ঘরোয়া বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন সিরিজের টিভি বাজারে এনেছে স্যামসাং। ২০২৫ সিরিজের এই টিভির মূল আকর্ষণ হচ্ছে অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তি। এই প্রযুক্তির ব্যবহারে ছবি ও শব্দের মাধ্যমে দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

সম্প্রতি নতুন সিরিজের এই টিভির বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর। আরও উপস্থিত ছিলেন স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের উপমহাব্যবস্থাপক রাজীব দাশগুপ্ত, প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের উপমহাব্যবস্থাপক মো.

শরিফুল ইসলাম, মাস্টার ট্রেইনার রায়হান গনি, ক্যাটাগরি ম্যানেজার (টিভি) পারভেজ খালেদ প্রমুখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং।

এতে বলা হয়, স্যামসাং টিভির নতুন এ সিরিজে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি, যা ক্রেতাদের আধুনিক জীবনধারাকে আরও স্মার্ট করে তুলবে। এ ছাড়া এআই এনার্জি মোড থাকার কারণে একই ধরনের টিভির অন্য মডেলের তুলনায় এই সিরিজের টিভিতে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কম হবে।

স্যামসাং আরও জানায়, ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে। এটির নাম দেওয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে থাকবে বিশ্বের বিখ্যাত তিন হাজারের বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। ২০২৫ সিরিজের টিভিগুলো স্যামসাং অনুমোদিত পার্টনার ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংগ্‌স ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের বিক্রয়কেন্দ্র পাওয়া যাবে।

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘আমরা ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকেই সবচেয়ে প্রাধান্য দিই। এ কারণে ক্রেতাদের টিভি দেখার ক্ষেত্রে আমরা ছবি, শব্দ ও স্মার্ট ফিচারের দিক থেকে সবচেয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করছি।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

পৃথিবীর পাশ দিয়ে বিশাল এক গ্রহাণু ছুটে যাবে আজ

গতিশীল এই মহাবিশ্বে হাজার হাজার মাইল গতিতে ছুটে চলেছে নানা ধরনের গ্রহাণু। মাঝেমধ্যেই এ ধরনের গ্রহাণু আমাদের পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যায়। আজ বৃহস্পতিবার ‘২০২৫ এফএ২২’ নামের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে। নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি জানিয়েছে, ৪৬ লাখ মাইল দূর থেকে নিরাপদে পৃথিবীকে অতিক্রম করবে গ্রহাণুটি।

নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সির তথ্যমতে, ৪৯২ ফুটের চেয়ে বড় বিশাল গ্রহাণুটি ঘণ্টায় ২৪ হাজার মাইলের বেশি গতিতে পৃথিবীর পাশ দিয়ে ছুটে যাবে। আকারে বড় হওয়ায় প্রাথমিকভাবে গ্রহাণুটিকে সম্ভাব্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়েছিল। যদিও দূরত্বের কারণে পরে ঝুঁকির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

২০২৫ এফএ২২ গ্রহাণুর দৈর্ঘ্য ৪২৭ থেকে ৯৫১ ফুটের মধ্যে বলে অনুমান করা হচ্ছে। গত মার্চে হাওয়াইয়ের একটি বিশেষ টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণুটি শনাক্ত করা হয়। গ্রহাণুটির গতিপথ চাঁদের কক্ষপথের অনেক বাইরে। গ্রহাণুটি খালি চোখে দেখা যাবে না। ২০৮৯ ও ২১৭৩ সালে আবার পৃথিবীর কাছাকাছি আসবে গ্রহাণুটি।

প্রসঙ্গত, গ্রহাণু কতটা ভয়ানক হতে পারে, তা নির্ভর করে তার আকার ও গতির ওপর। ছোট গ্রহাণু বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়, উল্কাপাতের সৃষ্টি করে। আকারে বড় গ্রহাণু কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে। তবে ৪৬০ ফুটের চেয়ে বড় গ্রহাণুগুলো পৃথিবীর ৭৪ লাখ কিলোমিটারের মধ্যে এলে সেগুলোকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত নিবন্ধ

  • নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময়
  • পৃথিবীর পাশ দিয়ে বিশাল এক গ্রহাণু ছুটে যাবে আজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)