চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তাঁদের অভিযোগ, প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে চাকরি ফেরত পাওয়ার রায় পেলেও তাঁদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না।

আজ রোববার সকালে চাকরিচ্যুত অর্ধশতাধিক পুলিশ সদস্য এ কর্মসূচি পালন করেন।

গরহাজিরার কারণে চাকরি চলে গেছে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো.

জাকারিয়ার। অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে কনস্টেবল থেকে এসআই পদে কর্মরত অন্তত ২৬১ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে চাকরি পুনর্বহালের রায় পেয়েছেন, কিন্তু পুলিশ সদর দপ্তর তাঁদের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করেছে। সে কারণে তাঁরা চাকরিতে ফিরতে পারছেন না।

জাকারিয়া বলেন, ‘হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পুরো প্রক্রিয়াটি শেষ করতে ১৪ বছর সময় লাগবে। এত দিন চাকরি ছাড়া আমরা কীভাবে সংসার চালাব?’ তাই দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

ঝিনাইদহ জেলায় চাকরি করার সময় মাদক উদ্ধারের একটি অভিযানে গিয়ে র‍্যাবের কয়েকজন সদস্যের সঙ্গে মারামারির ঘটনায় চাকরিচ্যুত করা হয় সোহেল আহমেদ নামের এক কনস্টেবলকে। তিনি বলেন, ওই অভিযানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের সঙ্গে ছিলেন। ওই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারও চাকরি যায়নি। কনস্টেবল বলে তৎকালীন পুলিশ সুপার তাঁকে চাকরিচ্যুত করেছেন।

সোহেল বলেন, ‘আমরা প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে চাকরি ফিরে পাওয়ার রায় পেয়েছি, কিন্তু চাকরিতে যোগ দিতে পারছি না।’

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে  দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম এ রায় দেন। 

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার

খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার রায়ের তথ্য জানিয়েছেন। দুই আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে। 

ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সূবর্ণ চন্দ্র দের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৯৬টি জালনোট, ৫০০ টাকার ২০০টি জালনোট ও ২০০ টাকার ৫টি জালনোট জব্দ করা হয়। 

এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন। 

রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন। জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। 

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড