ইসরায়েলকে ঠেকাতে মধ্যপ্রাচ্যের সম্মিলত বাহিনীতে যোগ দেবে পাকিস্তান
Published: 16th, September 2025 GMT
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তানের ‘অনেক বড়’ এবং ‘কার্যকর’ সশস্ত্র বাহিনী রয়েছে যারা প্রচলিত যুদ্ধে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধে মধ্যপ্রাচ্যে একটি ঐক্যবদ্ধ সংস্থা গঠন করা হলে ইসলামাবাদ তাতে যোগ দেবে।
কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আরব ও ইসলামিক দেশগুলোর শীর্ষ সম্মেলনের আগে তিনি এ কথা বলেছেন। সোমবার রাতে এই সাক্ষাৎকারটি আল জাজিরাতে প্রকাশিত হয়েছে।
আল-জাজিরার পক্ষ থেকে পাক-পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়- গাজায় হস্তক্ষেপের জন্য জাতিসংঘের কাঠামো থেকে সরে এসে মধ্যপ্রাচ্যে একটি ঐক্যবদ্ধ সংস্থা গঠনের বিকল্প কী?
এর জবাবে দার বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি ব্যবস্থা তৈরি করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যেসব দেশ তাদের কথা শোনে না তাদের উপর অত্যন্ত গুরুতর নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্তা পরিষদ। এটি যেকোনো দেশের জন্য একটি অত্যন্ত গুরুতর অর্থনৈতিক ক্ষতি বা যন্ত্রণা।”
তিনি জানান, আরব দেশ এবং আরব লীগের মধ্যে সাম্প্রতিক আলোচনার সময় ‘এক ধরণের সম্মিলিত নিরাপত্তা বাহিনী’ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।
দার আরও বলেন, “তাদের (একটি সম্মিলিত বাহিনী থাকা উচিত) এবং তাদের নিজস্ব ক্ষমতা, নিজস্ব শক্তি অনুসারে, তাদের কিছু ব্যবস্থা তৈরি করা উচিত। আগ্রাসনের উদ্দেশ্যে নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে, আক্রমণকারীকে থামানোর জন্য, দখলদারকে থামানোর জন্য, যে কেবল কথা শোনে না তাকে থামানোর জন্য।”
আল-জাজিরা থেকে জানতে চাওয়া হয়, “পারমাণবিক শক্তিধর পাকিস্তান’ এর সাথে কোথায় দাঁড়াবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পারমাণবিক শক্তিধর পাকিস্তান স্পষ্টতই উম্মাহর সদস্য হিসেবে, তার কর্তব্য পালন করবে।”
দার স্পষ্ট করে জানান, পাকিস্তান পারমাণবিক অস্ত্র কেবল প্রতিরোধের জন্য এবং সেগুলো ব্যবহার করার ইচ্ছা রাখে না।
তিনি বলেন, “কিন্তু পাকিস্তানের একটি বিশাল, সুপরিচিত, অত্যন্ত কার্যকর সেনাবাহিনী, অত্যন্ত কার্যকর বিমান বাহিনী, অত্যন্ত কার্যকর নৌবাহিনী আছে.                
      
				
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র যকর র জন য
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ
ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
ঢাকা/শাহীন/মাসুদ