লিগে ১৯ ম্যাচ খেলে অপরাজিত। এমন পরিসংখ্যানই তো দেখতে চায় সব দল। এমন কিছু কোচদেরও দেয় স্বস্তি। অর্ধেক মৌসুম পেরিয়ে কোনো ম্যাচ না হারার ঘটনা উজ্জ্বল করে ‘ইনভিন্সিবল’ বা অজেয় থেকে মৌসুম শেষ করার স্বপ্নও।

কিন্তু চলতি মৌসুমে সিরি ‘আ’তে প্রথম ১৯ ম্যাচে অপরাজিত থেকেও স্বস্তি থাকতে পারছেন না জুভেন্টাস কোচ থিয়াগো মোত্তা। কোনো ম্যাচ না হারলেও যে তাঁর দল ভালো অবস্থানে নেই, এই মুহূর্তে আছে পয়েন্ট তালিকার পাঁচে। সর্বশেষ পরশু রাতেও সিরি ‘আ’তে তুরিন ডার্বিতে তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।

সিরি ‘আ’তে ১৯ ম্যাচে ৭টি জয় পাওয়া জুভেন্টাস ড্র করেছে ১২টিতে। দলটির পয়েন্ট এখন ৩৩। শীর্ষে থাকা নাপোলির চেয়ে তুরিনের ক্লাবটি পিছিয়ে ১১ পয়েন্টে, ১৯ ম্যাচে নাপোলির পয়েন্ট ৪৪।

আরও পড়ুনবায়ার্নের রেকর্ড ছুঁয়ে রিয়াল–আর্সেনালের কীর্তি ছোঁয়ার অপেক্ষায় লেভারকুসেন ১৮ ফেব্রুয়ারি ২০২৪

জুভেন্টাস না হারলেও বড় ব্যবধানে এগিয়ে থাকা নাপোলি কিন্তু এরই মধ্যে হেরেছে ৩ ম্যাচে। তবে হার নয়, দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে জেতা ম্যাচের সংখ্যা। জয়ে ৩ পয়েন্ট, ড্র-তে ১—কারণটা তো জানাই। প্রথম ১৯ ম্যাচে জুভেন্টাসের দ্বিগুণ ১৪টি ম্যাচ জিতেছে নাপোলি।

সাম্প্রতিক সময়ে ম্যাচ শেষে এমন উৎসব আর থাকেনি জুভেন্টাসের.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শ্রমিকের সামাজিক সুরক্ষা নিশ্চিত ও নিপীড়ন বন্ধের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

গণতান্ত্রিক শ্রম আইন, শ্রমিকের সামাজিক সুরক্ষা, ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত ও শ্রমিক নিপীড়ন বন্ধের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে তারা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃত শ্রমিকনেতাদের মুক্তির দাবিও জানায়।

মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, আইনবিষয়ক সম্পাদক বিমল চন্দ্র সাহা, নির্বাহী সদস্য আফজাল হোসেন, নির্বাহী সদস্য ও বোম্বে সুইটস শ্রমিক ইউনিয়নের সভাপতি রতন মিয়া প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, ট্রেড ইউনিয়ন করার চেষ্টার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে গার্মেন্টস উইংয়ের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তারসহ ৭ জনকে নারায়ণগঞ্জ কারাগারে এবং রিকশা শ্রমিকদের রুটি–রুজির আন্দোলনে সংহতি জানানোর অপরাধে চট্টগ্রামে রিকশা সংগ্রাম পরিষদ চট্টগ্রামের সভাপতি আল কাদেরি জয়, মিরাজ উদ্দিন ও রোকন উদ্দিনকে কারাগারে আটকে রাখা হয়েছে। অথচ সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, তারা শ্রমক্ষেত্রে আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন করবে।

এ সময় নেতারা শ্রম সম্পর্ক উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত হচ্ছে কি না, তা জানতে চান। তাঁরা বলেন, ট্রেড ইউনিয়ন গঠন করার অধিকার চর্চায় বাধা দেওয়া বন্ধ না হলে, শ্রমিকের ওপর নিপীড়ন বন্ধ না হলে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিচালনা বা বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি শ্রমজীবী মানুষের কাছে প্রতারণা হিসেবে পরিগণিত হবে।

মে দিবসের ইতিহাস তুলে ধরে নেতারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের শ্রমজীবী মানুষের ৮৫ শতাংশ শ্রম আইনের সুরক্ষার বাইরে। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশের শ্রম খাতের দুর্দশার যে ভয়ানক চিত্র ফুটে উঠেছে, তা প্রমাণ করে স্বাধীনতা–পরবতী প্রতিটি সরকার শ্রম শোষণকে তীব্র থেকে তীব্রতর করার ক্ষেত্র তৈরি করেছে।

এ সময় গ্রেপ্তার সব শ্রমিকের মুক্তি, শ্রমিক নিপীড়ন বন্ধ এবং মে দিবসের প্রকৃত চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারা।

সম্পর্কিত নিবন্ধ