পোষ্য কোটা ফিরিয়ে আনাকে রাকসু বানচালের ষড়যন্ত্র বলছেন প্রার্থীরা
Published: 19th, September 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের পরও আবার ফিরিয়ে আনা হয়েছে পোষ্য কোটা। গতকাল বৃহস্পতিবার ১০টি শর্তে এই কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় ভর্তি উপকমিটি। সিদ্ধান্তটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশের পরপর আবারও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
নতুন কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার বাদ জুমা পোষ্য কোটা বাতিলের দাবিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছেন তাঁরা। অনেকেই এটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩৫ বছর পর ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। এসব নির্বাচনের মাত্র কয়েক দিন আগে পোষ্য কোটা ফেরানো হয়েছে। অথচ এর আগে বিষয়টি নিয়ে তীব্র আন্দোলনের এক পর্যায়ে প্রশাসন ভবনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করা হয়, প্যারিস রোডের পাশে পোষ্য কোটার প্রতীকী কবর দিয়েছিলেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল ঘোষণা করেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। তখন বিশ্ববিদ্যালয়ে কোনো পোষ্য কোটা থাকবে না বলে তিনি জানিয়েছিলেন।
আরও পড়ুনপোষ্য কোটা ফেরানোর প্রতিবাদে সাড়ে ৪ ঘণ্টা বিক্ষোভ, আজ দুপুরে নতুন কর্মসূচি৪ ঘণ্টা আগেএরপর পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কয়েক দফা আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। এর পরিপ্রেক্ষিতে গতকাল সিনেট ভবনে ভর্তি উপকমিটির এক সভায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১০টি শর্তে পোষ্য কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। উপাচার্যের দায়িত্বে নিযুক্ত সহ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীন সভায় সভাপতিত্ব করেন। পরে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ খবর পাওয়ার পরই শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
শিক্ষার্থীরা বলছেন, মীমাংসিত পোষ্য কোটা ফেরানোর বিষয়টিকে রাকসু বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তাঁরা যথা সময়ে উৎসবমুখর পরিবেশে রাকসু চান। সেই সঙ্গে পোষ্য কোটাও বাতিল চান।
‘পোষ্য কোটা বাতিল করো, নইলে গদি ছাড়ো’গতকাল সন্ধ্যায় পোষ্য কোটা ফিরে আসার খবরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। রাত পৌনে আটটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ আন্দোলনে রাকসু নির্বাচনের প্রার্থীরাও জড়ো হতে থাকেন। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ রাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থী অংশ নেন। এ সময় তাঁরা ‘পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’; ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।
ছাত্রদল–সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন বলেন, ‘পোষ্য কোটার অসিলায় পোষ্য কোটা সামনে এনে রাকসু বানচালের চিন্তা করলে সবকিছু ভেসে যাবে। একটাই কথা, পোষ্য কোটা বাতিল করো, নইলে নকীব (উপাচার্য) গদি ছাড়ো। আপনারা মনে করেন, ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু যৌক্তিক আন্দোলনে আমরা একসঙ্গে থাকব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে থেকে আপনাদের অপতৎপরতা ভেঙে দেব।’
অন্যদিকে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘পোষ্য কোটা একটি মীমাংসিত বিষয়। আন্দোলনের মুখে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সার্কুলারে পোষ্য কোটা বাদ দেওয়া হয়েছিল। সেই সার্কুলারের আলোকে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে সেই সব শিক্ষার্থী এখন ক্লাস করছেন। কিন্তু রাকসু নির্বাচনের অল্প দিন আগে মীমাংসিত বিষয়কে সামনে আনা মানে হচ্ছে, রাকসু বানচালের ষড়যন্ত্রের উদ্দেশ্যে তারা এটি সামনে এনেছে। তবে তাদের এ অন্যায্য সিদ্ধান্ত শিক্ষার্থীরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।’
আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে কর্মবিরতি চলছে, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ২৪ আগস্ট ২০২৫‘এটি ক্রেডিট নেওয়ার আন্দোলন’বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্রশিবিরের আন্দোলনকে ‘ক্রেডিট নেওয়ার আন্দোলন’ হিসেবে আখ্যায়িত করেছেন পোষ্য কোটা আন্দোলনের অন্যতম সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। আসন্ন রাকসু নির্বাচনে তিনি ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী হয়েছেন। ছাত্রদল ও ছাত্রশিবিরের উদ্দেশে সালাউদ্দিন বলেন, এখন যে আন্দোলন হচ্ছে, এটি ক্রেডিট নেওয়ার আন্দোলন। রাকসুকে কেন্দ্র করে তারা নিজেদের প্রোফাইল ভারী করছে। প্রশাসন কিন্তু জানে, কোন পরিস্থিতিতে কোটাকে ফিরিয়ে আনলে তারা সফল হবে।
সালাউদ্দিন আম্মার আরও বলেন, ‘ছাত্রশিবির কেন সহ–উপাচার্য মোহাম্মদ মাঈন উদ্দীনকে চাপ দিচ্ছে না। ছাত্রদল কেন বিএনপিপন্থী শিক্ষকদের চাপ দিচ্ছে না। আমরা মাঠে আসাটা স্বাভাবিক। কারণ, বিএনপি-জামায়াত-আওয়ামী লীগ আমাদের নয়। এখানে পোষ্য কোটা নিয়ে পলিটিকস চলছে। পোষ্য কোটার আন্দোলনে ছিল ৬৫ থেকে ৭০ জনের।’
আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ শর্তে ফিরল পোষ্য কোটা, শিক্ষার্থীদের বিক্ষোভ১৬ ঘণ্টা আগেছাত্রদল ও ছাত্রশিবিরের মূল সংগঠনের শিক্ষক-কর্মকর্তারা আন্দোলন করে পোষ্য কোটা ফিরিয়ে এনেছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ও সাবেক সমন্বয়ক ফুয়াদ রাতুল। তাঁর ভাষ্য, উৎসবমুখর পরিবেশে রাকসু হবে, সেই উৎসবকে বানচাল করার জন্য পোষ্য কোটা ফিরিয়ে আনা হয়েছে। এই পোষ্য কোটা ফিরিয়ে আনা মানবেন না শিক্ষার্থীরা।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাবেক সমন্বয়ক মেহেদী মারুফ বলেন, ‘আমরা আন্দোলন করে পোষ্য কোটা বাতিল করাতে বাধ্য করেছিলাম। কিন্তু রাকসু নির্বাচনের সামনে এই কোটা ফিরিয়ে আনা হয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, পোষ্য কোটা বাতিলের আন্দোলনে আগে কখনো ছাত্রদল ও ছাত্রশিবির যুক্ত ছিল না। আজ তারা ক্রেডিট নিতে এসেছে। সাধারণ শিক্ষার্থীরাই পোষ্য কোটা বাতিল করেছিলেন।
আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি১৯ আগস্ট ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ত ল কর উপ চ র য অ য কশন উদ দ ন
এছাড়াও পড়ুন:
অদৃশ্য শক্তি ও ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত খোরশেদ
আজ শনিবার সকালে দেশের প্রধান হোসিয়ারী শিল্পের মার্কেট নগরীর নয়ামাটি এলাকায় ব্যাবসায়ী ও সাধারন মানুষের মাঝে গণসংযোগ করে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন নারায়নগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চারবারের সাবেক কাউন্সিলর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
গণসংযোগ কালে খোরশেদ ব্যাবসায়ী ও জনগণের উদ্দেশ্যে বলেন, ব্যাবসা বান্ধব স্থিতিশীল রাষ্টের জন্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের কোন বিকল্প নেই।কিন্ত দেশী বিদেশী অদৃশ্য শক্তি ও পরাজিত ফ্যাসিষ্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
যথা সময়ে নির্বাচন না হলে,দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হলে দেশে স্থিতিশীল স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না,আইনশৃংখলা ও অর্থনীতির উন্নতি হবে না,মুদ্রাস্ফীতি না কমাতে পারলে জনগনের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।
তাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান খোরশেদ।তিনি আরো বলেন,কোন কোন উপদেষ্টা মিষ্টি কথার আড়ালে দেশী বিদেশী কুচক্রী মহলের এজেন্ট হয়ে কাজ করছেন,যা আমাদের কাম্য নয়।
এসময় খোরশেদ আরো বলেন,আওয়ামী দু:শাষনের মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টর ধংস করে ফেলেছে।তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে।
গণসংযোগ কালে খোরশেদ এর সাথে অসংখ্য নেতাকর্মী ও হোসিয়ারী ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।