ব্যাংক কর্মচারীকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে ছিনতাই
Published: 14th, January 2025 GMT
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দিনে-দুপুরে এজেন্ট ব্যাংকের এক কর্মচারীকে হ্যান্ডকাফ পরিয়ে অপহরণ ও মারধর করে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ইছাপুরা-ভবানীপুর সড়কের কাঁঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে এ ঘটনা ঘটে।
অপহরণ ও ছিনতাইয়ের শিকার হয়েছেন উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীরপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী আফজাল শেখ। তিনি ভবানীরপুর পশ্চিপাড়া গ্রামের মৃত জসিমউদ্দিন শেখের ছেলে।
আফজাল শেখ সাংবাদিকদের জানান, ভবানীপুর এজেন্ট শাখার জন্য মঙ্গলবার দুপুরে ইসলামী ব্যাংক নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭ ০ হাজার টাকা নিয়ে নিমতলা বাসে করে ইছাপুরা আসেন তিনি। পরে ইছাপুরা থেকে ভবানীপুর এজেন্ট শাখায় যাওয়ার উদ্দেশে ব্যাটারি চালিত অটো রিকসায় ওঠেন। অটো রিকসাটি কাঠালতলী গ্রামে ফারুকের পোল্টি ফার্মের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস তার রিকসার গতিরোধ করে।
৪-৫ লোক হ্যান্ডকাফ পরিয়ে অস্ত্রের মুখে তাকে গাড়িতে তোলে। তার চোখের চশমা ভেঙে চোখ বেঁধে ফেলে ওই দুর্বৃত্তরা। চোখ বাঁধা এবং হ্যান্ডকাফ লাগানোর বিষয়টি আফজাল দুর্বৃত্তের কাছে জানতে চাইলে, তাকে মারধর করে এবং বলে তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে এজন্য তাকে কোর্টে চালান দিবে। পরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ১৫ লাখ ৭ ০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের একটি নির্জন স্থানে চোখ বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে সিরাজদিখানের ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার এজেন্ট কামাল শেখ বলেন, “আফজাল প্রায় সময় এভাবে টাকা আনা-নেওয়ার কাজ করতো। কখনো এমন ঘটনা ঘটেনি। আমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। যারা আফজালকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, তাদের পরনে ডিবির জ্যাকেট ছিল। যেখান থেকে আফজালকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার সিসিটিভি ফুটেজও আফজালকে তুলে নেওয়ার ভিডিও আমরা দেখেছি।”
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল ) আ ন ম ইমরান খান মঙ্গলবার রাত ১০টার দিকে বলেন, “আমরা ঘটনাস্থল এবং যার কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে তাঁর সঙ্গে কথা বলে তদন্ত কাজ শুরু করেছি। যতদূর শুনেছি, আফজাল খানকে মাইক্রোস করে উঠিয়ে নিয়ে মারধর করে এক্সপ্রেসওয়ের নিমতলা আবদুল্লাপুরের মাঝামাঝি এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। যারা ঘটনার সঙ্গে জড়িত, গাড়িতে থাকা ব্যক্তিদের গায়ে আইনশৃঙ্খলা বাহীনির পোশাক ছিল কিনা এটা আফজাল খান বলতে পারছেন না। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।”
ঢাকা/রতন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় বাবা-মাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, অভিযুক্ত আটক
বাড়ির ভেতর ঢুকে বাবা-মাকে মারধরের পর এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় ঘটনাটি ঘটে। বিকেল ৫টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার ও মূল অভিযুক্ত আটক করে পুলিশ।
অভিযুক্ত সঞ্চয় (২০) উপজেলার ফাঁসিতলা এলাকার মোঘলটুলী গ্রামের রাফিউল ইসলাম রাফির ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেন ওই শিক্ষার্থী। কিছুক্ষণ পর সঞ্চয়সহ ১৫-২০ জন লাঠি নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মালামাল লুট করে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা ওই শিক্ষার্থীর বাবা-মাকে মারধর ও কুপিয়ে আহত করে। পরে তারা শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
আরো পড়ুন:
ধামরাইয়ে চালক-হেলপারকে মারধর করে তেলবাহী ট্রাক ছিনতাই
সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পুলিশ বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কামারদহ ফেলুপাড়া গ্রামে অভিযান চালিয়ে চাঁন মিয়ার বাড়ি থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত সঞ্চয়কে আটক ও তার কাছে থাকা মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন হুমকি দিচ্ছিলেন সঞ্চয়। এ ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
ঘটনাটি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। একটি বাড়ি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত সঞ্চয়কে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা/মাসুম/মাসুদ