় লেখা জরুরি অক্ষর
কিছুটা অস্পষ্ট থাকে, অপাঠ্য অর্থেরা
কিছু নাম, কিছু অঙ্ক ভুল হয়ে থাকে
গাণিতিক সত্যমতে তবু মূলে ফেরা।
অস্তিত্বের শুদ্ধ ডাক ফেরাতে পারি না
পলির সীমানা এঁকে পালায় সময়
দুহাতে যায় না ধরা সকল জবাব—
কেবল জমানো প্রশ্ন, কী জানি কী হয়!
চর্মচক্ষে দেখা ছাড়া আমি নিরুপায়
কত যে ক্ষতাক্ত হয় দেহের পরিধি
কতটা গভীর হলে কান্না জমে থাকে
আমাদের সেই সূত্র জানে স্বাস্থ্যবিধি।
কোঁচড়ে কুড়িয়ে ভুল, লিখি নোটবুকে
যতিচিহ্ন লেপটে থাকে ললাটে চিবুকে।
একা সন্ত, একা সবযেন আমি ভেসে এসে হেসে হেসে যাই
দরজা ডিঙিয়ে একা নীরবে পালাই
যেন আগে আসি নাই নিচুদের পাড়া
সহসা সন্ত্রস্ত ফিরি নিজ পাহারায়।
আমাকে তাড়িয়ে দিয়ে কোথায় লুকাবে
যেন তুমি একা সন্ত, একা ভাঙো ঘর
একার সন্ন্যাস নিয়ে আমার কী দায়
একটু পাবার লোভে হারাও বিস্তর।
যে হারে, সে জিতে যায় পরিণাম বলে
সুদীর্ঘ ভ্রমণ শেষে মধুমতী-জলে
আকণ্ঠ প্লাবিত হই, স্নিগ্ধতার স্রোতে
নিজেকে উপাস্য ভাবি অন্য কোনো ব্রতে।
জগতের রীতি মেনে প্রবেশ-প্রস্থান
প্রতি পলে বেঁচে উঠি আমি হন্যমান।
আঁচলের আঁচেএবার বিরত হই, অনেক তো হলো
জলকেলি, ঘরের ভেতর থেকে ডেকে
উন্মুক্ত উঠোনে পিঁড়ি পেতে বসিয়েছি
আঁধারে মোড়ানো পথ গেছে এঁকেবেঁকে।
সুবিশাল সমাবেশে দাঁড় করিয়েছি
মঞ্চ পেতে সাজিয়েছি উদার বাসর
আঙুলের ইশারায় ফেরাওনি ঘরে
বিশাল প্রান্তর আজ বেহুলার ঘর।
একবার চলে গেলে নাগিনী ফেরে না
আশার পথের দিকে চোখ রেখে ভাবি
হয়তো কখনো এসে মৃদু টোকা দেবে
গোপনে পূরণ হবে অবিনাশী দাবি।
একা দূরে চলে যাই, তাতে সুখ আছে
আর তো পাব না দুঃখ আঁচলের আঁচে।
নাচের সংহত মুদ্রাদেখুন, আমার যতটুকু সাধ্য ছিল তা করেছি
কাঁধে বয়ে নিয়ে হাটে কাঁচাপাকা তরমুজ বেচি
যখন যা দরকারি মনে হয়, তখন তা করি
ওষুধের ভান্ড হাতে ঘুরিফিরি আমি ধনন্তরী।
আমার রয়েছে সাধ, ঘুরপথে সাধুর টিলায়
চলে যাই একা আর নেমে পড়ি যোগসাধনায়
গুপ্ত মন্ত্রে জাদু করে দেখে নিই পড়শির মুখ
কেবল বোঝাতে চাই, কিছু কাজ তুড়ি মেরে পারি।
ক্ষোভের সলতেটুকু অন্ধকারে নিভু নিভু জ্বলে
দুলে ওঠে মধুমতী, নেচে নেচে একা বয়ে চলে
দুচোখে উপেক্ষা মেখে জব্দ করি জলের ভ্রূকুটি
কখনো খুঁজিনি তার মুখসজ্জা অভিনয়-ত্রুটি।
নাচের সংহত মুদ্রা, কিছু কিছু জেনে রাখা ভালো
বোঝা যাবে কার মুখ, কার দিকে দুবাহু বাড়াল।
কালের পুরাণরামকে দিইনি দোষ—কালের নায়ক
সীতার সদ্ভাব মেনে রামায়ণ লিখি
ভরতের রাষ্ট্রনীতি ভক্তিপুষ্পে ঢাকা
সকল দোষের দাগী সুকবি বাল্মিকী।
কৈকেয়ীকে আর আমি দেব না সন্তাপ
তার বরে রাজা হয় গর্ভের ভরত
রাম গেছে বনবাসে চৌদ্দটি বছর
জেনেছে শাসনকলা চড়ে দিব্যরথ।
প্রকৃতির পাঠ থেকে জীবন শিখেছে
সীতার সতীত্ব বাঁচে অগ্নিপরীক্ষায়
যুদ্ধবিদ্যা পারদর্শী লক্ষ্মণের ভ্রাতা
সুগ্রীব ও হনুমান দুঃসাহসী বীর।
ইতিহাস হয়ে ওঠে কালের পুরাণ
অগোচরে রাখি সত্য, গাই জয়গান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল