এক সপ্তাহ পিছিয়ে আসছে নেদারল্যান্ডস
Published: 4th, August 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো আতিথেয়তা দিতে যাচ্ছে নেদারল্যান্ডসকে। ভারত সিরিজ এক বছর পিছিয়ে যাওয়ায় আগস্টে কোনো খেলা ছিল না বাংলাদেশের।
তাই, নেদারল্যান্ডসকে তিন টি-টোয়েন্টি খেলার আমন্ত্রণ জানায় বিসিবি। ডাচরাও দিয়েছেন সাড়া। সোমবার (৪ আগস্ট) তিন টি-টোয়েন্টির আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বিসিবি।
কিন্তু, বিসিবি নেদারল্যান্ডসকে যে প্রস্তাবিত সূচি বিসিবি পাঠিয়েছিল তা এক সপ্তাহ পিছিয়ে আসছে তারা। প্রস্তাবিত সূচিতে তিন টি-টোয়েন্টি ছিল ১৯, ২২ ও ২৫ আগস্ট। প্রতিটি ম্যাচই সিলেটে।
আরো পড়ুন:
ওভালে ঐতিহাসিক জয়, ম্যাচ জেতানো আত্মবিশ্বাসের গল্প শোনালেন সিরাজ
এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে সোহান-সৌম্য-সাইফ
তবে, বিসিবির পাঠানো সূচি এক সপ্তাহ পিছিয়ে তারা আসছে ২৬ আগস্ট। ঢাকা পৌঁছার পর অতিথিরা সরাসরি চলে যাবে সিলেটে। সিরিজের প্রথম ম্যাচ হবে ৩০ আগস্ট। পরের দুইটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সূচি পরিবর্তন হলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। সিলেটেই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল্যান্ডসের জয় ১টিতে। বাংলাদেশের মাটিতে দুই দল প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা