চট্টগ্রামে সড়কের পাশ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
Published: 20th, October 2025 GMT
চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকায় সড়কের পাশ থেকে শামিম মাসুদ খান (২৬) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন:
জুবায়েদ হত্যা: জবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগে আটক ৩
শামিম মাসুদ খান ঢাকায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, স্থানীয়রা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিম মাসুদ খানকে উদ্ধার করে। এ সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
সিএমপি বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বলেন, “বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।”
ঢাকা/রেজাউল/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘বেহুলার বাসরঘর’ এখন যেমন
২ / ৯প্রত্নতাত্ত্বিক খননে গোকুল মেধে ১৭২টি কুঠুরি বা কক্ষের সন্ধান পাওয়া গেছে