বুয়েটে ‘দূষিত’ পানিতে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা
Published: 12th, January 2025 GMT
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের পানি পান করে অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে অনেক শিক্ষার্থী হল ছেড়ে বাসায় থাকছেন। যাঁরা হলে থাকছেন তাঁরা হলের পানি পান করা থেকে বিরত থাকছেন।
রোববার বুয়েটের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে এমন তথ্য জানান। তাঁরা জানিয়েছেন, এ কারণে তাঁদের একাডেমিক কার্যক্রমও চলছে না। ক্যাম্পাসের কোনো একটা পাইপের দূষণের কারণে এমনটি ঘটেছে।
এ বিষয়ে বুয়েটের উপাচার্য অধ্যাপক আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দুই সপ্তাহ আগে এই সমস্যা দেখা দিয়েছিল। তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা হলগুলো পরিদর্শন করেছি, শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছি, পানির ট্যাংকগুলো পরিষ্কার করেছি। এখন আক্রান্তের হার অনেক কমেছে।’
একাডেমিক কার্যক্রমের বিষয়ে বুয়েটের উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা চাচ্ছে পরীক্ষা যেন কয়েক দিন পরে নেওয়া হয়। সার্বিক বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাশ্মীর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আলাপ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে রাজনাথ সিংয়ের কার্যালয়। খবর হিন্দুস্তান টাইমসের
এক্স পোস্টে বলা হয়েছে, ‘মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।’
আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটি ‘দুর্বৃত্ত’ রাষ্ট্র হিসেবে সামনে এসেছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে এবং অঞ্চলকে ‘অস্থিতিশীল’ করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি করেছে তারা। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। এরপর থেকে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।