জুবায়েদ হত্যা: জবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
Published: 20th, October 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন হত্যার বিচার দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
জুবায়েদ জবির পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি।
আরো পড়ুন:
জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগে আটক ৩
এইচএসসিতে মাদারীপুর জেলায় প্রথম মাইমুনা
সোমবার (২০ অক্টোবর) দুপুরের পর বিশ্ববিদ্যালয়গুলো পৃথকভাবে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
জবিতে নিহত জুবায়েদের জানাজা শেষে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিজ্ঞান অনুষদের মাঠ থেকে শুরু হয়ে ভাষা শহীদ রফিক ভবন, প্রধান ফটক, শাঁখারি বাজার মোড় ও রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থী ও নেতাকর্মীরা ‘প্রশাসনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই মৃত কেনো, প্রশাসন জবাব চাই’, ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমার ভাইকে খুন করার পর ২২ ঘণ্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এমন উদাসীনতার তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুত জুবায়েদের খুনিদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ায় ফাঁসি দিতে হবে।”
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.
এদিকে, মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টার মধ্যে জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় দ্রুত অগ্রগতি না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (২০ অক্টোবর) ভাষা শহিদ রফিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন।
এ সময় উপস্থিত লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, “ইনসাফের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। আপনাদের চোখে অনেকেই অপরাধী, কিন্তু আমাদের কাজ হলো প্রকৃত অপরাধীকে শনাক্ত করা। আমরা ইতোমধ্যে মূল ঘটনা উদঘাটন করেছি। বিশ্বাস রাখুন, আগামীকাল সকাল ১০টার আগেই আমরা সুসংবাদ দিতে পারব।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
জুবায়েদ হোসাইন হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাবি শাখা ছাত্রদল। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মুরাদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরলো কেন? ইন্টেরিম জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
জুবায়েদ হত্যার প্রতিবাদে সোমবার (২০অক্টোবর) দুপুরে বিক্ষোভ মিছিল করেছে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “আমরা পাঁচ আগস্ট পরবর্তী একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। জুবায়েদ শুধু ছাত্রদল নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাণবন্ত ও মেধাবী ছাত্র। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জুবায়েদের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে।”
রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনি করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন জোবায়েদ হোসেন। তিনি পুরান ঢাকার আরমানিটোলায় রৌশান ভিলা নামের বাসায় এক ছাত্রীকে পড়াতেন। ওই বাসার সিঁড়িতে পড়েছিল তার নিথর দেহ।
ঢাকা/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন হত ছ ত রদল র আম র ভ ই হত য র দ হত য
এছাড়াও পড়ুন:
জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে ইভান্সের নতুন রেকর্ড
মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন ব্র্যাড ইভান্স। প্রায় আড়াই বছর পর টেস্টে ফেরা এই পেসার সোমবার (২০ অক্টোবর) হারারে টেস্টে দুর্দান্ত এক ইনিংসে আফগানিস্তানকে ১২৭ রানে গুটিয়ে দিয়ে তুলে নেন ৫ উইকেট, মাত্র ২২ রানে। যা জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান খরচে ৫ উইকেট নেওয়ার রেকর্ড। এ যাত্রায় তিনি পেছনে ফেলেন হিথ স্ট্রিককে। যিনি ২৫ বছর আগে মাত্র ২৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট।
টস জিতে জিম্বাবুয়ের প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াটা যেন সোনায় সোহাগা হলো। ইভান্স (৫/২২) ও ব্লেসিং মুজারাবানি (৩/৪৭) মিলে তছনছ করে দিলেন আফগান ব্যাটিং। আফগানিস্তানের টেস্ট ইতিহাসে এটি তাদের চতুর্থ সর্বনিম্ন ইনিংস এবং গত ছয় বছরে সর্বনিম্ন।
আরো পড়ুন:
৭ বলে ৫ উইকেট হারিয়ে শেষ ওভারে হারল বাংলাদেশ
ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলে সিরিজ জয়ের অপেক্ষা
সবচেয়ে কম রান খরচায় ৫ উইকেট শিকারি জিম্বাবুইয়ান বোলার:
ব্র্যাড ইভানস: ৫/২২ বনাম আফগানিস্তান, হারারে ২০২৫।
হিথ স্ট্রিক: ৫/২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, পোর্ট অব স্পেন ২০০০।
ট্রাভিস ফ্রেন্ড: ৫/৩১ বনাম বাংলাদেশ, ঢাকা ২০০১।
ডেভিড ব্রেইন: ৫/৪২ বনাম পাকিস্তান, লাহোর ১৯৯৩।
মাত্র ২৮ বছর বয়সী ইভান্স আফগানিস্তানের শেষ সাত উইকেটের মধ্যে পাঁচটি তুলে নেন। এক সময় আফগানরা ছিল ৭৭/১। সেখান থেকে শেষ ৯ উইকেট হারায় মাত্র ৫০ রানে।
ব্যাট ও বল দুই দিকেই কার্যকর এই অলরাউন্ডারের নামটা আলোচনায় আসে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষে পার্থে রোমাঞ্চকর এক ম্যাচে। সেই ম্যাচেই ১ রানে ঐতিহাসিক জয় তুলে নেয় জিম্বাবুয়ে। আর শেষ ওভারে ১১ রান রক্ষা করে নায়ক হন ব্র্যাড ইভান্স। সেদিন তার বোলিং ফিগার ছিল ২৫ রানে ২ উইকেট। আর ব্যাট হাতে করেছিলেন মূল্যবান ১৯ রান (১৫ বলে)।
গত কয়েক বছর চোটে জর্জরিত ছিলেন তিনি। তবে ধীরে ধীরে আবার ফিরছেন ছন্দে এবং এবার তিন ফরম্যাটেই নিজের উপস্থিতি দৃঢ়ভাবে জানান দিচ্ছেন ব্র্যাড ইভান্স।
আফগানিস্তানকে প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে অলআউট করে জিম্বাবুয়ে ২ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে প্রথম দিন শেষ করেছে। লিড নিয়েছে ৩ রানের। ব্রিয়ান বেনেট ৬ ও নিক ওয়েলচ ৪৯ রান করে আউট হয়েছেন। বেন কুরান অপরাজিত ৫২ ও ব্রেন্ডন টেইলর অপরাজিত আছেন ১৮ রানে। তারা দুজন আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।
জিম্বাবুয়ের দুটি উইকেটই নিয়েছেন আফগানিস্তানের জিয়াউর রহমান।
ঢাকা/ইয়াসিন/আমিনুল