‘অশ্লীল নাচ’ নিয়ে নীরবতা ভাঙলেন উর্বশী
Published: 15th, January 2025 GMT
তেলেগু ভাষার নতুন সিনেমা ‘ডাকু মহারাজ’। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী উবর্শী রাউতেলা।
সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে ৩৪ বছরের ছোট উর্বশীর সঙ্গে নেচেছেন নান্দামুরি বালাকৃষ্ণা। সিনেমা মুক্তির আগেই গানটির অংশবিশেষ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন উর্বশী। তারপরই শুরু হয় কড়া সমালোচনা। রীতিমতো বিতর্কে জড়ান নান্দামুরি-উর্বশী। নেটিজেনরা উর্বশী-নান্দামুরির নাচকে ‘অশ্লীল’ বলে মন্তব্য করেছেন। এ নিয়ে এখনো সমালোচনা বন্ধ হয়নি। এতদিন নীরব থাকলেও আড়াল ভেঙে সরব হয়েছেন উর্বশী রাউতেলা। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
উর্বশী রাউতেলা বলেন, “সাফল্য পুঙ্খানুপুঙ্খভাবে বিচারের আহ্বান জানায়। আমি এটা বুঝতে পারছি, আলোচনা ও মতামত এই জার্নির অংশ। শুধু নান্দামুরি গুরুর সঙ্গে নাচের বিষয় নয়, যেকোনো পরিবেশনার বিষয়ে আসা বিচিত্র দৃষ্টিভঙ্গিকে আমি সম্মান করি। তার (নান্দামুরি) মতো বরেণ্য ব্যক্তির সঙ্গে কাজ করা নিঃসন্দেহে সম্মানের।”
আরো পড়ুন:
৪ দিনে রাম চরণ-কিয়ারার সিনেমার আয় ১৮২ কোটি টাকা
কত টাকা আয় করল রাম চরণ-কিয়ারার ‘গেম চেঞ্জার’?
এটিকে শিল্পের প্রতি ‘সম্মান’ বলে মন্তব্য করেন উর্বশী রাউতেলা। তার ভাষায়, “নান্দামুরি স্যারের সঙ্গে এটি কেবল পারফরম্যান্স নয়, এটি ছিল শিল্পের উদযাপন, কঠোর পরিশ্রম এবং শিল্পের প্রতি সম্মান। তার সঙ্গে কাজ করা স্বপ্নপূরণের মতো ছিল। প্রতিটি ধাপ, প্রতিটি অঙ্গভঙ্গির উদ্দেশ্য ছিল একসঙ্গে চমৎকার কিছু তৈরি করা।”
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ডাকু মহারাজ’ সিনেমা পরিচালনা করেছেন ববি কোলি। উর্বশী-নান্দামুরি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— ববি দেওল, প্রজ্ঞা জয়সওয়াল, রবি কৃষাণ, ঋষি, রাও রমেশ প্রমুখ।
২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।
পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী। বর্তমানে তেলেগু ও হিন্দি ভাষার তিনটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।