বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন সিরিজের টিভি
Published: 4th, August 2025 GMT
ঘরোয়া বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন সিরিজের টিভি বাজারে এনেছে স্যামসাং। ২০২৫ সিরিজের এই টিভির মূল আকর্ষণ হচ্ছে অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তি। এই প্রযুক্তির ব্যবহারে ছবি ও শব্দের মাধ্যমে দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।
সম্প্রতি নতুন সিরিজের এই টিভির বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর। আরও উপস্থিত ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের উপমহাব্যবস্থাপক রাজীব দাশগুপ্ত, প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের উপমহাব্যবস্থাপক মো.
এতে বলা হয়, স্যামসাং টিভির নতুন এ সিরিজে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি, যা ক্রেতাদের আধুনিক জীবনধারাকে আরও স্মার্ট করে তুলবে। এ ছাড়া এআই এনার্জি মোড থাকার কারণে একই ধরনের টিভির অন্য মডেলের তুলনায় এই সিরিজের টিভিতে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কম হবে।
স্যামসাং আরও জানায়, ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এটির নাম দেওয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে থাকবে বিশ্বের বিখ্যাত তিন হাজারের বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। ২০২৫ সিরিজের টিভিগুলো স্যামসাং অনুমোদিত পার্টনার ট্রান্সকম ডিজিটাল, র্যাংগ্স ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের বিক্রয়কেন্দ্র পাওয়া যাবে।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমরা ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকেই সবচেয়ে প্রাধান্য দিই। এ কারণে ক্রেতাদের টিভি দেখার ক্ষেত্রে আমরা ছবি, শব্দ ও স্মার্ট ফিচারের দিক থেকে সবচেয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক নেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, বেতন ৩১,০০০
বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের অন্যতম এই বাণিজ্যিক ব্যাংক রিটেল ও এসএমই ব্যাংকিং বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। গত ৩১ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী গ্র্যাজুয়েটদের এ নিয়োগে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার, ব্রাঞ্চ সেলস (রিটেল ও এসএমই ব্যাংকিং)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ।
বেতন: ৩১,০০০ টাকা।
আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫সুযোগ–সুবিধা: বেতনের সঙ্গে উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন ভাতা ও ছুটির সুবিধা এবং নীতিমালা অনুসারে আরও অন্য সুযোগ–সুবিধা।
আবেদনের পদ্ধতি: অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রত্যাশীরা। আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতি ও বিস্তারিত জানতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৭ আগস্ট ২০২৫।
আরও পড়ুন৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে৩১ জুলাই ২০২৫আরও পড়ুনপল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি, পদ ৫৩০২ আগস্ট ২০২৫