পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তানের ‘অনেক বড়’ এবং ‘কার্যকর’ সশস্ত্র বাহিনী রয়েছে যারা প্রচলিত যুদ্ধে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধে মধ্যপ্রাচ্যে একটি ঐক্যবদ্ধ সংস্থা গঠন করা হলে ইসলামাবাদ তাতে যোগ দেবে।

কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আরব ও ইসলামিক দেশগুলোর শীর্ষ সম্মেলনের আগে তিনি এ কথা বলেছেন। সোমবার রাতে এই সাক্ষাৎকারটি আল জাজিরাতে প্রকাশিত হয়েছে।

আল-জাজিরার পক্ষ থেকে পাক-পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়- গাজায় হস্তক্ষেপের জন্য জাতিসংঘের কাঠামো থেকে সরে এসে মধ্যপ্রাচ্যে একটি ঐক্যবদ্ধ সংস্থা গঠনের বিকল্প কী?

এর জবাবে দার বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি ব্যবস্থা তৈরি করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যেসব দেশ তাদের কথা শোনে না তাদের উপর অত্যন্ত গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা পরিষদ। এটি যেকোনো দেশের জন্য একটি অত্যন্ত গুরুতর অর্থনৈতিক ক্ষতি বা যন্ত্রণা।”

তিনি জানান, আরব দেশ এবং আরব লীগের মধ্যে সাম্প্রতিক আলোচনার সময় ‘এক ধরণের সম্মিলিত নিরাপত্তা বাহিনী’ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।

দার আরও বলেন, “তাদের (একটি সম্মিলিত বাহিনী থাকা উচিত) এবং তাদের নিজস্ব ক্ষমতা, নিজস্ব শক্তি অনুসারে, তাদের কিছু ব্যবস্থা তৈরি করা উচিত। আগ্রাসনের উদ্দেশ্যে নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে, আক্রমণকারীকে থামানোর জন্য, দখলদারকে থামানোর জন্য, যে কেবল কথা শোনে না তাকে থামানোর জন্য।”

আল-জাজিরা থেকে জানতে চাওয়া হয়, “পারমাণবিক শক্তিধর পাকিস্তান’ এর সাথে কোথায় দাঁড়াবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পারমাণবিক শক্তিধর পাকিস্তান স্পষ্টতই উম্মাহর সদস্য হিসেবে, তার কর্তব্য পালন করবে।”

দার স্পষ্ট করে জানান, পাকিস্তান পারমাণবিক অস্ত্র কেবল প্রতিরোধের জন্য এবং সেগুলো ব্যবহার করার ইচ্ছা রাখে না। 

তিনি বলেন, “কিন্তু পাকিস্তানের একটি বিশাল, সুপরিচিত, অত্যন্ত কার্যকর সেনাবাহিনী, অত্যন্ত কার্যকর বিমান বাহিনী, অত্যন্ত কার্যকর নৌবাহিনী আছে.

.. আমরা প্রমাণ করেছি যে আমরা (আমাদের প্রতিপক্ষকে) প্রচলিতভাবেও চ্যালেঞ্জ করলে পরাজিত করতে পারি।”

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র যকর র জন য

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।

নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।

ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।

ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ