বলিউড তারকা হৃতিক রোশনের জন্য অন্য রকম এক খুশির উপলক্ষ; আজ তিনি ৫১ জন্মদিন উদ্‌যাপন করছেন। আবার আজই তাঁর ব্লকবাস্টার অভিষেক ছবি ‘কহো না পেয়ার হ্যায়’ নতুন করে মুক্তি পেয়েছে। ২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত এই রোমান্টিক ছবিটি। এ ছবির হাত ধরে হৃতিক তাঁর অভিনয়জীবনের ২৫টা বসন্ত পার করে ফেললেন। এদিকে গতকালই মুক্তি পেয়েছে রোশন পরিবার নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘দ্য রোশনস’-এর ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে রোশন পরিবারের তিন তারকা হৃতিক, রাকেশ ও রাজেশ উপস্থিত ছিলেন। আর ছিলেন ‘দ্য রোশনস’-এর পরিচালক শশী রঞ্জন। এদিনের আসরে রোশন পরিবারকে ঘিরে কিছু অজানা কথা উঠে আসে।

১৭ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য রোশনস’ তথ্যচিত্রটি। এ তথ্যচিত্রে তুলে ধরা হবে রোশন পরিবারের তিন প্রজন্মের নানা অকথিত কথা।

অনুষ্ঠানে হৃতিক, রাজেশ ও রাকেশ রোশন। এএফপি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকায় জাতিসংঘের মানবা‌ধিকার কার্যালয় হ‌তে দে‌বে না হেফাজত

হেফাজতে ইসলামের আ‌মির শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। অতীতে দেখেছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ‘মানবাধিকারের’ নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ সার্বভৌমত্বের উপর আঘাত এবং ধর্মীয় অনুভূতিরও পরিপন্থি। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়  হ‌তে দেওয়া হ‌বে না।’ 

জুলাই অভ্যুত্থা‌নের শহীদ‌দের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া-মাহফিল ও আলোচনা সভার অংশ হি‌সে‌বে শ‌নিবার রাজধানীর বা‌রিধায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ঢাকা মহানগর হেফাজ‌তে‌র অনুষ্ঠানে এসব কথা ব‌লে‌ছেন বাবুনগরী। 

মহানগর সভাপ‌তি সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে আরও উপ‌স্থিত ছি‌লেন হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ। 

হেফাজত আ‌মির ব‌লে‌ছেন, ইসলাম অনুযায়ী, শুধু পুরুষ ও নারীর ম‌ধ্যে বি‌য়ে বৈধ। সমকামিতা ইসলাম এবং প্রকৃতি উভয়ের পরিপন্থি। প্রকৃত মানবাধিকার মানে হলো—প্রত্যেক মানুষকে তার প্রকৃতি ও ধর্ম অনুযায়ী সম্মান দেওয়া। নারীর সম্মান নারী হিসেবেই রক্ষা করতে হবে; পুরুষের মর্যাদা ও দায়িত্বও পুরুষ হিসেবেই সংরক্ষণ করতে হবে। 

সরকারের প্রতি মুহিবুল্লাহ বাবুনগরী ব‌লে‌ছেন, জাতীয় স্বার্থ, সাংস্কৃতিক নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধকে রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন এবং বিদেশি দূত নিযুক্তির চুক্তি বাতিল করুন। 

মামুনুল হক হুঁশিয়ার করে বলেন, তাওহীদি জনতা দেশের স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ ও সামাজিক নৈতিকতার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ