ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে উদ্বিগ্ন ভারতের কংগ্রেসের এমপি শশী থারুর
Published: 12th, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সরকার গঠন হলে ভারত কি দ্রুত তাদের সাথে বোঝাপড়া করতে পারবে?
সাবেক ভারতীয় এই কূটনীতিক এক্স-এ একটি পোস্টে লিখেছেন, “বিষয়টি বেশিরভাগ ভারতীয়ের মনে সামান্যই ধাক্কা দিতে পারে, তবে এটি ভবিষ্যতের বিষয়গুলোর জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।”
তার ভাষ্য, ভোটাররা জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন ধর্মীয় কারণে নয়, বরং তারা দুটি ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী দল- বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) - এর সাথে সম্পৃক্ত দুর্নীতি ও অপশাসন দেখেছেন।
শশী থারুর লিখেছেন, “বাংলাদেশে উভয় প্রধান দল - (এখন নিষিদ্ধ) আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল - নিয়ে হতাশার অনুভূতি বাড়ছে। যারা ‘উভয় দলের বিপর্যয়’ কামনা করেন তারা ক্রমবর্ধমানভাবে জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছেন, কারণ এই ভোটাররা উগ্র বা ইসলামপন্থী মৌলবাদী নয়, বরং কারণ জামায়াতে ইসলামী দুটি মূলধারার দলের সাথে জড়িত দুর্নীতি এবং অপশাসনের দোষে কলঙ্কিত নয়। ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এটি কীভাবে প্রভাব ফেলবে? নয়াদিল্লি কি পাশের দেশের জামায়াত সংখ্যাগরিষ্ঠদের সাথে বোঝাপড়া করতে পারবে?”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫