লেস্টার ছেড়ে নতুন ঠিকানার পথে বাংলাদেশের হামজা
Published: 14th, January 2025 GMT
শীতকালীন দলবদলের বাজারে নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ড ও রাইট ব্যাকে খেলতে পারা হামজাকে দলে নিতে আগ্রহী চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড।
সংবাদ মাধ্যম দাবি করেছে, আগামী সপ্তাহের মধ্যে লেস্টার সিটি থেকে শেফিল্ডে হামজার ধারে খেলার চুক্তি সম্পন্ন হতে পারে। লেস্টারের নতুন ডাচ কোচ ফন নেস্তেলরয় জানুয়ারির দলবদলে নতুন রাইট ব্যাক নিতে চান। ক্লাবের ওপর থেকে বাড়তি বেতনের চাপ কমাতে ধারের শর্তে লেস্টার ছাড়তে চান হামজা।
শর্ত ধারের হলেও গত মাসে বাংলাদেশের জার্সিতে খেলার আনুষ্ঠানিক অনুমতি পাওয়া হামজার সামনে শেফিল্ডে স্থায়ী চুক্তির সুযোগও থাকছে। তিনিও নিয়মিত ম্যাচ খেলতে চান। যে কারণে শেফিল্ডের সঙ্গে চুক্তি করার কথা ভাবছেন। কারণ চলতি মৌসুমে হামজা লেস্টারের হয়ে মাত্র চারটি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। অন্য প্রতিযোগিতায় দু’বার মাঠে নেমেছেন। সব মিলিয়ে মৌসুমের প্রথমার্ধে মাত্র ১৩১ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি।
হামজা চৌধুরী ২০১৫-১৬ মৌসুম থেকে লেস্টার সিটির সঙ্গে আছেন। তবে প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন এন্ড হোব আলবিয়নে খেলেছেন। পরের দুই মৌসুমে লেস্টারে যথাক্রমে ৯ ও ১২টি করে ম্যাচ পান। ২০১৯-২০ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওই মৌসুমে ২৯ ম্যাচে লেস্টারের জার্সিতে মাঠে নামার সুযোগ পান। পরের মৌসুমে লেস্টার তাকে ২২ ম্যাচে সুযোগ দেয়।
তবে ২০২১-২২ মৌসুমে পড়তি ফর্মের কারণে ১২ ম্যাচ খেলে ওয়ার্টফোর্ডে ধারে যোগ দেন। ২০২৩-২৪ মৌসুমে লেস্টার অবনমনে ছিল। ওই মৌসুমে ৪১ ম্যাচ খেলেন হামজা। লেস্টারকে প্রিমিয়ার লিগে ফেরাতে বড় ভূমিকা ছিল তার। হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭ ম্যাচ খেলেছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।