Risingbd:
2025-11-04@06:07:59 GMT

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

Published: 15th, September 2025 GMT

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মোহিনী। নব্বই দশকের ভক্তরা তাকে ভোলার কথা নয়। এক সময়ের জনপ্রিয় এই নায়িকা নানা ভাষার সিনেমায় কাজ করেছেন। বড় বড় তারকাদের সঙ্গে স্ত্রিন ভাগ করে নিয়েছেন। তার সাবলীল অভিনয়, আকর্ষণীয় উপস্থিতি মুগ্ধ করেছে অসংখ্য অনুরাগীকে।

মোহিনী অভিনীত ‘কানমণি’ সিনেমা ১৯৯৪ সালের ৩১ জুলাই মুক্তি পায়। তামিল ভাষার এ সিনেমা মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। এ সিনেমায় স্বল্পবসনে অভিনয় করে অস্বস্তিতে পড়েছিলেন এই অভিনেত্রী। কেবল তাই নয়, কেঁদেছিলেন মোহিনী। কয়েক দিন আগে বিকটন-কে দেওয়া সাক্ষাৎকার এসব তথ্য জানান মোহিনী। 

আরো পড়ুন:

সেরা অভিনেতা আল্লু, অভিনেত্রী রাশমিকা

কখনো কাঁধে মাথা, কখনো হাতে হাত, সামান্থার প্রেম অন্তর্জালে সয়লাব

মোহিনী বলেন, “পরিচালক আর.

কে. সেলবামনি স্যুইমসুট সিকুয়েন্সের পরিকল্পনা করেন। আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম, খুব কাঁদছিলাম এবং কাজটি করতে অস্বীকৃতি জানাই। পরে অর্ধেক দিন শুটিং বন্ধ রাখা হয়। আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে, আমি সাঁতার জানি না। একজন পুরুষ প্রশিক্ষকের সামনে এমন পোশাকে কীভাবে শিখব? তখন তো নারী প্রশিক্ষক প্রায় ছিলই না। তাই দৃশ্যটি আমার কাছে কল্পনাতীত। আমার মনে হয়েছিল, আমাকে জোর করেই ‘উদাল থাঝুভা’ গানের দৃশ্যটি করানো হয়েছিল।”

পরের ঘটনার বর্ণনা দিয়ে মোহিনী বলেন, “আমি অর্ধেক দিন কাজ করে ওদের যা দরকার ছিল, তা দিয়েছিলাম। পরে ওরা বলল, ‘একই দৃশ্য আবার ওটিতে শুট করতে হবে।’ আমি সাফ বলে দিই, ‘করব না।’ তারা বলে, ‘শুট বন্ধ হয়ে যাবে।’ আমি বলি, ‘এটা তোমাদের সমস্যা, আমার নয়। আগেও যেমন জোর করে করিয়েছিলে, এটা তেমনই ছিল।’ ‘কানমণি’ ছিল একমাত্র সিনেমা যেখানে আমাকে অতি গ্ল্যামারাস দেখানো হয়েছিল—আমার সম্মতি ছাড়াই। কখনো কখনো এমন কিছু ঘটে, যা একেবারেই নিজের ইচ্ছার বিরুদ্ধে হয়; এই দৃশ্যটি ঠিক তেমনই ছিল।”

দুই দশকের ক্যারিয়ারে মোহিনী অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের প্রায় সব বড় বড় তারকার সঙ্গে। এ তালিকায় রয়েছেন—শিবাজি গণেসান, নান্দামুরি বালাকৃষ্ণ, চিরঞ্জীবী, মোহনলাল, মাম্মতি, শিবরাজকুমার, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন, বিক্রম, সরথকুমার প্রমুখ। 

মোহিনী অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো—মারুমাগাল, আদিত্য ৩৬৯, হিটলার, নাডোডি, গাডিবিডি আলিয়া, লালি প্রমুখ। তাছাড়া বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন মোহিনী। ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘ড্যান্সার’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেন এই অভিনেত্রী।

তথ্যসূত্র: এনডিটিভি

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা। 

সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ

ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের

সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।

বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ