বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্‌যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।

১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা।

অনুষ্ঠানে হৃতিক, রাজেশ ও রাকেশ রোশন। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গণিতভীতি কাটিয়ে গণিতে উৎকর্ষ অর্জনের আহ্বান

পিরোজপুরে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৫-এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গণিত সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম।

বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কম্পিউটারবিজ্ঞানী মোহাম্মদ কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের গণিতভীতি কাটিয়ে গণিতে উৎকর্ষ অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন আকতার হোসেন। প্রতিযোগিতা শুরুর আগে জুলাই গণ–অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫-এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীরা। ১৪ নভেম্বর, ২০২৫

সম্পর্কিত নিবন্ধ