বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্‌যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।

১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা।

অনুষ্ঠানে হৃতিক, রাজেশ ও রাকেশ রোশন। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কক্সবাজারের ৩ আসনে হেভিওয়েটের বিপক্ষে লড়বেন যেসব এনসিপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে কক্সবাজারের চারটি আসনের তিনটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তবে একটি আসন ফাঁকা রেখেছে দলটি।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রার্থীর নাম ঘোষণা করেন।

এনসিপির ঘোষণা অনুযায়ী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাইমুল আহসান খান। 

এই আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি মনোনিত এ প্রার্থী।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন। 

এই আসনে আরেক হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এ এনসিপি নেতা।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এনসিপির শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন দলের জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসাইন।

তবে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে প্রথম ধাপে কোনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কক্সবাজারের চারটি নির্বাচনী আসনে মোট ৫৮৭টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার রয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৬ হাজার ২৮ জন, নারী ভোটার ৮ লাখ ৬৩ হাজার ১০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬ জন।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ