ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনে নীলাঞ্জনার সঙ্গে ঘর বেঁধেছেন। এ সংসারে সারা-জারা সেনগুপ্ত নামে দুটো কন্যাসন্তান রয়েছে। এরই মধ্যে সারা সেনগুপ্ত মডেলিং শুরু করেছেন। শুধু তাই নয়, সৃজিত মুখার্জি নির্মিত ‘উমা’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন এই তারকা সন্তান।

গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা সেনগুপ্ত। তা-ও বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান খানের সঙ্গে জুটি বেঁধে তার এই যাত্রা শুরু হবে। ভারতীয় একাধিক গণমাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করেছে। গত কয়েক দিন খবরটি নিয়ে আলোচনা চললেও নীরব ছিলেন সারা ও যীশু সেনগুপ্ত। এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন সারা।

সারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে বিস্তারিত জানিয়ে এ অভিনেত্রী লেখেন, “কয়েকটি বিষয় পরিষ্কার করতে এলাম। আমার বলিউডে অভিষেক নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখলাম। আমি ভবিষ্যতে অভিনয়ই করতে চাই, তবে আপাতত মডেলিংটাই মূল লক্ষ্য। আমি জানি না, এই গুঞ্জনের সূত্রপাত কীভাবে হলো। তবে আমার মনে হলো বিষয়টি পরিষ্কার করা উচিত।”

আরো পড়ুন:

আহত রাশমিকা, শুটিং বন্ধ

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় সালমানের বিপরীতে যার অভিনয়ের কথা ছিল

গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার সংসার। তবে এখনো এ ব্যাপারে পরিষ্কার কোনো ঘোষণা পাওয়া যায়নি। জানা গেছে, যীশু তার বোনের সঙ্গে বসবাস করছেন। আর নীলাঞ্জনা দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ে আলাদা থাকছেন।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ