রাজবাড়ী ও কুষ্টিয়ার পরিবহনশ্রমিকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় গতকাল শনিবার থেকে এ পথে বাস চলাচল বন্ধ আছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন। আজ রোববারও রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে আন্তজেলা বাস চলাচল বন্ধ আছে।

আজ সকালে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে রাজবাড়ী শহরের মুরগির ফার্ম এলাকায় দুই জেলার পরিবহনশ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুপুরের পর থেকে রাজবাড়ী-কুষ্টিয়া পথে বাস চলাচল বন্ধ। রাজবাড়ী থেকে প্রায় ৫০টি আন্তজেলা ও ৩০টি দূরপাল্লার বাস সরাসরি চলাচল বন্ধ আছে। আন্তজেলা বাসগুলো রাজবাড়ী জেলার সীমান্তবর্তী পাংশার শিয়ালডাঙ্গা পর্যন্ত গিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। অন্যদিকে কুষ্টিয়ার বাসগুলো জেলার সীমান্তবর্তী এলাকায় এসে যাত্রী নামিয়ে দিচ্ছে।

আবদুর রাজ্জাক আরও বলেন, বারবার বাস পরিবর্তন করায় যাত্রীদের বাড়তি ভোগান্তির শিকার হতে হচ্ছে। কুষ্টিয়ার দূরপাল্লার পরিবহন গতকাল বিকেলে বিকল্প রুট হিসেবে যমুনা সেতু ব্যবহার করে ঢাকায় গেলেও আজ কিছু গাড়ি সরাসরি যাচ্ছে। তবে রাজবাড়ীর কোনো পরিবহন সরাসরি কুষ্টিয়া যেতে পারছে না। এতে পরিবহনে যাত্রীসংখ্যা অনেক কমে গেছে। যাত্রীদের দুর্ভোগ দূর করতে আলোচনার জন্য কুষ্টিয়া সড়ক পরিবহন মালিক গ্রুপের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু তাঁরা সাড়া পাননি।

দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি–হুইলার, ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে লোকজন গন্তব্যে যাচ্ছেন। বাস চলাচলের বিষয়টি সমাধান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের বাসিন্দা মামুন রেজা গত শুক্রবার গিয়েছিলেন মানিকগঞ্জে এক স্বজনের বাড়ি। আজ সকালে নদী পাড়ি দিয়ে তিনি দৌলতদিয়া ঘাট থেকে ১২০ টাকা দিয়ে থ্রি–হুইলারে পাংশায় আসেন। দুপুরে পাংশায় আলাপকালে মামুন রেজা বলেন, সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি কুষ্টিয়া যাচ্ছেন। তাঁর মতো অনেকেই আজ বাড়তি টাকা খরচ করে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন।

পাংশা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার সাদিয়া ইসলাম বলেন, প্রতিদিন বাসে করে কুষ্টিয়ার কুমারখালী থেকে পাংশা কলেজে আসা–যাওয়া করেন। হঠাৎ করে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। বাড়তি টাকা খরচ করে ভ্যানে করে যাচ্ছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দাগি’ সিনেমা দেখতে টাঙ্গাইলে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা

টাঙ্গাইলের ভূঞাপুরে নেই কোনো সিনেমা হল। তাই প্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা দেখার তীব্র আগ্রহ ও ভালোবাসায় আবারো অস্থায়ী সিনেমা হল তৈরি করছেন তার স্থানীয় ভক্তরা। সেখানে এবার প্রদর্শিত হবে নিশো অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দাগি’। ভক্তদের ভালোবাসার টানে নিজ এলাকায় যাবেন আফরান নিশো।

শুক্রবার (২ মে) থেকে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। প্রতি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিদিন ৪টি করে শো চলবে। প্রথম শো শুরু হবে বিকেল ৪টা থেকে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সে অস্থায়ী সিনেমা হল নির্মাণে কাজ করছেন একদল যুবক। জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে ভালোবেসে গত বছর ‘সুরঙ্গ’ সিনেমার জন্য অস্থায়ী হল নির্মাণ করেছিলেন তারা। এবারো সেই ভালোবাসা থেকেই ‘দাগি’ সিনেমা প্রদর্শনের জন্য নির্মাণ করছেন প্রেক্ষাগৃহ।

আরো পড়ুন:

প্রযোজক তার সঙ্গে রাত কাটাতে বলেন: অঞ্জনা

নায়ক রুবেলের মৃত্যু গুজব: সোহেল রানার হুঁশিয়ারি

নিশো ভক্ত তন্ময় বলেন, “আফরান নিশো আমাদের এলাকার সন্তান। তার জন্য আমাদের অগাধ ভালোবাসা। তার অভিনীত সিনেমা ‘দাগি’ দেখার জন্য এখানে যে কর্মযজ্ঞ চলছে, সেটা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। ভূঞাপুরের মানুষ যেন নিশো ভাইয়ের সিনেমা দেখতে পারেন, তার জন্যই এই আয়োজন। আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দেখার জন্য।”

বিশেষ চমক হলো— এই আয়োজনে অংশ নিতে নিজ এলাকাতেই যাবেন আফরান নিশো। প্রিয় নায়কের আগমন আর সিনেমা প্রদর্শনকে ঘিরে ইতোমধ্যে উৎসাহের জোয়ার বইছে ভূঞাপুরে।

ভক্তদের আয়োজনে নির্মিত অস্থায়ী এই সিনেমা হলটি তৈরি হচ্ছে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে। বিশাল স্ক্রিন ও উন্নত সাউন্ড সিস্টেমসহ আধুনিক সুবিধার এই আয়োজন স্থানীয়দের মাঝে এক ভিন্ন আবেগ সৃষ্টি করেছে।

আয়োজক কমিটির সদস্য হাদী চকদার বলেন, “ভূঞাপুরে স্থায়ী হল না থাকলেও আমরা চেয়েছি নিশো ভাইয়ের ‘দাগি’ সিনেমাটি সবাই মিলে একসঙ্গে দেখতে। তিনি আমাদের গর্ব, আমাদের এলাকার সন্তান। তাই এবারো আমরা তাকে দাওয়াত দিয়েছি এবং তিনি আসছেন। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”

ভক্তদের আয়োজনে একজন অভিনয়শিল্পীর সরাসরি অংশগ্রহণ, অস্থায়ী হলেও একটি হল নির্মাণ এবং সিনেমা দেখার এই উৎসব— ভূঞাপুরে যেন নতুন করে সিনেমাপ্রেমের আলো জ্বেলে দিচ্ছে।

গত কয়েক বছর ধরে ঈদকে কেন্দ্র করে নির্মিত সিনেমাগুলো নিয়েই অধিক আলোচনা ও সমালোচনা দেখা যাচ্ছে। ঈদুল ফিতরে বেশ কটি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে অন্যতম আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমা। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা।

ঢাকা/কাওছার/শান্ত

সম্পর্কিত নিবন্ধ