বাঁচা-মরার লড়াইয়ে আজ আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ
Published: 16th, September 2025 GMT
এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। আর এই ম্যাচটাই নির্ধারণ করে দেবে লিটন দাস-মোস্তাফিজদের সুপার ফোর ভাগ্য।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দারুণ সূচনা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে। ফলে গ্রুপে দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। অন্যদিকে হংকং ইতিমধ্যেই ছিটকে গেছে। শ্রীলঙ্কা আগেই নিশ্চিত করেছে পরের পর্ব। তাই বাঁচা-মরার এই সমীকরণে বাংলাদেশের জয় ছাড়া কিছুই ভাবার সুযোগ নেই। হারলেই বিদায়, আর জিতলে সুপার ফোরে লড়াই চালিয়ে যাওয়ার দরজা খুলে যাবে।
আরো পড়ুন:
ক্যাচ মিস আর নো-বলের মহড়ায় হংকংয়ের হার
আমিরাতের দাপুটে জয়ে সুপার ফোরে ভারত
তবে প্রতিপক্ষ সহজ নয়। আফগানিস্তান প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে আত্মবিশ্বাসী। তাদের ব্যাটিংয়ে আজমতউল্লাহ ওমরজাই আর সেদিকুল্লাহ অটল জ্বলে উঠেছেন ঝড়ো ইনিংসে। বোলিং বিভাগে আছেন রশিদ খান, মোহাম্মদ নবী, নুর আহমদদের মতো ভয়ংকর স্পিন আক্রমণ। এই উইকেটে স্পিন সামলানো বাংলাদেশের জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা।
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা ম্যাচের ব্যর্থতা এখন অতীত। মিডল অর্ডারে জাকের আলী ও শামীম পাটোয়ারীর জুটি কিছুটা আশা দেখালেও দলের শুরুর ব্যাটিং ধস আর বোলিং ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে আজই।
স্পিন কোচ মুশতাক আহমেদও ম্যাচের আগের দিন বলেছিলেন, “১৬০-১৭০ রান তুলতে পারলে আমাদের বোলাররা ম্যাচ জেতাতে পারবে।”
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড বলছে, ১২ মুখোমুখিতে টাইগারদের জয় ৫টি, হারের সংখ্যা ৭। এশিয়া কাপে হিসাবটাও আফগানদের পক্ষে (৫ ম্যাচে বাংলাদেশ ২ জয়, আফগানিস্তান ৩ জয়)।
তবু হাল ছাড়তে নারাজ লিটন দাসের দল। অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচটাই তাদের টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট হতে হবে। তার ভাষায়, “আমরা জানি এটা আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে সেরাটা দেব।”
এশিয়া কাপে আসার আগে টানা তিনটি সিরিজ জয় করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতার আলোতেই আজ আবার নতুন করে উড়তে চায় লিটনরা। জয় মানেই টিকে থাকা, হার মানেই ব্যাগ গোছানোর প্রস্তুতি। এখন দেখার পালা, ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে পারে কি না টাইগাররা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন
এছাড়াও পড়ুন:
নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
পাবনায় নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা প্রামানিককে আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সদর থানার তিন উপ-পরিদর্শক (এসআই)।
রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
নিহত নিজাম প্রামাণিক একই গ্রামের মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত মোস্তফা প্রামাণিকও কৃষকের কাজ করতেন। নিহত এবং অভিযুক্ত সম্পর্কে বাবা-ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নিজাম প্রামানিক নতুন বাজারে দুধ বিক্রি করে রবিবার সন্ধ্যার পর বাসায় ফেরেন। খাবার শেষে এশার নামাজ পড়তে দাঁড়ান তিনি। এ সময় ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে হাঁসুয়া দিয়ে নিজাম প্রমানিককে কুপিয়ে হত্যা করেন মোস্তফা। পরে তিনি পাশের ঘরে গিয়ে বসে থাকেন। অভিযুক্তকে ঘরের ভেতরে তালাবদ্ধ রেখে পুলিশকে খবর দেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এরপর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান, এসআই আবু রায়হান আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের অপর ছেলে মিজানুর রহমান বলেন, “আমরা খাবার শেষে রুমে শুয়ে ছিলাম। এমন সময় রুম আটকিয়ে নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করে মোস্তফা। এর আগেও সে আমাকে মেহগনি ঢাল দিয়ে মারধর করে মারাত্মক আহত করেছিল। আজকে (রবিবার) হত্যা করতে গামছার মধ্যে হাঁসুয়া নিয়ে আমাকে মাঠের মধ্যে গিয়ে খুঁজাখুঁজি করেছে। বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে আমাকে সতর্ক করে।”
তিনি আরো বলেন, “সে মাদকের জন্য প্রায়ই বাবা ও আমাদের থেকে টাকা চাইতো। না দিলেই বাড়িতে ভাঙচুর চালাতো। তার শাস্তি হওয়া উচিত।”
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে আটক করতে গিয়ে তিনজন এসআই আহত হয়েছেন।”
ঢাকা/শাহীন/মাসুদ