‘তিনি আমার সব ভুল নিজের কাঁধে নিতেন’, রজনীকে নিয়ে হৃতিক
Published: 10th, January 2025 GMT
বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।
১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা।
অনুষ্ঠানে হৃতিক, রাজেশ ও রাকেশ রোশন। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রথম বিভাগ ক্রিকেট
হঠাৎ করেই যেন আকর্ষণ বেড়ে গেল প্রথম বিভাগ ক্রিকেটের! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উদ্বোধন। সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানকে আলোকিত করল জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুলের উপস্থিতি, দুজনই এখন বিসিবিতে ভিন্ন ভিন্ন দায়িত্বে। সংবাদমাধ্যমের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
একসময়ের প্রিমিয়ার লিগের দল ওল্ড ডিওএইচএসকে ৩৭ ওভারে ১১৪ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশ পুলিশ ২২তম ওভারেই ম্যাচ জিতে গেছে ৮ উইকেটে। খেলা শেষে পুলিশ দলের ড্রেসিংরুমের সামনে টেলিভিশন ক্যামেরার সারি আর সাংবাদিকদের ছোটখাটো জটলা; যেটি সাধারণত প্রিমিয়ার লিগে বড় দলের ম্যাচ শেষেই দেখা যায়।
প্রথম বিভাগের শুরুটা মিরপুরে করে একটু জাঁকজমক ভাব আনার একটা উদ্দেশ্য ছিল বিসিবির। সিসিডিএম ২০ দল নিয়ে সূচি করলেও ৮ দলের বর্জনে এই লিগ এখন কার্যত ১২ দলের। বিদ্রোহী ক্লাব ও খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটাররা প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি আর বক্তব্যে লিগকে প্রশ্নবিদ্ধ করছেন। ওদিকে বিসিবির দাবি, তারা তো কাউকে বাদ দিয়ে লিগ করছে না! ক্লাবগুলোই খেলতে আসেনি। কাজেই দায় তাদের। যারা আছে, তাদের নিয়েই লিগ হবে জমজমাট।