ডোমারে নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু
Published: 29th, August 2025 GMT
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের তেলীপাড়া গ্রামে মারা যায় তারা।
মারা যাওয়া শিশুরা হলো-কেতকীবাড়ি ইউনিয়নের তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৬) এবং একই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে তৌফিক (৬)।
আরো পড়ুন:
গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফেনীতে সেপটিক ট্যাংকে শিশুর মরদেহ, যুবক আটক
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে তিন শিশু মশারি নিয়ে মাছ ধরতে নদীতে যায়। পানিতে নামার পর দুই শিশু ডুবে যায়। সঙ্গে থাকা অপর শিশু সিয়ামের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডুবে যাওয়াদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশুরা পরিবারের অজান্তে মশারি নিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে।”
ঢাকা/সিথুন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামে ভর্তি আবেদন ৭ নভেম্বর শুরু হবে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ১০৯টি আসনে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি জানানো হয়েছে। ভর্তি আবেদন ৭ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ২ ঘণ্টা আগেভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর। চূড়ান্ত ভর্তি শেষে ২০২৬ সালের ২৫ জানুয়ারি ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে। ভর্তি পদ্ধতিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট https://ku.ac.bd -তে পাওয়া যাবে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যোপান্ত০১ নভেম্বর ২০২৫