গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাসে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে একান্নবর্তী পরিবারের ছোট ছেলের সঙ্গে তুলনা করেছেন। 

প্রিন্স মাহমুদ লেখেন ‘‘নুর যেন একান্নবর্তী পরিবারের সেই ছোট ছেলেটি যে মাইরও খায়, আদরও পায়; আবার মাংসের বড় টুকরাগুলিও পায়।’’— প্রিন্স মাহমুদ আর পুরনো একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোস্ট করে লিখেছেন ‘‘বেশ কয়েক বছর আগের এইটা।’’

আরো পড়ুন:

দিনশেষে আমাকে মরতে হবে: আফরান নিশো

শুধু আমাদেরই ডিভোর্স হয়: ইমন চক্রবর্তী

সম্প্রতি নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এরপরেই পুরনো পোস্ট সামনে এনেছেন প্রিন্স মাহমুদ। প্রিন্স মাহমুদের ওই পোস্টের কমেন্ট বক্সে মোহাম্মদ সোহরাব হোসাইন নামের একজন লিখেছেন, ‘‘নুরের মাইর খাওয়া এবং দেওয়াও একটা ডিপ পলিটিক্স।’’

এনামুল হোসেন আনন্দ নামের একজন লিখেছেন, ‘‘জ্ঞানী লোকের ধারণা বাস্তবের কাছাকাছি।’’

রাজনৈতিক নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত লেখেন প্রিন্স  মাহমুদ। ডাকসু নির্বাচন থেকে শুরু করে জুলাই সনদ—সব কিছু নিয়েই সরব তিনি।

এর আগে একটি পোস্টে প্রিন্স মাহমুদ দলকানা মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘‘দলকানা মানুষ মাত্রে ভয়ঙ্কর। এরা নিমিষে ভাই-বন্ধুকে শত্রু ভাবতে শুরু করে। কোনো দলকানা শিল্পী সে জামাত আ লীগ বি এন পি এন সি পি যে দলেরই হোক ফ্রেন্ডলিস্টে না থাকুক। দলকানা মানুষগুলো দিন দিন মনুষত্ব হারিয়ে পশুত্বকেই বরণ করছে যেন…’’

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দলক ন

এছাড়াও পড়ুন:

আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁর স্ত্রী উষা ভ্যান্স ক্যাথলিক গির্জার মাধ্যমে প্রভাবিত হয়ে কোনো একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিজের এ মন্তব্যের ব্যাখ্যা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিশাল এক পোস্ট দিয়েছেন তিনি।

জেডি ভ্যান্স বলেন, তাঁর যে মন্তব্য নিয়ে কথা হচ্ছে, সেটি মূল বক্তব্য থেকে কেটে নেওয়া একটি অংশ। কোন প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেছেন, সেটা দেখানো হয়নি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে তরুণদের সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র একটি অনুষ্ঠানে এক তরুণীর প্রশ্নের জবাব দিতে গিয়ে ভ্যান্স তাঁর স্ত্রী উষা একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত উষা হিন্দু সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

স্ত্রী একদিন খ্রিষ্টধর্ম গ্রহণ করবেন, এমন আশাবাদ ব্যক্ত করা ভিডিও ভাইরাল হওয়া পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে প্রশ্ন তুলেছেন, ভ্যান্সের এ মন্তব্য কি তাঁর স্ত্রীকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার ইঙ্গিত।

জবাব দিতে এক্স পোস্টে ভ্যান্স বলেন, একটি পাবলিক ইভেন্টে তাঁকে তাঁর আন্তধর্মীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। তিনি ওই প্রশ্ন এড়িয়ে যেত চাননি, উত্তর দিয়েছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট লিখেছেন, ‘প্রথমেই বলি, প্রশ্নটি আসে আমার বাঁ পাশে থাকা একজনের কাছ থেকে, আমার আন্তধর্মীয় বিয়ে নিয়ে। আমি একজন পাবলিক ফিগার, লোকজন আমার ব্যাপারে জানতে আগ্রহী এবং আমি প্রশ্নটি এড়িয়ে যেতে চাচ্ছিলাম না।’

এ বছর জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স