ইন্দোনেশিয়ার রাজধানীতে বুধবার গোলাপি পোশাক পরে ও ঝাড়ু হাতে নিয়ে শত শত নারী পুলিশের নির্যাতন এবং সরকারি ব্যয়ের অপচয়ের প্রতিবাদে পার্লামেন্ট অভিমুখে মিছিল করেছেন। বিবিসি এ তথ্য জানিয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং এমপিদের জন্য বিলাসবহুল সুযোগ-সুবিধার বিরুদ্ধে ক্ষোভের কারণে জাকার্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়ির ধাক্কায় তরুণ মোটরসাইকেল ট্যাক্সি চালক আফান কুর্নিয়াওয়ান নিহত হওয়ার পর পরিস্থিতি আরো সহিংস হয়ে ওঠে।

বিক্ষোভ তীব্র হওয়ার সাথে সাথে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছিলেন, তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজে যোগদানের জন্য বেইজিং সফর বাতিল করবেন। তবে বুধবার তাকে চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি গ্রুপ ছবির জন্য পোজ দিতে দেখা গেছে। চীন সফরের আগে প্রাবোও রবিবার জানিয়েছিলেন, তিনি আইন প্রণেতাদের জন্য সুবিধাগুলো বাতিল করবেন।

বুধবারের সমাবেশে ইন্দোনেশিয়ান উইমেন্স অ্যালায়েন্স (আইডব্লিউএ) এর গোলাপী পোশাক পরা নারী বিক্ষোভকারীরা জানিয়েছেন, ঝাড়ু ‘রাষ্ট্রের ময়লা, সামরিকবাদ এবং পুলিশি দমন-পীড়নের’ পরিচ্ছন্ন করার প্রতীক।

বিক্ষোভকারীরা ‘পুলিশ সংস্কার’ লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করেছিল।

মুতিয়ারা ইকা নামের এক বিক্ষোভকারী বলেন, “বিক্ষোভ অপরাধ নয়, বরং প্রতিটি নাগরিকের অন্তর্নিহিত গণতান্ত্রিক অধিকার।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ 

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়। 

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ