বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ও অভিনেতা হৃতিক রোশান। ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই জুটির। হৃতিকের বাবা রাকেশ রোশান পরিচালিত এই সিনেমা ২০০০ সালের ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হৃতিক-আমিশার এই সিনেমা দেশ ও দেশের বাইরে ঝড় তুলেছিল। 

আমিশার অভিনয় ক্যারিয়ার যতটা সাড়া জাগানোভাবে শুরু হয়েছিল, পরবর্তীতে ততটা ধরে রাখতে পারেননি। ব্যক্তিগত জীবনেও অগোছালো পঞ্চাশের আমিশা। কারণ এখনো অবিবাহিত এই অভিনেত্রী। তবে এখনো প্রেমের প্রস্তাব পান বলে দাবি করেছেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

অক্ষয়-প্রিয়াঙ্কা কেন একসঙ্গে কাজ করেন না?

অভিনেতা হবে কুকুরের মতো, পূজা ভাটের নির্যাতন প্রসঙ্গে মুজাম্মেল

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন আমিশা। এ আলাপচারিতায় প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। আমিশা প্যাটেল বলেন, “যারা আপনাকে ভালোবাসেন, তারা আপনার ক্যারিয়ারে উন্নতি করতে দেবেন। আমি আমার ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি এবং প্রেমের জন্যও অনেক কিছু হারিয়েছি। আমি অন্যটির জন্য উভয় জিনিসই ছেড়ে দিয়েছি। আমার মনে হয়, উভয় ক্ষেত্রেই শিখেছি।” 

উদাহরণ টেনে আমিশা প্যাটেল বলেন, “উদাহরণস্বরূপ, আমার একটি সিরিয়াস প্রেম ছিল। এটি ছিল আমার সিনেমায় আসার আগে। সে দক্ষিণ মুম্বাইয়ের একটি খুব বড় শিল্প পরিবারের ছেলে ছিল। একই ব্যাকগ্রাউন্ড, শিক্ষা, পরিবারের পরিবেশও একই ছিল। সবকিছু ঠিক ছিল। কিন্তু আমি যখন সিনেমায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই, তখন আমার পার্টনার চায়নি তার ভালোবাসার মানুষ এভাবে জনসম্মুখে আসুক। আমি সিনেমার ক্যারিয়ারের জন্য ভালোবাসা ছাড়লাম।” 

আমিশা এখনো বিয়ের জন্য প্রস্তুত। তবে শর্ত রয়েছে। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “আমি বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু যতক্ষণ না উপযুক্ত কাউকে পাই। ওই যে বলে না, ‘ইচ্ছা থাকলেই উপায় হয়।’ তাই যে ব্যক্তি আমাকে পাবে সে ‘মকে পে চকা মার দেগা’। সেই আমার মনের মানুষ হবে। আমি এখনো অনেক ধনী পরিবারের কাছ থেকে নানা ধরণের প্রস্তাব পাই। আমার অর্ধেক বয়সি পুরুষও আমাকে ডেটে নিয়ে যেতে চায়। আমি এর জন্য উন্মুক্ত। কারণ একজন পুরুষকে মানসিকভাবে পরিপক্ক হতে হবে। আমি আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষের সঙ্গে দেখা করেছি, যাদের বুদ্ধিমত্তা একটি মাছির মতো।” 

২০০০ সালে বলিউডে পা রাখেন আমিশা প্যাটেল। কিন্তু ২০০৩ সালের পর সেভাবে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি আমিশার সিনেমা। মাঝে একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন। নিজে প্রযোজনা সংস্থাও খুলেও কোনো লাভ হয়নি। তবে ব্যর্থতার তকমা ‍মুছে দিয়েছে ‘গদর টু’ সিনেমা। ২০২৩ সালে মুক্তি পায় এটি। আমিশা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তওবা তেরা জালওয়া’। গত বছরের শুরুতে মুক্তি পায় সিনেমাটি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন য প রস ত

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা। 

সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ

ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের

সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।

বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ