‎গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎রোববার দুপুরে বিআরটিসি নারায়ণগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে'র ড্রাইভিং প্রশিক্ষণ ভবন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎এসময় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্ত্যবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,প্রশাসনের চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় অনেক সময় তাদের চাপের মধ্যে গাড়ি চালাতে হয়। তাদের চাপমুক্ত রাখতে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

গাড়ি আপনাদের জীবিকার মূল উৎস। নিজের শরীরের যেমন যত্ন নেন, তেমনি গাড়িরও যত্ন নিতে হবে এবং গাড়ির মেয়াদোত্তীর্ণ হয়েছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, জেলার সকল ড্রাইভার ও হেলপারকে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। আমরা চালকদের জন্য একটি ডাটাবেজ তৈরি করছি, যেখানে তাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ও শারীরিক অবস্থার তথ্য থাকবে। এই ডাটাবেজের ওপর ভিত্তি করে ভবিষ্যতে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের পরিকল্পনা আমাদের রয়েছে ।

এই উদ্যোগের অংশ হিসেবে চালকদের আত্মবিশ্বাস ও পরিচয় বহন করার জন্য ভিন্ন ভিন্ন রঙের পোশাক সরবরাহ করা হচ্ছে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন উপস্থিত ছিলেন বিআরটিএ-র সহকারী পরিচালক (ইঞ্জি.

) মো. মাহবুবুর রহমান এবং মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর, নারায়ণগঞ্জ বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র ইউনিট প্রধান মাহমুদ আহমাদ মারুফসহ প্রমুখ।

‎এই প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করে। ‎এসময়  ঢাকা মোটোরযান প্রশিক্ষক জাহিদ মোল্লা জেলা প্রশাসক অধিনে ৩০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেন
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ চ লক চ লকদ র অন ষ ঠ ব আরট

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও কার্তুজসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার মুসলিমের ছেলে খোরশেদ (৪৬), লালমোহন লালের ছেলে রিপন (৩০) ও শহীদের ছেলে জয় (২৬)।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার

সিলেটে পাথর লুটের ঘটনায় পদ স্থগিত বিএনপি নেতা সাহাব গ্রেপ্তার

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • “শিক্ষার্থীদের উপর হামলা, ইন্ধন থাকতে পারে তৃতীয় পক্ষের”
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০ (ভিডিও)
  • শিক্ষার্থীদের উপর অটো চালকদের হামলা, আহত ২০
  • ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সিদ্ধিরগঞ্জ বিএনপির চিঠি
  • নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩
  • ১৩ ঘণ্টা পর রংপুরের রেল যোগাযোগ সচল
  • ওয়াগ্গাছড়া চা বাগানে হাতির তাণ্ডব
  • হেরোইন বিক্রির অভিযোগে ধামরাইয়ে গ্রেপ্তার ৩
  • টেকনাফে সাড়ে ৩ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২