Samakal:
2025-09-18@08:40:48 GMT

বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড 

Published: 12th, January 2025 GMT

বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড 

দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের সিলেট পর্বে ঢাকা ক্যাপিটালস দুর্দান্ত ব্যাটিং করেছে। মাত্র ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করেছেন লিটন দাস ও তানজিদ তামিমরা। বিপিএলে যা সর্বোচ্চ রানের রেকর্ড। 

এর আগে ২০১৯ ও ২০২৪ সালে চট্টগ্রামে মাটিতে চট্টগ্রামের বিপক্ষে রংপুর ও কুমিল্লা ২৩৯ রান করেছিল। এবার ওই রেকর্ড ভেঙে দিল ঢাকা। এছাড়া বিপিএলে ২৩৮ রানের ইনিংস আছে দুটি। 

দুর্বার রাজশাহীর বিপক্ষে রেকর্ড ওই রান করার পথে ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন। লিটন খেলেন ৫৫ বলে হার না মানা ১২৫ রানের ইনিংস। ৪৩ বলে সেঞ্চুরি করেন তিনি। বিপিএলে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। বিপিএলে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড আহমেদ শেহজাদের। তিনি ৪০ বলে ওই কীর্তি গড়েছিলেন। এরপর ছিলেন গেইল। তিনি ৪৪ বলে সেঞ্চুরি পেয়েছিলেন।   

লিটনের পরে তানজিদ তামিমও সেঞ্চুরি তুলে নেন। জাতীয় দলের এই বাঁ-হাতি ব্যাটারের ব্যাট থেকে ৬৪ বলে ১০৮  রানের ইনিংস খেলেন। বিপিএলের গত আসরেও সেঞ্চুরি পেয়েছিলেন তানজিদ। বিপিএলে দুই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি তিনি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিএনপি ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে: তারেক রহমান

ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

সম্পর্কিত নিবন্ধ