কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ট্রাকচাপায় রাবেয়া আক্তার (২২) নামে এক এনজিওকর্মী শিক্ষিকা নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট ও ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি ফলিয়াপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাবেয়া আক্তার উখিয়া জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী। তিনি রোহিঙ্গা ক্যাম্পে একটি বেসরকারি সংস্থায় শিক্ষিকা হিসেবে কাজ করতেন। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো.

সিরাজ আমিন জানান, রাবেয়া মোটরসাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা বাঁশবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকচালককে ট্রাকসহ আটক করেছেন।

ঢাকা/তারেকুর/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফারুক খানের চিকিৎসার বিষয়ে আদেশ কাল

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের চিকিৎসার বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল বুধবার।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এই বিষয়ে আদেশের জন্য এই দিন রাখেন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ৪ জুন শুনানিতে ফারুক খানের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেছিলেন, তাঁর মক্কেলকে (ফারুক খান) সবশেষ ২০ এপ্রিল ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তখন তিনি একা একাই চলতে পেরেছেন। কিন্তু এখন তিনি একা চলাফেরা করতে পারেন না। তাঁর অবস্থার অবনতি ঘটেছে।

সম্মিলিত সামরিক হাসপাতালে ফারুক খানের চিকিৎসার ব্যবস্থা করার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাঁর আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

সম্পর্কিত নিবন্ধ