‘তিনি আমার সব ভুল নিজের কাঁধে নিতেন’, রজনীকে নিয়ে হৃতিক
Published: 10th, January 2025 GMT
বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।
১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা।
অনুষ্ঠানে হৃতিক, রাজেশ ও রাকেশ রোশন। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে, তবে আল্লাহ সব দেখেন’
ছোট পর্দা থেকে বড় পর্দা—দু’জায়গাতেই অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।
বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাবনার উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। নিয়মিত ছবি ও ভাবনার টুকরো অংশ প্রকাশ করায় অনেক সময় কটাক্ষের মুখেও পড়েছেন এই অভিনেত্রী। গতকাল রাতে ভাবনা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। তাতে নারীর সঙ্গে পুরুষের বিশ্বাসঘাতকতার একটি চিত্রায়ণ করেছেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
‘খুকুমণির’ বিয়ে
রাজবাড়িতে বসবে মধুমিতার বিয়ের আসর!
এ বিষয়ে আশনা হাবিব ভাবনা বলেন, “একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে। কিন্তু যে নারীকে সে আঘাত করেছে, তাকে রক্ষা করার জন্য আল্লাহ তা প্রকাশ করেন। প্রতিটি মিথ্যা, যা সে পেছনে বলেছে, নীরবে ভাঙা প্রতিটি প্রতিশ্রুতি, কান্নার প্রতিটি মুহূর্ত, অথচ পুরুষটি ভান করেছে সব ঠিক আছে। তবে আল্লাহ সব দেখেন, যা সে দেখতে পায় না।”
কোনো গোপন বিষয় চিরকাল গোপন থাকে না। এমন তথ্য স্মরণ করে ভাবনা বলেন, “একজন পুরুষ ভাবেন, তার কর্ম ঢাকতে সে যথেষ্ট চতুর। কিন্তু কোনো গোপন বিষয় চিরকাল গোপন থাকে না। তাকে ধ্বংস করার জন্য আল্লাহ সত্য প্রকাশ করেন না। বরং সেই নারীকে জীবনভর কষ্ট পাওয়া থেকে রক্ষা করার জন্য এটি করেন।”
খানিকটা ব্যাখ্যা করে আশনা হাবিব ভাবনা বলেন, “বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে করা হয়। কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। আল্লাহ যখন পর্দা সরিয়ে দেন, তা শাস্তি নয় বরং এটা উদ্ধার। আমি এখন গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ।”
তবে ভাবনা কেন এ ধরনের একটি পোস্ট নিজের ফেসবুকে দিয়েছেন, তার পেছনের কারণ জানা যায়নি। কিন্তু তার ভাবনার সঙ্গে সহমত পোষণ করছেন নেটিজেনরা।
ঢাকা/শান্ত