পরিবহনশ্রমিকদের হাতাহাতির ঘটনায় রাজবাড়ী-কুষ্টিয়ায় বাস বন্ধ, দুর্ভোগ
Published: 12th, January 2025 GMT
রাজবাড়ী ও কুষ্টিয়ার পরিবহনশ্রমিকদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় গতকাল শনিবার থেকে এ পথে বাস চলাচল বন্ধ আছে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন। আজ রোববারও রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে আন্তজেলা বাস চলাচল বন্ধ আছে।
আজ সকালে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে রাজবাড়ী শহরের মুরগির ফার্ম এলাকায় দুই জেলার পরিবহনশ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে দুপুরের পর থেকে রাজবাড়ী-কুষ্টিয়া পথে বাস চলাচল বন্ধ। রাজবাড়ী থেকে প্রায় ৫০টি আন্তজেলা ও ৩০টি দূরপাল্লার বাস সরাসরি চলাচল বন্ধ আছে। আন্তজেলা বাসগুলো রাজবাড়ী জেলার সীমান্তবর্তী পাংশার শিয়ালডাঙ্গা পর্যন্ত গিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে। অন্যদিকে কুষ্টিয়ার বাসগুলো জেলার সীমান্তবর্তী এলাকায় এসে যাত্রী নামিয়ে দিচ্ছে।
আবদুর রাজ্জাক আরও বলেন, বারবার বাস পরিবর্তন করায় যাত্রীদের বাড়তি ভোগান্তির শিকার হতে হচ্ছে। কুষ্টিয়ার দূরপাল্লার পরিবহন গতকাল বিকেলে বিকল্প রুট হিসেবে যমুনা সেতু ব্যবহার করে ঢাকায় গেলেও আজ কিছু গাড়ি সরাসরি যাচ্ছে। তবে রাজবাড়ীর কোনো পরিবহন সরাসরি কুষ্টিয়া যেতে পারছে না। এতে পরিবহনে যাত্রীসংখ্যা অনেক কমে গেছে। যাত্রীদের দুর্ভোগ দূর করতে আলোচনার জন্য কুষ্টিয়া সড়ক পরিবহন মালিক গ্রুপের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু তাঁরা সাড়া পাননি।
দুই দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি–হুইলার, ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে লোকজন গন্তব্যে যাচ্ছেন। বাস চলাচলের বিষয়টি সমাধান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের বাসিন্দা মামুন রেজা গত শুক্রবার গিয়েছিলেন মানিকগঞ্জে এক স্বজনের বাড়ি। আজ সকালে নদী পাড়ি দিয়ে তিনি দৌলতদিয়া ঘাট থেকে ১২০ টাকা দিয়ে থ্রি–হুইলারে পাংশায় আসেন। দুপুরে পাংশায় আলাপকালে মামুন রেজা বলেন, সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি কুষ্টিয়া যাচ্ছেন। তাঁর মতো অনেকেই আজ বাড়তি টাকা খরচ করে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন।
পাংশা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার সাদিয়া ইসলাম বলেন, প্রতিদিন বাসে করে কুষ্টিয়ার কুমারখালী থেকে পাংশা কলেজে আসা–যাওয়া করেন। হঠাৎ করে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন। বাড়তি টাকা খরচ করে ভ্যানে করে যাচ্ছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণ অভিনেত্রী রোসার
থিয়েটার–জগতে পা রাখামাত্রই নিজের প্রতিভা দিয়ে সবার নজর কাড়ছিলেন রোসা টেইলর। সংগীত-নাট্যে উচ্চশিক্ষা নিয়ে পেশাগত অভিনয়ের পথেই হাঁটছিলেন তিনি। আগামী দিনের মঞ্চে তাঁর উজ্জ্বল উপস্থিতি ছিল প্রায় নিশ্চিত। কিন্তু সবকিছু থেমে গেল একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায়।
মাত্র ১৯ বছর বয়সে থেমে গেল ব্রিটিশ তরুণী রোসার জীবনযাত্রা। করশাম শহরের একটি লাইব্রেরিতে শিশুদের জন্য মঞ্চনাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান এই উঠতি অভিনেত্রী। তাঁর এমন আকস্মিক মৃত্যু শোকের ছায়া ফেলেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে। খবর বিবিসির
বিবিসির খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংল্যান্ডের উইল্টশায়ারের করশাম শহরে এ৪ ও বি৩১০৯ সড়কের সংযোগস্থলে একটি যাত্রী বহনকারী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রোসা। তিনি সেদিন করশাম লাইব্রেরিতে শিশুদের জন্য একটি মঞ্চনাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছিলেন।
রোসা টেইলর