বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্‌যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।

১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা।

অনুষ্ঠানে হৃতিক, রাজেশ ও রাকেশ রোশন। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সেন্ট মার্টিন থেকে সরানো হলো ৫০ মণ বর্জ্য

সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ ভিড়তেই প্লাস্টিক পোড়ানোর গন্ধ নাকে এল। জাহাজ থেকে নামার মুহূর্তেই দেখি, পাশের একটি ভাগাড়ে আবর্জনা পোড়ানো হচ্ছে। ঢাকা থেকে দ্বীপের পথে রওনা হয়ে মনে আশা জেগেছিল—দীর্ঘ সময় ধরে পর্যটকদের আনাগোনা না থাকা দ্বীপটি এবার হয়তো পরিচ্ছন্ন দেখতে পাব। কিন্তু শুরুতেই ভুল ভাঙল উৎকট গন্ধে। সঙ্গে সঙ্গে মনটাই যেন ভার হয়ে গেল।

আন্তর্জাতিক সমুদ্র উপকূল পরিচ্ছন্নতা একটি বৈশ্বিক অভিযান। এ অভিযানের অংশ হিসেবে ‘কেওক্রাডং বাংলাদেশ’ দেড় দশক ধরে সেন্ট মার্টিনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আসছে। দলটির সঙ্গে বহু বছর ধরে আমিও কর্মসূচিতে আসছি। এবারও স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যদের সঙ্গে ৪ ডিসেম্বর সেন্ট মার্টিনে পৌঁছাই। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে আরও আসে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী। এ ছাড়া ১২ জন সার্ফার ও ইউনিলিভার বাংলাদেশের ২ জন কর্মকর্তা। দুই বছর ধরে কেওক্রাডং বাংলাদেশের এ বার্ষিক কর্মসূচিতে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।

৫৩০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন পরিচ্ছন্নতা অভিযানে

সম্পর্কিত নিবন্ধ