শীতকালীন দলবদলের বাজারে নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ড ও রাইট ব্যাকে খেলতে পারা হামজাকে দলে নিতে আগ্রহী চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড।

সংবাদ মাধ্যম দাবি করেছে, আগামী সপ্তাহের মধ্যে লেস্টার সিটি থেকে শেফিল্ডে হামজার ধারে খেলার চুক্তি সম্পন্ন হতে পারে। লেস্টারের নতুন ডাচ কোচ ফন নেস্তেলরয় জানুয়ারির দলবদলে নতুন রাইট ব্যাক নিতে চান। ক্লাবের ওপর থেকে বাড়তি বেতনের চাপ কমাতে ধারের শর্তে লেস্টার ছাড়তে চান হামজা।

শর্ত ধারের হলেও গত মাসে বাংলাদেশের জার্সিতে খেলার আনুষ্ঠানিক অনুমতি পাওয়া হামজার সামনে শেফিল্ডে স্থায়ী চুক্তির সুযোগও থাকছে। তিনিও নিয়মিত ম্যাচ খেলতে চান। যে কারণে শেফিল্ডের সঙ্গে চুক্তি করার কথা ভাবছেন। কারণ চলতি মৌসুমে হামজা লেস্টারের হয়ে মাত্র চারটি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। অন্য প্রতিযোগিতায় দু’বার মাঠে নেমেছেন। সব মিলিয়ে মৌসুমের প্রথমার্ধে মাত্র ১৩১ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি।

হামজা চৌধুরী ২০১৫-১৬ মৌসুম থেকে লেস্টার সিটির সঙ্গে আছেন। তবে প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন এন্ড হোব আলবিয়নে খেলেছেন। পরের দুই মৌসুমে লেস্টারে যথাক্রমে ৯ ও ১২টি করে ম্যাচ পান। ২০১৯-২০ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওই মৌসুমে ২৯ ম্যাচে লেস্টারের জার্সিতে মাঠে নামার সুযোগ পান। পরের মৌসুমে লেস্টার তাকে ২২ ম্যাচে সুযোগ দেয়।

তবে ২০২১-২২ মৌসুমে পড়তি ফর্মের কারণে ১২ ম্যাচ খেলে ওয়ার্টফোর্ডে ধারে যোগ দেন। ২০২৩-২৪ মৌসুমে লেস্টার অবনমনে ছিল। ওই মৌসুমে ৪১ ম্যাচ খেলেন হামজা। লেস্টারকে প্রিমিয়ার লিগে ফেরাতে বড় ভূমিকা ছিল তার। হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭ ম্যাচ খেলেছেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিএনপির শ্রমিক সমাবেশ শুরু 

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির শ্রমিক সমাবেশ। মহান মে দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতকর্মী উপস্থিত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত শুরু করেন।

এর আগে দুপুর ১২টা থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন। 

দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা মহানগরী ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির সিনিয়র নেতারা। সমাবেশে শ্রমিক দলের পক্ষ থেকে তুলে ধরা হবে ১২ দফা দাবি। 

সমাবেশ স্থলে দেখা যায়, নেতাকর্মীরা ব্যানার, মাথায় নানা রঙের ক্যাপ, দলীয় টি-শার্ট পরে নয়পল্টনে আসছেন। জায়গায় জায়গায় চলছে স্লোগান, দলীয় সংগীত আর ঢাক-ঢোলের বাদ্য।

সমাবেশস্থলে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা রাখা হয়েছে।

টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সরকার পতনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম এতো বড় সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট প্রথম বাধাহীন সমাবেশ করে বিএনপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় ছিল উচ্ছ্বল নেতাকর্মীদের ভিড়।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ