বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্‌যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।

১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা।

অনুষ্ঠানে হৃতিক, রাজেশ ও রাকেশ রোশন। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট’র প্রতিনিধি দল

ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার ২টি সামাজিক উদ্যোগ (Social Action Plan- SAP)এবং জেলা কমিটির কার্যক্রম পরিদর্শন করেছে দি হাঙ্গার প্রজেক্ট এর একটি প্রতিনিধি দল।

১৫ জানুয়ারি, নারায়ণগঞ্জের বার্মাস্ট্যান্ড, আদমজীতে ভোটাধিকার সচেতনতা নিয়ে কাজ করা “My Vote My Rights” টিম এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে তথ্য অধিকার নিয়ে কাজ করা “Youth For Health Rights” টিম এর কার্যক্রম পরিদর্শনে আসেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রতিনিধিদল এবং এনইডি'র প্রতিনিধি।

এসময় নাটিকার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সম্পৃক্তকরণে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন এনইডির প্রোগ্রাম অফিসার শিরিন তাহের, দি হাঙ্গার প্রজেক্টের মনিটরিং ইউনিটের মোহাম্মদ আরিফুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের ট্রেনিং বিভাগের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও প্রজেক্ট কোঅর্ডিনেটর তুহিন আফসারী, বিকশিত নারী নেটওয়ার্ক এর মনোয়ারা বেগম, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য ইকবাল হোসেন বিজয়, সুজন বন্ধু'র কেন্দ্রীয় সদস্য সচিব জারিফ অনন্ত।

এছাড়াও ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলা কমিটির একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী বিজয়া ইসলাম, যুগ্ম জেলা সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি, কর্মশালা সম্পাদক মাহমুদ সারোয়ার সহ আরো অনেকে।

সম্পর্কিত নিবন্ধ