‎গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় পেশাদার গাড়ী চালকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎রোববার দুপুরে বিআরটিসি নারায়ণগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে'র ড্রাইভিং প্রশিক্ষণ ভবন এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎এসময় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্ত্যবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,প্রশাসনের চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় অনেক সময় তাদের চাপের মধ্যে গাড়ি চালাতে হয়। তাদের চাপমুক্ত রাখতে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

গাড়ি আপনাদের জীবিকার মূল উৎস। নিজের শরীরের যেমন যত্ন নেন, তেমনি গাড়িরও যত্ন নিতে হবে এবং গাড়ির মেয়াদোত্তীর্ণ হয়েছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, জেলার সকল ড্রাইভার ও হেলপারকে পর্যায়ক্রমে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। আমরা চালকদের জন্য একটি ডাটাবেজ তৈরি করছি, যেখানে তাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ও শারীরিক অবস্থার তথ্য থাকবে। এই ডাটাবেজের ওপর ভিত্তি করে ভবিষ্যতে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের পরিকল্পনা আমাদের রয়েছে ।

এই উদ্যোগের অংশ হিসেবে চালকদের আত্মবিশ্বাস ও পরিচয় বহন করার জন্য ভিন্ন ভিন্ন রঙের পোশাক সরবরাহ করা হচ্ছে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন উপস্থিত ছিলেন বিআরটিএ-র সহকারী পরিচালক (ইঞ্জি.

) মো. মাহবুবুর রহমান এবং মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর, নারায়ণগঞ্জ বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র ইউনিট প্রধান মাহমুদ আহমাদ মারুফসহ প্রমুখ।

‎এই প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করে। ‎এসময়  ঢাকা মোটোরযান প্রশিক্ষক জাহিদ মোল্লা জেলা প্রশাসক অধিনে ৩০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেন
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ চ লক চ লকদ র অন ষ ঠ ব আরট

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ