2025-11-03@19:16:59 GMT
إجمالي نتائج البحث: 104
«ফ য শনস»:
(اخبار جدید در صفحه یک)
‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে আজ গাইবে পাকিস্তানের ব্যান্ড কাভিশ। এর আগে গত ১০ ও ১১ জানুয়ারি পর পর দুইদিন কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এর তারিখ পরিবর্তন করা হয়। আয়োজক সংস্থা ব্লু ব্রিক কমিউনিকেশনস জানিয়েছে, পিছিয়ে যাওয়া ঢাকা ড্রিমস কনসার্টটিই অনুষ্ঠিত হচ্ছে আজ। আয়োজকরা জানিয়েছে, কনসার্টে অংশ নিতে গত ২২ জানুয়ারি রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে কাভিশ ব্যান্ড। কাভিশের পাশাপাশি দেশের একাধিক শিল্পী ও ব্যান্ড পারফর্ম করবে ঢাকা ড্রিমস কনসার্টে। আয়োজন শুরু হবে ব্যান্ড লেভেল ফাইভের পরিবেশনা দিয়ে। এরপর মঞ্চে আসবে আরমীন মুসা ও ঘাসফড়িং কয়ার। তাদের পরিবেশনা শেষে পারফর্ম করবে ব্যান্ড শূন্য। কনসার্টে বিশেষ আকর্ষণ থাকবে শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। কাভিশের পারফরম্যান্স দিয়ে শেষ হবে আয়োজন। ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি ও মাজ মাওদুদের...
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘‘আসন্ন অমর একুশে বইমেলা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে ডিউটিতে নিয়োজিত থাকবে।’’ বুধবার (২২ জানুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বইমেলা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে কমিশনার বলেন, ‘‘প্রতি বছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে বইমেলা। বইমেলা ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে ডিউটিতে নিয়োজিত থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশে সার্বক্ষণিক পর্যবেক্ষণ...
এবি ব্যাংক পিএলসি রবিবার (১৯ জানুয়ারি) ব্যাংকের হেড অফিসে পরিমার্জিত অপারেশনস ম্যানুয়াল উন্মোচন করেছে। এই অপারেশনস ম্যানুয়ালের পরিমার্জিত সংস্করণটি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনাসমূহ সংযোজন করে সার্বিক অপারেশন কার্যক্রম নিয়মতান্ত্রিক ও সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে ব্যাংকের সব শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের জন্য প্রস্তুত করা হয়েছে। এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের ডিএমডি, এসএমটি সদস্য, কোর রিভিউ টিম, অপারেশনস ম্যানুয়ালের ইভালুয়েশন টিম এবং বিভিন্ন ডিভিশন ও ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ঢাকা/সুমন/সাইফ
বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা। অনুষ্ঠানে হৃতিক, রাজেশ ও রাকেশ রোশন। এএফপি
