রক্ত ও রোদনভরা এ বরষায়
জলভেজা কফিশপে বসে আছি;
হাওয়ায় উড়ে আসছে ছেঁড়া চিরকুট
আর ভবঘুরে মেঘ—
ফেনা আর ক্যাফেইন ছড়ানো এ রেস্তোরাঁয়
যশরাজ সুরে সুরে বেজে উঠছে বৃষ্টির এসরাজ!
তোমার পায়ের ছাপ ধরে হেঁটে গিয়ে
সন্ধ্যার কিছুটা আগে এ বরষায়
হারিয়ে গিয়েছি জেগে ওঠা এক রক্তজবাবনে—
বনের গহন থেকে এ বরষায় শুধুই শুনেছি
কিয়েভের সৈনিকের ভাঙা ভায়োলিন—
গাজার ত্রাণশিবিরের কাছে ভেঙে পড়তে দেখেছি
খান ইউনিস শহরের ছিটকে পড়া মেহরাব!
তবু তোমার শাড়িতে বৃষ্টির ছাট,
যার মানে তুমি ভিজে যাচ্ছ,
যার মানে তুমি আজ মধুবালা—
হাওয়ায় উড়ছে তোমার কেয়াপাতা শাড়ির মাস্তুল!
গোধূলির কফিশপে বসে আছি;
মারি, মড়ক ও যুদ্ধদিনের এ বরষায়—
কফির ওপরে আঁকা প্রজাপতি মুছে যাচ্ছে,
তুমি আসছ না!
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সেপ্টেম্বরে আর্জেন্টিনার দুই ম্যাচ, অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে আর
দুই মাসের বিরতির পর সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে আবার মাঠে ফিরবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইতোমধ্যেই লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা আলবিসেলেস্তেরা সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে দুটি ম্যাচ। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরে অ্যাওয়ে ম্যাচে। ইকুয়েডরের বিপক্ষের এই লড়াই বাছাইপর্বে তাদের শেষ ম্যাচ।
তবে এখানেই থেমে থাকতে চাইছে না লিওনেল স্কালোনির শিষ্যরা। বাছাইপর্ব শেষ হলেও ফিফা উইন্ডোর সুযোগ কাজে লাগিয়ে শুরু করবে বিশ্ব সফর। এর প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্র। অক্টোবরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে শিকাগো ও নিউ জার্সিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যদিও প্রতিপক্ষের নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুল জানিয়েছেন, সফরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
অক্টোবরের যুক্তরাষ্ট্র সফরের পর নভেম্বর উইন্ডোতে আফ্রিকা ও এশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আফ্রিকার অ্যাঙ্গোলায় মুখোমুখি হবে স্বাগতিকদের সঙ্গে, আর এশিয়া সফরে কাতারের মাঠে খেলবে স্বাগতিক কাতারের বিপক্ষে।
আরো পড়ুন:
সাফ শিরোপার মিশনে ভুটান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল
চোট কাটিয়ে ফেরার পথে মেসি, মায়ামি ভক্তদের আশার আলো
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এখন পর্যন্ত অসাধারণ পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করেছে লাতিন অঞ্চলের শীর্ষস্থান। এমনকি শেষ দুই ম্যাচে হারলেও তাদের অবস্থান বদলাবে না।
ঢাকা/আমিনুল