রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফাঁকা বাড়িতে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পালপুর মালিগাছা গ্রাম থেকে নজরুল ইসলামের স্ত্রী মারেজান বেগমের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, মারেজান বেগমের মেয়েদের বিয়ে হয়ে গেছে। অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য তার স্বামী নজরুল ইসলাম ভারতে গেছেন। মারেজান বেগম বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যায় এক প্রতিবেশী নারী তার বাড়িতে গিয়ে দেখেন, ঘরে গলাকাটা অবস্থায় মারেজানের মরদেহ পড়ে আছে। 

আরো পড়ুন:

কুমিল্লায় মা–মেয়েকে হত্যা, যুবক আটক

যশোরে ছুরিকাঘাতে আ.

লীগ নেতা হত্যা

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। রবিবার (৩১ আগস্ট) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, শনিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ওই নারীকে প্রতিবেশীরা বাড়ির বাইরে দেখেছেন। তারপর তাকে কেউ দেখেননি। ধারণা করা হচ্ছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে তাকে খুন করা হয়েছে। 

কেন এই হত্যাকাণ্ড সেই ব্যাপারে পুলিশ কিছু জানতে পারেননি। এ ব্যাপারে তদন্ত চলছে। নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেছেন।

ঢাকা/কেয়া/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ন হত মরদ হ তদন ত

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ